ডিসি’র উদ্যোগে বান্দরবানে কলা গাছের আঁশ দিয়ে তৈরি হলো শাড়ী

সোহেল আহমেদ, চট্টগ্রাম: একবার ফল দিয়ে মরে যায় কলাগাছ। তবে এর খোল থেকে নেয়া আঁশের সুতা দিয়ে তৈরি হলো শাড়ী। শুনতে অবাক লাগলেও এই সৃজনশীল কাজটি করে দেখিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন।
এর আগে তিনি, কলাগাছের আঁশের সুতা সুতা থেকে হস্তশিল্পজাত পণ্য ব্যাগ, জুতা, শতরঞ্জি, টেবিল ম্যাট, শোপিস, জুয়েলারি, কলমদানি, ফোল্ডার, শিকা, প্লান্টার সেলফ ইত্যাদি তৈরি করতে বান্দরবানের নারীদের অনুপ্রেরণা দেন।
সম্প্রতি এ সুতা দিয়ে তৈরি হয়েছে কাপড়, তাঁতে বোনা হচ্ছে শাড়ী। বাংলাদেশে কলাগাছের আঁশের সুতার তৈরি শাড়ী এটাই প্রথম বলে ধারণা অনেকের। এরফলে ওই এলাকায় নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হলো। সংশ্লিষ্টদের মতে,ইনোভেটিভ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থানীয় কাঁচামালের ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বান্দরবান জেলা প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।