শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদকঃজুনায়েদ সিদ্দিক হাসিব। বাসা শেরপুর সদরের বাগরাকসা এলাকায়। পড়ে শেরপুরের একটি স্কুলে।

শুক্রবার শহরের বাসা থেকে সাইকেলটি চুরি হয় তার। প্রতিকার পেতে হাসিব যায় শেরপুর সদর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে সাইকেল চুরির বিষয়টি জানায় সে।

হাসিব এতটাই সংক্ষুব্ধ ছিল যে, সাইকেল না নিয়ে কোনোভাবেই থানা ছাড়তে চায়নি সে। সঙ্গে আসা মাকে নিয়ে থানাতেই অবস্থান নেয় স্কুলছাত্র। বিষয়টি হাসিবের মা জানান তার সেনাসদস্য স্বামী জাহাঙ্গীর আলম জুয়েলকে।

বর্তমানে কাতারে মিশনে থাকা জুয়েল বিষয়টি বুঝতে পেরে কল করেন শেরপুর জেলা পুলিশের নতুন সংযোজন ‘টক টু এসপি’তে। শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, বিপিএমের সংযোজন এই হটলাইন।

তিনি বিষয়টি নিয়ে হাসিবের সঙ্গে কথা বলে শনিবার তাকে সাইকেল দেওয়ার আশ্বাস দেন। সে কথা শুনে মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় হাসিব।

কথা অনুযায়ী শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে হাসিবের হাতে নতুন সাইকেল তুলে দেন শেরপুরের এসপি।

শেরপুরের এসপির উপহারের সাইকেল নিয়ে মায়ের সঙ্গে স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শহরের এস এম পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসিব। সাইকেলে করে সে নিয়মিত স্কুল ও কোচিংয়ে যাতায়াত করত। এ কারণে বাহনটি পেতে মরিয়া ছিল সে।

শেরপুরের নবাগত এসপির কাছ থেকে উপহারের সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলছাত্রের মা তাসলিমা বেগম।তিনি জানান, সাইকেল হারিয়ে ভেঙে পড়েছিল হাসিব। তার বাবা চাইলেই নতুন সাইকেল কিনে দিতে পারতেন। কিন্তু ছেলের জেদের কারণে তিনি বিদেশ থেকে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের এসপি তাঁর ছেলেকে নতুন সাইকেল উপহার দিয়েছেন।

‘টক টু এসপি’ নামের সেবাটি নিয়ে হাসিবের মা বলেন, ‘নবাগত এসপি এসেই হটলাইন সেবাটি চালু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাঁকে (এসপি) বলতে পারছেন। তাতে সমাধানও মিলছে দ্রুত।’

সাইকেল উপহার দেওয়ার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘মানবিক পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি শিশু হাসিবের অগাধ বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। সাইকেল হারানোর কষ্ট লাঘবে আমরা তাকে এই ছোট উপহারটি দিয়েছি।’ তথ্যসূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।

দৈনিক বরিশাল ২৪

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃজুনায়েদ সিদ্দিক হাসিব। বাসা শেরপুর সদরের বাগরাকসা এলাকায়। পড়ে শেরপুরের একটি স্কুলে।

শুক্রবার শহরের বাসা থেকে সাইকেলটি চুরি হয় তার। প্রতিকার পেতে হাসিব যায় শেরপুর সদর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে সাইকেল চুরির বিষয়টি জানায় সে।

হাসিব এতটাই সংক্ষুব্ধ ছিল যে, সাইকেল না নিয়ে কোনোভাবেই থানা ছাড়তে চায়নি সে। সঙ্গে আসা মাকে নিয়ে থানাতেই অবস্থান নেয় স্কুলছাত্র। বিষয়টি হাসিবের মা জানান তার সেনাসদস্য স্বামী জাহাঙ্গীর আলম জুয়েলকে।

বর্তমানে কাতারে মিশনে থাকা জুয়েল বিষয়টি বুঝতে পেরে কল করেন শেরপুর জেলা পুলিশের নতুন সংযোজন ‘টক টু এসপি’তে। শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, বিপিএমের সংযোজন এই হটলাইন।

তিনি বিষয়টি নিয়ে হাসিবের সঙ্গে কথা বলে শনিবার তাকে সাইকেল দেওয়ার আশ্বাস দেন। সে কথা শুনে মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় হাসিব।

কথা অনুযায়ী শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে হাসিবের হাতে নতুন সাইকেল তুলে দেন শেরপুরের এসপি।

শেরপুরের এসপির উপহারের সাইকেল নিয়ে মায়ের সঙ্গে স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শহরের এস এম পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসিব। সাইকেলে করে সে নিয়মিত স্কুল ও কোচিংয়ে যাতায়াত করত। এ কারণে বাহনটি পেতে মরিয়া ছিল সে।

শেরপুরের নবাগত এসপির কাছ থেকে উপহারের সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলছাত্রের মা তাসলিমা বেগম।তিনি জানান, সাইকেল হারিয়ে ভেঙে পড়েছিল হাসিব। তার বাবা চাইলেই নতুন সাইকেল কিনে দিতে পারতেন। কিন্তু ছেলের জেদের কারণে তিনি বিদেশ থেকে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের এসপি তাঁর ছেলেকে নতুন সাইকেল উপহার দিয়েছেন।

‘টক টু এসপি’ নামের সেবাটি নিয়ে হাসিবের মা বলেন, ‘নবাগত এসপি এসেই হটলাইন সেবাটি চালু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাঁকে (এসপি) বলতে পারছেন। তাতে সমাধানও মিলছে দ্রুত।’

সাইকেল উপহার দেওয়ার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘মানবিক পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি শিশু হাসিবের অগাধ বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। সাইকেল হারানোর কষ্ট লাঘবে আমরা তাকে এই ছোট উপহারটি দিয়েছি।’ তথ্যসূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এবার পহেলা জানুয়ারি হচ্ছে না ‘বই উৎসব’   বরিশালে লাঙ্গলের কান্ডারী ইকবাল হোসেন তাপস   আইনানুগ ও বৈধ কোন কর্মই ছোট নয়ঃ বিএমপি কমিশনার   বরিশাল ৫ ও ২ আসন থেকে নির্বাচন করবেন জাপা নেতা তাপস   ৩০০ আসনে নির্বাচন করবে জাপা   কুড়িয়ে পাওয়া কোটি টাকা ফেরত দিলেন সুপ্ত ভূষণ বড়ুয়া!   দায়িত্ব নিয়েই মসজিদের বিলে সই করলেন বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত   সামাজিক কাজে অবদান রাখায় চারজন পেলেন বিশেষ সম্মাননা   শিক্ষককে ঘোড়ার গাড়িতে বসিয়ে বিদায় জানালো কোমলমতি শিক্ষার্থীরা   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত   চট্টগ্রামে যুবদল নেতা ফোরকান আহমেদের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ   বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল   অসুস্থ মুফতি এমদাদুল্লাহ নেছারীকে রক্ত দিয়ে সহযোগীতা করুন   সড়কে ট্রাক দিয়ে পুলিশের ব্যারিকেড   ‘সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে’   চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৮.২৯   এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী   বরিশালে যোগদান করেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু করলেন ডিসি শহিদুল ইসলাম   মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘আর বাসায় ফেরার চেষ্টা করিও না’   বাবুগঞ্জে জমির বিরোধে শাশুড়ীর দাফনে পূত্রবধুর বাঁধা!