যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল নৌরুটের গ্রিন লাইন

শামীম আহমেদ : পদ্মা সেতুর প্রভাবে যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশাল নৌরুটের জনপ্রিয় দিবা সার্ভিস এমভি গ্রিন লাইন-৩।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার
ওয়েজের জিএম মোঃ আব্দুস ছাত্তার।
তিনি বলেন, ঈদের পর ১০০ যাত্রীও হচ্ছিলো না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে
ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি ভাড়া কমালেও যাত্রী তেমন বাড়বে না। অপরদিকে
বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছে।
ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব নয়। ক্যাটাম্যারান সার্ভিস অব্যাহত রাখা অসম্ভব।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রিন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর তুমুল জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের একমাসের মধ্যে যাত্রী সংকটের কারণে
আনুষ্ঠানিকভাবে সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।