টাকার অভাবে দেশে আসতে পারছেনা চাঁদপুরের অসুস্থ মিজান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টাকার অভাবে দেশে আসতে পারছেনা চাঁদপুরের অসুস্থ মিজান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

টাকার অভাবে দেশে আসতে পারছেনা চাঁদপুরের অসুস্থ মিজান

সোহেল আহমেদ: মিজানুর রহমান। অসুস্থ্য বৃদ্ধ পিতা মাতা তিন ভাইবোনের সংসারের চাকা সচল করতে ধারদেনা করে মালেশিয়ায় গিয়েছিলেন। দারিদ্রতাকে ঘোচানোর জন্য চার লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে মিজানের কাজ হয় বাংলাদেশী টাকায় ২৫ হাজার টাকা বেতনের গাড়ি পরিস্কার করা। নিজের খরচ মিটিয়ে বাকি টাকা দেশে পাঠতেন তিনি।
সেই টাকা দিয়েই অল্প অল্প করে সংসারের খরচ ও দেনা পরিশোধ করছিলো তাঁর পরিবার। এভাবে তিন বছর কেটে যায় মিজানের। হঠাত তাঁর শরীরে অসুখ দেখা দেয়। তিন বছরে সে দেশে পাঠায় দুই লক্ষ বিশ হাজার টাকা ,এখনো আরো দুই লক্ষ টাকা উঠানো বাকি যা দেশ থেকে যাওয়ার সময় কর্য করে রেখে গেছে ৷ আজ কয়েক মাস মিজান দেশে টাকা পাঠাতে পারছে না কারন তার পেটে গা হয়েছে এবং পায়খানার রাস্তা দিয়ে নিয়মিত রক্ত যাচ্ছে প্রচুর যন্ত্রনা করে ৷ ফলে সব টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে মিজান এখন সর্বসান্ত। চরম অসুস্থ্যতায় কাজ করতে না পারায় তার বেতন বন্ধ করে দিয়েছে মালিক।
মালায়েশিয়া প্রবাসী মিজান বেশ কিছু দিন যাবত তাঁর  এ সমস্যার কথা জানাতে সিএমপি‘র মানবিক পুলিশ ইউনিটের টিমলীডার শওকত হোসেন এর হোয়াটসএপ্যে ভিডিও কল করে কান্নাকাটি করছে। তাকে যেন দেশে পাঠানোর ব্যাবস্থা করার জন্য জোড় আকুতি জানাচ্ছে অসহায় মিজান। মিজানের সমস্যার কথা শুনে মানবিক পুলিশ শওকত হোসেন মালায়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ জানায়। কিন্তু সেখানে যোগাযোগ করার মতোও সামর্থ নেই মিজানের। এ অবস্থায় মিজানকে সেখানকার বাংলাদেশী কোন সুহ্রদয়বান ব্যক্তির সহযোগীতাই বড় প্রয়োজন। প্রবাসে অসহায় অসুস্থ্য মিজানের একমাত্র আকুতি যেন বাংলাদেশে আসার মতো ব্যবস্থা করা হয়।
তখন মিজান বলে তার কাছে বের হওয়ার মতও কোন পয়সা নেই ৷ তার একটাই আকুতি যে কোন ভাবে বাংলাদেশে আসলে হয়তো তার জীবনটা বেচেঁ যাবে ৷ প্রবাসী মানবিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোষ্ট করেছেন মানবিক পুলিশ শওকত হোসেন। ওই পোষ্টে তিনি অসহায় মিজানের পাশে সহযোগীতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ করে মিজানের নিম্নোক্ত ঠিকানা দিয়েছেন।
মিজানের ঠিকানা হচ্ছে মালেশিয়ার কোয়ালালামপুরের 260 JALAN BUNGA TANJUNG -1 — মালেশিয়ায় সে যে বাড়িতে কাজ করে তার ছবি দেওয়া হয়েছে ৷ মালেশিয়ায় কোন মানবিক বাংলাদেশি মানুষ যদি থেকে থাকেন দয়া করে তার সাথে যোগাযোগ করে এই অসহায় মাত্র ২১ বছরের তরুনটির পাশে এগিয়ে আসুন ৷ কারো চোখের পানি মুছে দেওয়ার মধ্যেই পৃথিবীর সবছেয়ে বড় স্বার্থকতা ৷ মিজানের দেশের বাড়ি চাদঁপুর জেলার হাজিগন্জ থানার কালিরবাজার এলাকায় ৷ তার ফোন নং— ৬০১৭২৬৮৬৯১৭
দৈনিক বরিশাল ২৪

