পদ্মা সেতু উদ্বোধনে ভিন্ন রকম উপস্থাপন নুরুল ইসলামের

অনলাইন নিউজঃযেখানে নৌকা প্রতীক, সেখানেই হাজির হন নিজের মাথায় নৌকা আকৃতির চুলের কাটিং দেওয়া কিশোরগঞ্জ জেলার ভৈরবের নুরুল ইসলাম। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণগণনায় দেশের মানুষ।
অনেকে পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তের পরিস্থিতি দেখতেও ভিড় জমাচ্ছেন পদ্মা পারে। এরমধ্যে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে নজর কেড়েছেন নুরুল।
পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে নুরুল ইসলাম নিজের সঙ্গে নাতির মাথার চুল কেটে এঁকেছেন নৌকা প্রতীক। সেই সঙ্গে নাতিকে সাথে করে বয়সের ভারে ঝাপসা হয়ে আসা চোখেই দেখতে এসেছেন আওয়ামী সরকারের নেতৃত্বে পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব।
উদ্বোধনকে ঘিরে পদ্মার পারের হাজার হাজার মানুষকে ছাপিয়ে যেন সবার নজর বয়স্ক নুরুল ইসলামের দিকেই। যদিও আওয়ামী লীগের নানা কর্মসূচিতে তাকে এমন সাজে পাওয়া গেছে আরও বেশ কয়েকবার।সূত্রঃআরটিভি