উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান

সোহেল আহমেদঃ চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ৫ থেকে ১১ বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর সকালে নগরীর ইপিজেড থানা’র নিউমুরিং এলাকায় স্কলার আইডিয়াল স্কুলে তিন শতাধিক শিশু শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় স্কলার আইডিয়াল স্কুল, ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল ও পোর্টজোন আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করা হয় হয় বলে জানিয়েছেন টিকা কেন্দ্র স্কলার আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ ইকবাল বাহার। তিনি জানান, টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, তাই সুষ্ঠ সুন্দর উৎসবমুখর পরিবেশে বাচ্চারা টিকা নিচ্ছে।
করোনা টিকা প্রদানের কেন্দ্র পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে স্কলার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, আমরা অত্যন্ত খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর একান্ত প্রচেষ্টায় আজ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা টিকা নিতে পারছে।
করোনা টিকা কার্যক্রমে সহযোগিতা করেন, পোর্টজোন আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ এলেম উদ্দিন, স্কলার আইডিয়াল স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ মাসুম হোসেন, ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল এর সহকারী শিক্ষক মুন্নী আকতার বন্যা প্রমূখ।