টাকার অভাবে দেশে আসতে পারছেনা চাঁদপুরের অসুস্থ মিজান

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:৪১ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২০ ১১:৪২ অপরাহ্ণ
সোহেল আহমেদ: মিজানুর রহমান। অসুস্থ্য বৃদ্ধ পিতা মাতা তিন ভাইবোনের সংসারের চাকা সচল করতে ধারদেনা করে মালেশিয়ায় গিয়েছিলেন। দারিদ্রতাকে ঘোচানোর জন্য চার লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে মিজানের কাজ হয় বাংলাদেশী টাকায় ২৫ হাজার টাকা বেতনের গাড়ি পরিস্কার করা। নিজের খরচ মিটিয়ে বাকি টাকা দেশে পাঠতেন তিনি।
সেই টাকা দিয়েই অল্প অল্প করে সংসারের খরচ ও দেনা পরিশোধ করছিলো তাঁর পরিবার। এভাবে তিন বছর কেটে যায় মিজানের। হঠাত তাঁর শরীরে অসুখ দেখা দেয়। তিন বছরে সে দেশে পাঠায় দুই লক্ষ বিশ হাজার টাকা ,এখনো আরো দুই লক্ষ টাকা উঠানো বাকি যা দেশ থেকে যাওয়ার সময় কর্য করে রেখে গেছে ৷ আজ কয়েক মাস মিজান দেশে টাকা পাঠাতে পারছে না কারন তার পেটে গা হয়েছে এবং পায়খানার রাস্তা দিয়ে নিয়মিত রক্ত যাচ্ছে প্রচুর যন্ত্রনা করে ৷ ফলে সব টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে মিজান এখন সর্বসান্ত। চরম অসুস্থ্যতায় কাজ করতে না পারায় তার বেতন বন্ধ করে দিয়েছে মালিক।
মালায়েশিয়া প্রবাসী মিজান বেশ কিছু দিন যাবত তাঁর  এ সমস্যার কথা জানাতে সিএমপি‘র মানবিক পুলিশ ইউনিটের টিমলীডার শওকত হোসেন এর হোয়াটসএপ্যে ভিডিও কল করে কান্নাকাটি করছে। তাকে যেন দেশে পাঠানোর ব্যাবস্থা করার জন্য জোড় আকুতি জানাচ্ছে অসহায় মিজান। মিজানের সমস্যার কথা শুনে মানবিক পুলিশ শওকত হোসেন মালায়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ জানায়। কিন্তু সেখানে যোগাযোগ করার মতোও সামর্থ নেই মিজানের। এ অবস্থায় মিজানকে সেখানকার বাংলাদেশী কোন সুহ্রদয়বান ব্যক্তির সহযোগীতাই বড় প্রয়োজন। প্রবাসে অসহায় অসুস্থ্য মিজানের একমাত্র আকুতি যেন বাংলাদেশে আসার মতো ব্যবস্থা করা হয়।
তখন মিজান বলে তার কাছে বের হওয়ার মতও কোন পয়সা নেই ৷ তার একটাই আকুতি যে কোন ভাবে বাংলাদেশে আসলে হয়তো তার জীবনটা বেচেঁ যাবে ৷ প্রবাসী মানবিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোষ্ট করেছেন মানবিক পুলিশ শওকত হোসেন। ওই পোষ্টে তিনি অসহায় মিজানের পাশে সহযোগীতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ করে মিজানের নিম্নোক্ত ঠিকানা দিয়েছেন।
মিজানের ঠিকানা হচ্ছে মালেশিয়ার কোয়ালালামপুরের 260 JALAN BUNGA TANJUNG -1 — মালেশিয়ায় সে যে বাড়িতে কাজ করে তার ছবি দেওয়া হয়েছে ৷ মালেশিয়ায় কোন মানবিক বাংলাদেশি মানুষ যদি থেকে থাকেন দয়া করে তার সাথে যোগাযোগ করে এই অসহায় মাত্র ২১ বছরের তরুনটির পাশে এগিয়ে আসুন ৷ কারো চোখের পানি মুছে দেওয়ার মধ্যেই পৃথিবীর সবছেয়ে বড় স্বার্থকতা ৷ মিজানের দেশের বাড়ি চাদঁপুর জেলার হাজিগন্জ থানার কালিরবাজার এলাকায় ৷ তার ফোন নং— ৬০১৭২৬৮৬৯১৭
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত