আমিও চাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক "বেওয়ারিশ হাসপাতাল" - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমিও চাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক "বেওয়ারিশ হাসপাতাল" - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

আমিও চাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক “বেওয়ারিশ হাসপাতাল”

সোহেল আহমেদ, চট্টগ্রাম ঃবেওয়ারিশ হাসপাতাল নির্মাণের দাবী পূরণ হবে?ফুটপাতে, রাস্তায় অসহায় দরিদ্র বেওয়ারিশ মানুষগুলো অবহেলা অযত্নে চিকিৎসার অভাবে আমাদের অভিশাপ দিয়ে মরবে এটা মেনে যায় না। প্রতিষ্ঠা করতে চাই দেশে একটি বেওয়ারিশ হাসপাতাল। আমি একা পারব না! মানবিক পুলিশ শওকত হোসেন দির্ঘদিন এসব অসহায় শরীরে বিভিন্ন অংশে পঁচা ক্ষত নিয়ে দিনের পর দিন যন্ত্রণায় কাতরানো মানুষের পাশে একাই লড়ে চলছেন। কিন্তু দ্বায়িত্বের বাহিরে গিয়ে অবসর সময় টা এসব বেওয়ারিশ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আর্থিকভাবে আমাদের গর্বিত প্রবাসী সহযোদ্ধাদের অসামান্য সহযোগিতায় অনেক খেটে খাওয়া পরিবারও উপকৃত হচ্ছে। কিন্তু এভাবে কত দিন? বেওয়ারিশদের জন্য চাই বেওয়ারিশ হাসপাতাল। মানবসেবা নিয়ে দেশে অনেক সেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। রাস্তার পঁচন ধরা কুকুরের মত পরে থাকা এই অসহায় মানুষগুলোর জন্য একমাত্র মানবিক পুলিশ শওকত হোসেন ছাড়া দেশের কোন প্রান্তে কে কোথায় কোন সংস্থার ব্যানারে বেওয়ারিশদের সেবায় এগিয়ে এসেছেন আমার জানা নেই। যাদের বল আছে, গরীব কাজ করার ক্ষমতা আছে, সচ্ছল, অসচ্ছল সুস্থ সাভাবিক মানুষের সেবায় কাজ করে মানবতার ফেরিওয়ালা খেতাবে আমার ব্যক্তিগতভাবে মতপার্থক্য রয়েছে।

আমাদের চোখে যেসব নাগরিক অসহায়, দুস্ত, অসচ্ছল আর রাস্তায় পরে থাকা জীবন মৃত্যুর যন্ত্রণায় কাতরানো ব্যক্তির মধ্যে কার পাশে এগিয়ে আসা উচিত? এ প্রশ্ন পাঠকদের ছুড়ে দিলাম। মানবতার সেবায় কাজ করা সকল সেচ্ছাসেবী সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ করছি অনেক সময় পার হয়ে গেছে। এখন সময় এসেছে। দেশে অন্তত একটি বেওয়ারিশ হাসপাতাল প্রতিষ্টিত হোক। মানবতার সেবায় বহুদিন ধরে কাজ করা সুপারম্যান খ্যাত ডিএমপি’র মানবিক পুলিশ শওকত হোসেন এর বেওয়ারিশ হাসপাতালের দাবীর সাথে আমাদের সকলের একমত হয়ে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা। কারো একার প্রচেষ্টায় এটি বাস্তবায়ন করা কঠিন। চাই সামাজিক আন্দোলন। চাই সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি। আমি বিশ্বাস করি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে এ হাসপাতাল টি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানান দিতে পারলে আঁধারে আলোর দেখা মিলবে জয় হোক মানবিকতার, জয় হোক মানবিকতার অগ্রসৈনিক সুপারম্যান মানবিক শওকত হোসেন লালিত স্বপ্ন বাস্তবায়নের।

লেখকঃ সাংবাদিক।

দৈনিক বরিশাল ২৪

আমিও চাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক “বেওয়ারিশ হাসপাতাল”

শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:৫৫ অপরাহ্ণ

সোহেল আহমেদ, চট্টগ্রাম ঃবেওয়ারিশ হাসপাতাল নির্মাণের দাবী পূরণ হবে?ফুটপাতে, রাস্তায় অসহায় দরিদ্র বেওয়ারিশ মানুষগুলো অবহেলা অযত্নে চিকিৎসার অভাবে আমাদের অভিশাপ দিয়ে মরবে এটা মেনে যায় না। প্রতিষ্ঠা করতে চাই দেশে একটি বেওয়ারিশ হাসপাতাল। আমি একা পারব না! মানবিক পুলিশ শওকত হোসেন দির্ঘদিন এসব অসহায় শরীরে বিভিন্ন অংশে পঁচা ক্ষত নিয়ে দিনের পর দিন যন্ত্রণায় কাতরানো মানুষের পাশে একাই লড়ে চলছেন। কিন্তু দ্বায়িত্বের বাহিরে গিয়ে অবসর সময় টা এসব বেওয়ারিশ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। আর্থিকভাবে আমাদের গর্বিত প্রবাসী সহযোদ্ধাদের অসামান্য সহযোগিতায় অনেক খেটে খাওয়া পরিবারও উপকৃত হচ্ছে। কিন্তু এভাবে কত দিন? বেওয়ারিশদের জন্য চাই বেওয়ারিশ হাসপাতাল। মানবসেবা নিয়ে দেশে অনেক সেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। রাস্তার পঁচন ধরা কুকুরের মত পরে থাকা এই অসহায় মানুষগুলোর জন্য একমাত্র মানবিক পুলিশ শওকত হোসেন ছাড়া দেশের কোন প্রান্তে কে কোথায় কোন সংস্থার ব্যানারে বেওয়ারিশদের সেবায় এগিয়ে এসেছেন আমার জানা নেই। যাদের বল আছে, গরীব কাজ করার ক্ষমতা আছে, সচ্ছল, অসচ্ছল সুস্থ সাভাবিক মানুষের সেবায় কাজ করে মানবতার ফেরিওয়ালা খেতাবে আমার ব্যক্তিগতভাবে মতপার্থক্য রয়েছে।

আমাদের চোখে যেসব নাগরিক অসহায়, দুস্ত, অসচ্ছল আর রাস্তায় পরে থাকা জীবন মৃত্যুর যন্ত্রণায় কাতরানো ব্যক্তির মধ্যে কার পাশে এগিয়ে আসা উচিত? এ প্রশ্ন পাঠকদের ছুড়ে দিলাম। মানবতার সেবায় কাজ করা সকল সেচ্ছাসেবী সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ করছি অনেক সময় পার হয়ে গেছে। এখন সময় এসেছে। দেশে অন্তত একটি বেওয়ারিশ হাসপাতাল প্রতিষ্টিত হোক। মানবতার সেবায় বহুদিন ধরে কাজ করা সুপারম্যান খ্যাত ডিএমপি’র মানবিক পুলিশ শওকত হোসেন এর বেওয়ারিশ হাসপাতালের দাবীর সাথে আমাদের সকলের একমত হয়ে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা। কারো একার প্রচেষ্টায় এটি বাস্তবায়ন করা কঠিন। চাই সামাজিক আন্দোলন। চাই সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি। আমি বিশ্বাস করি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে এ হাসপাতাল টি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানান দিতে পারলে আঁধারে আলোর দেখা মিলবে জয় হোক মানবিকতার, জয় হোক মানবিকতার অগ্রসৈনিক সুপারম্যান মানবিক শওকত হোসেন লালিত স্বপ্ন বাস্তবায়নের।

লেখকঃ সাংবাদিক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত