আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

অনলাইন নিউজঃ রহমত ও মাগফিরাতের পর শেষ হতে চলেছে নাজাত। বিদায় নিতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আজ মঙ্গলবার ২৬তম রোজা। আজ দিবাগত রাতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর।

লাইলাতুল কদর বা শবেকদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। ইসলামী শরিয়ত মতে, এটি বছরের সবচেয়ে মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি রাত। এটি হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

এই রাত প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা কদরের শুরুতে বলা হয়েছে, ‘আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আপনি কদরের রাত সম্পর্কে কী জানেন? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ হাদিসের ভাষ্য মতে, কদরের রাতটি রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় রাত হতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কোরো।’ তিনি আরো বলেছেন, রমজানে এমন এক রাত আছে, যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। (বুখারি)

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা মহিমান্বিত রাতটি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতে কাটিয়ে থাকেন। দেশের বেশির ভাগ মসজিদে এই রাতে তারাবি নামাজে কোরআন খতম হয়। এরপর সদকা, জাকাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর দোয়া করে থাকেন ইমাম ও খতিবরা। এই রাতে রোজার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সবাই।
পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেন, ‘মহান আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে বরকতময় পবিত্র শবেকদর আমাদের মাঝে সমাগত। মহিমান্বিত এই রাতে আমি মহান আল্লাহ তাআলার দরবারে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহর জন্য মাগফিরাত ও কল্যাণ কামনা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এক বাণীতে বলেন, ‘আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি। পবিত্র এই রাতে আমি মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’

দৈনিক বরিশাল ২৪

আজ পবিত্র শবেকদর, হাজার মাসের চেয়েও উত্তম যে রাত

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৩:৪৩ পূর্বাহ্ণ

অনলাইন নিউজঃ রহমত ও মাগফিরাতের পর শেষ হতে চলেছে নাজাত। বিদায় নিতে যাচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আজ মঙ্গলবার ২৬তম রোজা। আজ দিবাগত রাতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর।

লাইলাতুল কদর বা শবেকদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। ইসলামী শরিয়ত মতে, এটি বছরের সবচেয়ে মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি রাত। এটি হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

এই রাত প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা কদরের শুরুতে বলা হয়েছে, ‘আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আপনি কদরের রাত সম্পর্কে কী জানেন? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ হাদিসের ভাষ্য মতে, কদরের রাতটি রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় রাত হতে পারে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কোরো।’ তিনি আরো বলেছেন, রমজানে এমন এক রাত আছে, যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। (বুখারি)

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা মহিমান্বিত রাতটি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতে কাটিয়ে থাকেন। দেশের বেশির ভাগ মসজিদে এই রাতে তারাবি নামাজে কোরআন খতম হয়। এরপর সদকা, জাকাতসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর দোয়া করে থাকেন ইমাম ও খতিবরা। এই রাতে রোজার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সবাই।
পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেন, ‘মহান আল্লাহর নৈকট্য লাভের অপার সুযোগ নিয়ে বরকতময় পবিত্র শবেকদর আমাদের মাঝে সমাগত। মহিমান্বিত এই রাতে আমি মহান আল্লাহ তাআলার দরবারে দেশবাসীসহ পুরো মুসলিম উম্মাহর জন্য মাগফিরাত ও কল্যাণ কামনা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এক বাণীতে বলেন, ‘আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি। পবিত্র এই রাতে আমি মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে জাপায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান   স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব   একই বাগানে আম আঙুর চাষ করে সফল হাসেম আলী   ৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’   সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ ফাঁকা   ভুল ট্রেনে করে ঢাকায়, রান্নাঘরে ৭ বছরের বন্দিজীবন শেষে মুক্ত অঞ্জনা   লাঙ্গল মার্কায় ভোট দিলে বরিশালে কেউ অবহেলিত থাকবেনাঃ ইসমত আরা ইকবাল   ঢাকায় বিদেশী বিনিয়োগকারীদের সাথে তাপসের বৈঠক, বরিশালেও বিনিয়োগের সম্ভাবনা   পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্যঃ ইউএনও   ভারতে গুণীজন সংবর্ধনা পেলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন ইসলাম   স্বামীর পক্ষে আইনজীবীদের কাছে ভোট চাইলেন ইসমত আরা ইকবাল   বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশনের নতুন কমিটির সভাপতি সানী, সম্পাদক হলেন জিহাদ রানা   বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় ফুরফুরে মেজাজে জাপা প্রার্থী তাপস   বিভিন্ন সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছেঃ তাপস   শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করলেন তাপস, ছবি ভাসছে ফেসবুকে   নায়ক ফারুকের আসনে উপনির্বাচনে আলোচনায় আজমত উল্লা   আমি চুরি করবো না, কাউকে চুরি করতেও দেব নাঃ ইকবাল হোসেন তাপস   গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ   বরিশালের সাধারণ মানুষই আমার বড় শক্তিঃ মেয়রপ্রার্থী তাপস   ঐক্যের ডাক দিয়ে এরদোয়ান বলেন, এই জয় গণতন্ত্র ও জনগণের