আব্দুল ওয়াদুদ আদনান ফাউন্ডেশন বন্যার্ত সেবায় এগিয়ে

এবায়দুর রহমান জাকিরঃ” মানুষ আমি ক্ষুদ্র, স্বপ্ন আমার বিশাল ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়লেখা পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। বিগত করোনা কালীন সময় থেকে লেখাপড়ার পাশাপাশি নিজের টিফিনের টাকা দিয়ে একটি প্লাটফর্মে তরুন বয়সী ছেলেদেরকে মানবিক কাজে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ” আদনান ফাউন্ডেশন” যাত্রা শুরু করে আসছিলো, কোভিড ১৯ মহামারীতে হেল্পলাইন হিসেবে আব্দুল ওয়াদুদ আদনান স্বেচ্ছায় মানব সেবায় এগিয়ে এসেছিলো, তার পাশাপাশি শিক্ষা চ্যারিট সেবামূলক ও বর্তমান প্রাকৃতিক দূর্যোগ বন্যার্তদের পাশে থেকে কাজ করার ইচ্ছা পোষণ করে শ্লোগান কে যুক্ত করে মানবিক কাজে যুক্ত হয়েছেন”এটি ত্রান নয় উপহার, লজ্জা নয় আপনার অধিকার” এবং হেল্পলাইনে তাঁর নাম্বার দিয়েছে যার নিম্নবিত্ত মানুষের ঘরে নিত্যদিনের খাবার উপহার দিবে।
আব্দুল ওয়াদুদ ( আদনান)
হটলাইন (২৪ঘন্টা) 01795065421
আব্দুল ওয়াদুদ আদনান ফাউন্ডেশন, বড়লেখা,মৌলভীবাজার।