বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা

মাসুদ রানাঃ আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি। সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন বরিশাল রেঞ্জ ডিআইজির আধুনিক পুলিশিং সিস্টেম। এর সাথে উঠে এসেছে বরিশালের সাংবাদিকদের সততার দালিলিক তথ্য প্রমাণ।

রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্প ডেস্ক, মামলা ও ওয়ারেন্টসহ সাতটি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারণের সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিস্টেম। এ ছাড়াও হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এসময় তিনি সাংবাদিকদের সুখকর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গেল ১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ মার্কিং করে তদন্ত পূর্বক ব্যবস্থা নিয়েছি। তবে প্রকাশিত সবগুলো সংবাদ সত্য ছিলো। এতে বরিশালের সাংবাদিকরা সৎ প্রমাণিত হয় বলে তথ্য দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এসময় উপস্থিত সাংবাদিকরা ডিআইজিকে ধন্যবাদ জানান।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এ কেএম এহসানউল্লাহ, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) নুরুল আমিন, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. মহিবুল্লাহ প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা

রবিবার, অক্টোবর ৩১, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ

মাসুদ রানাঃ আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি। সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন বরিশাল রেঞ্জ ডিআইজির আধুনিক পুলিশিং সিস্টেম। এর সাথে উঠে এসেছে বরিশালের সাংবাদিকদের সততার দালিলিক তথ্য প্রমাণ।

রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্প ডেস্ক, মামলা ও ওয়ারেন্টসহ সাতটি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারণের সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিস্টেম। এ ছাড়াও হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এসময় তিনি সাংবাদিকদের সুখকর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গেল ১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ মার্কিং করে তদন্ত পূর্বক ব্যবস্থা নিয়েছি। তবে প্রকাশিত সবগুলো সংবাদ সত্য ছিলো। এতে বরিশালের সাংবাদিকরা সৎ প্রমাণিত হয় বলে তথ্য দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এসময় উপস্থিত সাংবাদিকরা ডিআইজিকে ধন্যবাদ জানান।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এ কেএম এহসানউল্লাহ, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) নুরুল আমিন, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. মহিবুল্লাহ প্রমুখ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