এমসিসির আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেট জীবনের বড় প্রাপ্তিঃ মাশরাফি

সোহেল আহমেদ:এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম বাংলাদেশি হিসেবে এ পদ লাভ করলেন জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি। তিনি ফেসবুকে স্টাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন এমসিসির সম্মানসূচক আজীবন সদস্য পদপাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।