শেয়ার দিন, ছোট্ট শিশু আয়াত কে খুঁজে পেতে সহায়তা করুন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার নয়ারহাট নামক স্থান থেকে আয়াত নামের এক শিশু হাড়িয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে হাড়ানো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় এ তথ্য। জানা গেছে, গতো ১৫ নভেম্বর মঙ্গলবার আয়াত বিকেল ৩ টায় মক্তবে পড়া শেষ করে বান্ধবীদের সাথে খেলতে যায়। এরপর থেকে সে আর বাসায় আর ফিরে আসেনি।
ছোট্ট এ মাসুম বাচ্চাটার এখনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধান চেয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে আবেদন করে পোস্ট করছেন। চাইলে নিউজ টা ছড়িয়ে দিয়ে খুঁজে পেতে সহযোগিতা করতে পারি।
বাচ্চাটা যেন সুস্থ ভাবে নিজের পরিবারে ফিরে আসতে পারে দোয়া রইলো।
আয়াত নামের এই মেয়েটি ইপিজেড বন্দরটিলা বাড়ির সামনে থেকে হারানো যায় ।
নাম : আয়াত
পিতা : সোহেল
ঠিকানা : ওয়াজ মুন্সির বাড়ি নয়ারহাট ,বন্দরটিলা,ইপিজেড, চট্টগ্রাম ( নয়ারহাট বিদ্যুৎ অফিস এর সামনে বাসা)
কেউ যদি কোন অনুসন্ধান পেয়ে থাকেন উক্ত ঠিকানায় অথবা নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।।যোগাযোগ:০১৮২৬৩৫৬১৫২/০১৮৫৫৫২৪২৫৬/01301049379
সূত্র ঃ তথ্য ও ছবি ফেসবুক থেকে সংগৃহীত।