নির্বাচন বর্জন করলেন মেয়রপ্রার্থী তাপস, সিইসির পদত্যাগ দাবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নির্বাচন বর্জন করলেন মেয়রপ্রার্থী তাপস, সিইসির পদত্যাগ দাবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৩, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

নির্বাচন বর্জন করলেন মেয়রপ্রার্থী তাপস, সিইসির পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি বলেন, বরিশালবাসী সহ বিশ্ববাসী দেখেছে ভোটের নামে নির্বাচনের প্রহসন। ইভিএমের কারিগরি ডাকিতির মাধ্যমে নৌকার পক্ষে যে খেলা ও তামাশা দেখালো তাতে বরিশালবাসী লজ্জিত।

১৩ জুন ২০২৩ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির প্রধান নির্বাচন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেরুদন্ডহীন সিইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন,ভোটার বিহীন নির্বাচনে কিভাবে ৫১% ভোট পড়লো।এই নির্বাচন সাজানো নাটক ও ডিজিটাল কারচুপির মাধ্যমে যে খেলা দেখালেন তাতে এই সরকার ও নির্বাচন কমিশনারের অধীনে বরিশাল জাতীয় পার্টি আর কোন নির্বাচনে অংশ গ্রহণ করবেনা।

তাপস বলেন, বিশ্ববাসী দেখেছে একজন মেয়র প্রার্থী কিভাবে রক্তাক্ত হলেন।আর একজন নির্বাচন কমিশনার কি বললেন?তিনি তো ইন্তকাল করেন নাই? এধরণের কথা তিনি বলতে পারেনা? এই কথা বলার জন্য তারও বিচার হওয়া উচিত কিনা আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই? আমি বরিশালবাসীর ভোট আমি পেয়েছি কিন্তু আমার ভোট ওরা ডাকাতি করেছে।তিনি দুঃশাসনের বিরুদ্ধে বরিশালবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, ভোটের সারাদিন বহিরাগত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে মাঠে ছিল আপনারা দেখেছেন। আমি প্রথম থেকেই আমার আশংকার কথা বলে আসছিলাম।ইভিএমে ডিজিটাল কারচুপি হবে,রিটার্নিং কর্মকর্তা বিশেষ প্রার্থীর লোক,ভোটে কারচুপি হবে। সবই দিবালোকের মতো সত্যিতে পরিনত হলো।

এই সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচনের অন্য কোন পথ খোলা নেই।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড এম এ জলিল, আকতার রহমান সপ্রু, এস এম রহমান পারভেজ, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, তালুকদার মোর্শেদ ফোরকান সহ জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।L

দৈনিক বরিশাল ২৪

নির্বাচন বর্জন করলেন মেয়রপ্রার্থী তাপস, সিইসির পদত্যাগ দাবি

মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি বলেন, বরিশালবাসী সহ বিশ্ববাসী দেখেছে ভোটের নামে নির্বাচনের প্রহসন। ইভিএমের কারিগরি ডাকিতির মাধ্যমে নৌকার পক্ষে যে খেলা ও তামাশা দেখালো তাতে বরিশালবাসী লজ্জিত।

১৩ জুন ২০২৩ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির প্রধান নির্বাচন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেরুদন্ডহীন সিইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন,ভোটার বিহীন নির্বাচনে কিভাবে ৫১% ভোট পড়লো।এই নির্বাচন সাজানো নাটক ও ডিজিটাল কারচুপির মাধ্যমে যে খেলা দেখালেন তাতে এই সরকার ও নির্বাচন কমিশনারের অধীনে বরিশাল জাতীয় পার্টি আর কোন নির্বাচনে অংশ গ্রহণ করবেনা।

তাপস বলেন, বিশ্ববাসী দেখেছে একজন মেয়র প্রার্থী কিভাবে রক্তাক্ত হলেন।আর একজন নির্বাচন কমিশনার কি বললেন?তিনি তো ইন্তকাল করেন নাই? এধরণের কথা তিনি বলতে পারেনা? এই কথা বলার জন্য তারও বিচার হওয়া উচিত কিনা আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই? আমি বরিশালবাসীর ভোট আমি পেয়েছি কিন্তু আমার ভোট ওরা ডাকাতি করেছে।তিনি দুঃশাসনের বিরুদ্ধে বরিশালবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, ভোটের সারাদিন বহিরাগত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে মাঠে ছিল আপনারা দেখেছেন। আমি প্রথম থেকেই আমার আশংকার কথা বলে আসছিলাম।ইভিএমে ডিজিটাল কারচুপি হবে,রিটার্নিং কর্মকর্তা বিশেষ প্রার্থীর লোক,ভোটে কারচুপি হবে। সবই দিবালোকের মতো সত্যিতে পরিনত হলো।

এই সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচনের অন্য কোন পথ খোলা নেই।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড এম এ জলিল, আকতার রহমান সপ্রু, এস এম রহমান পারভেজ, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, তালুকদার মোর্শেদ ফোরকান সহ জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।L

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত