বাউফলের রাজাপুরের কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, বরাদ্দ পেলেই সংস্কারঃ ইউপি চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাউফলের রাজাপুরের কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, বরাদ্দ পেলেই সংস্কারঃ ইউপি চেয়ারম্যান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাউফলের রাজাপুরের কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, বরাদ্দ পেলেই সংস্কারঃ ইউপি চেয়ারম্যান

মোঃ আব্বাসউদ্দীনঃ পটুয়াখালীর বাউফল থানার কালিশুরী ইউনিয়নের একটি রাস্তার সংস্কারের অভাবে কমপক্ষে ছয়টি গ্রামের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত একদশকে একাধিকবার ইউনিয়নের জনপ্রতিনিধি পরিবর্তন হলেও ভাগ্যন্নয়ন হয়নি ইউপির রাজাপুর গ্রামের সাধারণ মানুষের।

বিশেষ করে এই রাজাপুর গ্রামের হিজবুল্লাহ বাজার থেকে দক্ষিণ-পশ্চিম রাজাপুর ঈদগাহ মাঠ হয়ে জাকেরাবাদ মো. হোসেন গাজি বাড়ি পর্যন্ত আড়াই  কিলোমিটার সড়কের ভগ্নদশা দিনের পর দিন অভিশপ্ত সড়কে পরিনত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে রাজাপুর গ্রামে কোন বিবাহস্বাধীর উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে সরকটির কারনে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একযুগ আগে রাস্তাটি নির্মাণ করা হয়। ফলে রাজাপুর গ্রামের সাধারণ মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল পাওয়া শুরু করে। আশপাশের বিভিন্ন স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় সুবিধা হয়। গ্রামের মানুষ শহরের উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখতে থাকে।

এরপর চলেগেছে প্রায় ১২ বছর। রাজাপুর গ্রামের যে সড়কটির আধুনিকায়নের স্বপ্ন দেখে ছিলো এখানকার মানুষ, সেই সড়কটি আজ তাঁদের জন্য অভিশপ্ত সড়কে পরিনত হয়েছে। নির্মাণের এতো বছরের মধ্যে একটি বার সংস্কারের আচর পড়েনি এখানে। অতিবৃষ্টি ও জোয়ারের পানি মিশে দিনে দিনে সড়কের মাটি সরে গিয়ে পার্শের ধানক্ষেতের সাথে মিশে গেছে। কোথাও কোথাও সড়কে বড় বড় গর্ত হয়ে একরকম কুয়ায় পরিনত হয়েছে। অথছ ডিজিটাল বাংলাদেশের যুগে এটি এখন পাকা সড়ক হওয়ার কথা ছিলো!

স্থানীয় সচেতন মহল রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করছে।

কাঁচা রাস্তার সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার দৈনিক বরিশাল ২৪.কম- কে বলেন, আমাদের এখনো নতুন বরাদ্দ আসেনি, ওই রাস্তাটি এলজিইডির পাকা করনের ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। তবুও মানুষের ভোগান্তি কমাতে নতুন বরাদ্দ পেলেই আমি মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করবো।

এদিকে পটুয়াখালী এলজিইডির এক কর্মকর্তার সাথে কাঁচা রাস্তার সংস্কারের বিষয় একাধিক বার যোগাযোগ করা হলে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে আশ্বাস পাওয়া গেছে।

রাজাপুর গ্রামের হিজবুল্লাহ বাজার থেকে দক্ষিণ-পশ্চিম রাজাপুর ঈদগাহ মাঠ হয়ে জাকেরাবাদ মো. হোসেন গাজি বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক  হাজার মানুষ চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছে।

দৈনিক বরিশাল ২৪

বাউফলের রাজাপুরের কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, বরাদ্দ পেলেই সংস্কারঃ ইউপি চেয়ারম্যান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:১৩ পূর্বাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ

মোঃ আব্বাসউদ্দীনঃ পটুয়াখালীর বাউফল থানার কালিশুরী ইউনিয়নের একটি রাস্তার সংস্কারের অভাবে কমপক্ষে ছয়টি গ্রামের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত একদশকে একাধিকবার ইউনিয়নের জনপ্রতিনিধি পরিবর্তন হলেও ভাগ্যন্নয়ন হয়নি ইউপির রাজাপুর গ্রামের সাধারণ মানুষের।

বিশেষ করে এই রাজাপুর গ্রামের হিজবুল্লাহ বাজার থেকে দক্ষিণ-পশ্চিম রাজাপুর ঈদগাহ মাঠ হয়ে জাকেরাবাদ মো. হোসেন গাজি বাড়ি পর্যন্ত আড়াই  কিলোমিটার সড়কের ভগ্নদশা দিনের পর দিন অভিশপ্ত সড়কে পরিনত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে রাজাপুর গ্রামে কোন বিবাহস্বাধীর উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে সরকটির কারনে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একযুগ আগে রাস্তাটি নির্মাণ করা হয়। ফলে রাজাপুর গ্রামের সাধারণ মানুষ যোগাযোগ ব্যবস্থার সুফল পাওয়া শুরু করে। আশপাশের বিভিন্ন স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় সুবিধা হয়। গ্রামের মানুষ শহরের উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন দেখতে থাকে।

এরপর চলেগেছে প্রায় ১২ বছর। রাজাপুর গ্রামের যে সড়কটির আধুনিকায়নের স্বপ্ন দেখে ছিলো এখানকার মানুষ, সেই সড়কটি আজ তাঁদের জন্য অভিশপ্ত সড়কে পরিনত হয়েছে। নির্মাণের এতো বছরের মধ্যে একটি বার সংস্কারের আচর পড়েনি এখানে। অতিবৃষ্টি ও জোয়ারের পানি মিশে দিনে দিনে সড়কের মাটি সরে গিয়ে পার্শের ধানক্ষেতের সাথে মিশে গেছে। কোথাও কোথাও সড়কে বড় বড় গর্ত হয়ে একরকম কুয়ায় পরিনত হয়েছে। অথছ ডিজিটাল বাংলাদেশের যুগে এটি এখন পাকা সড়ক হওয়ার কথা ছিলো!

স্থানীয় সচেতন মহল রাস্তাটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করছে।

কাঁচা রাস্তার সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার দৈনিক বরিশাল ২৪.কম- কে বলেন, আমাদের এখনো নতুন বরাদ্দ আসেনি, ওই রাস্তাটি এলজিইডির পাকা করনের ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। তবুও মানুষের ভোগান্তি কমাতে নতুন বরাদ্দ পেলেই আমি মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করবো।

এদিকে পটুয়াখালী এলজিইডির এক কর্মকর্তার সাথে কাঁচা রাস্তার সংস্কারের বিষয় একাধিক বার যোগাযোগ করা হলে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে আশ্বাস পাওয়া গেছে।

রাজাপুর গ্রামের হিজবুল্লাহ বাজার থেকে দক্ষিণ-পশ্চিম রাজাপুর ঈদগাহ মাঠ হয়ে জাকেরাবাদ মো. হোসেন গাজি বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক  হাজার মানুষ চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত