অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ

অনলাইন নিউজঃ অবশেষে ‘পরাণ’ সিনেমা দেখলেন সামান আলী সরকার। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) পরিবারের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় সিনেমাটি দেখেন তিনি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন লুঙ্গি পরেই ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি লিখেছেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য, তার মূল কৃতিত্ব দর্শকদের। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকেট দেওয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোন নিয়ম-নীতি নেই। আমরা মনে করি, সবারই সিনেমা দেখার অধিকার রয়েছে। এখানে কোনো বৈষম্য নেই। দর্শকদের সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সিনেমা দেখার অভিজ্ঞতাকে সুন্দর ও আনন্দময় করতে আমরা সবসময় সচেষ্ট। পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। এ ক্ষেত্রে আমাদের কোনো বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকিট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দুঃখজনক। আমরা এরইমধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে ও তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন।

মেজবাহ উদ্দিন আহমেদ আরও লেখেন, সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তার পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।

উল্লেখ্য, গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা দাড়ির ষাটোর্ধ্ব সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে। লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলার।

বাংলা চলচ্চিত্র নামে চলচ্চিত্রবিষয়ক একটি গ্রুপে সেই বৃদ্ধের ছবি ও ভিডিও পোস্ট করে ঘটনা তুলে এনেছেন কাওসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে।সূত্রঃ আরটিভি

দৈনিক বরিশাল ২৪

অবশেষে লুঙ্গি পরেই ‘পরাণ’ ছবি দেখলেন সেই বৃদ্ধ

শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ অবশেষে ‘পরাণ’ সিনেমা দেখলেন সামান আলী সরকার। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) পরিবারের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় সিনেমাটি দেখেন তিনি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আমন্ত্রণে এদিন লুঙ্গি পরেই ‘পরাণ’ সিনেমাটি দেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি লিখেছেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকদের চাহিদা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। আসলে, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের ভালোবাসা নিয়েই স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের যতটুকু সাফল্য, তার মূল কৃতিত্ব দর্শকদের। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় একজন দর্শক লুঙ্গি পরে আসার কারণে তাকে টিকেট দেওয়া হয়নি বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত অর্থে, স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে এমন কোন নিয়ম-নীতি নেই। আমরা মনে করি, সবারই সিনেমা দেখার অধিকার রয়েছে। এখানে কোনো বৈষম্য নেই। দর্শকদের সিনেমা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং সিনেমা দেখার অভিজ্ঞতাকে সুন্দর ও আনন্দময় করতে আমরা সবসময় সচেষ্ট। পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। এ ক্ষেত্রে আমাদের কোনো বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকিট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দুঃখজনক। আমরা এরইমধ্যে উক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে ও তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের কথা রেখেছেন ও আজ সন্ধ্যায় তিনি তার পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন।

মেজবাহ উদ্দিন আহমেদ আরও লেখেন, সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলী সরকার এবং তার পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত।

উল্লেখ্য, গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা দাড়ির ষাটোর্ধ্ব সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে। লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলার।

বাংলা চলচ্চিত্র নামে চলচ্চিত্রবিষয়ক একটি গ্রুপে সেই বৃদ্ধের ছবি ও ভিডিও পোস্ট করে ঘটনা তুলে এনেছেন কাওসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে।সূত্রঃ আরটিভি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত