ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

হুমায়রা বিনতে মাহমুদঃ ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি শনিবার সাংস্কৃতিক দশকের সমাপণী ইভেন্ট বার্ষিক শিক্ষা সফর ২০২৪ অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের দর্শণীয় স্থান নির্বাচিত হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ ও নন্দন পার্ক।

সকাল ৭ ঘটিকায় সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রী (৬ষ্ঠ-কামিল) তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা ক্যাম্পাসের মাঠে উপস্থিত হয়ে সারিবদ্ধ ও সুশৃংখলভাবে দাঁড়ানোর পর মুহতারাম অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান ছাত্রীদের সফর পূর্ব নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে যাত্রা শুরু করার দু’আ পাঠ করান। অত:পর ছাত্রী, শিক্ষক, কর্মচারীর ৮৩০ জনের দলটি সুশৃংখলভাবে ১৭টি বাসে আরোহন করে। এসময় সকলের চোখে আনন্দের আভাস দেখা দেয়।

বেলা ৯.০০ ঘটিকায় বাস যাত্রা শুরু করে এবং ১১.০০ ঘটিকায় সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপস্থিত হয়ে পর্যবেক্ষন করে এবং সেখানে প্রায় ২ ঘন্টা অবস্থান করে। এখানে মুহতারাম অধ্যক্ষ মহোদয় ছাত্রীদের স্মৃতিসৌধ স্থাপন কাল, স্থপতি এবং এর আকৃতির ইতিহাস বর্ণনা করেন এবং ছাত্রীদের নিয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এরপর ১২.৩০ ঘটিকায় নন্দন পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। অত:পর পার্কে প্রবেশ করে জোহরের সালাত আদায়ের পর দুপুরের খাওয়া পর্ব শেষ করেই ছাত্রীরা তাদের জন্য বরাদ্দকৃত নন্দন পার্কের ১২টি রাইডে আরোহণ করে। এসময় তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস দেখা যায়

আসরের নামাজের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় স্পটে কুরআন থেকে তেলাওয়াত করে হিফ্জ বিভাগের ছাত্রী নূহা বিনতে মাহমুদ। ইসলামী গান পরিবেশন করে শিক্ষার্থী ইশা। অত:পর মেহমানদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মুহতারাম মোয়াজ্জেম হোসেন, সদস্য গভর্নিং বডি, সিইও মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়। অত:পর সমাপনী বক্তব্য প্রদান করেন মুহতারাম অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান। তিনি সুশৃঙ্খলভাবে সফরের স্পটে উপস্থিত হওয়া এবং আনন্দ উপভোগ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

সবশেষে তিনি বাস ভিত্তিক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারীদের বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন এবং দু’আ ও মুনাজাতের মাধ্যেমে সফর শেষের ঘোষণা দেন। পাশাপাশি সকলকে আবার বাসে আরোহন করার নির্দেশ দিয়ে সবার সাথে নিজেও ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা করেন।

সমগ্র সফরটি পরিচালিত হয় সাহিত্য ও সংস্কৃতি কমিটির সদস্যবৃন্দের মাধ্যমে। এতে দিক নির্দেশনা প্রদান করেন সফর আমীর মুহতারাম মাহমুদ হোসাইন কো-অর্ডিনেটর এবং তা’মীরুল মিল্লাত ট্রাষ্টের সহ সেক্রেটারী, টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন এবং আহ্বায়ক হালিমা সাদিয়া।

রিপোর্টার: হুমায়রা বিনতে মাহমুদ, সদস্য, সাংস্কৃতিক কমিটি।

দৈনিক বরিশাল ২৪

ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

হুমায়রা বিনতে মাহমুদঃ ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি শনিবার সাংস্কৃতিক দশকের সমাপণী ইভেন্ট বার্ষিক শিক্ষা সফর ২০২৪ অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের দর্শণীয় স্থান নির্বাচিত হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ ও নন্দন পার্ক।

সকাল ৭ ঘটিকায় সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রী (৬ষ্ঠ-কামিল) তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা ক্যাম্পাসের মাঠে উপস্থিত হয়ে সারিবদ্ধ ও সুশৃংখলভাবে দাঁড়ানোর পর মুহতারাম অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান ছাত্রীদের সফর পূর্ব নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে যাত্রা শুরু করার দু’আ পাঠ করান। অত:পর ছাত্রী, শিক্ষক, কর্মচারীর ৮৩০ জনের দলটি সুশৃংখলভাবে ১৭টি বাসে আরোহন করে। এসময় সকলের চোখে আনন্দের আভাস দেখা দেয়।

বেলা ৯.০০ ঘটিকায় বাস যাত্রা শুরু করে এবং ১১.০০ ঘটিকায় সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপস্থিত হয়ে পর্যবেক্ষন করে এবং সেখানে প্রায় ২ ঘন্টা অবস্থান করে। এখানে মুহতারাম অধ্যক্ষ মহোদয় ছাত্রীদের স্মৃতিসৌধ স্থাপন কাল, স্থপতি এবং এর আকৃতির ইতিহাস বর্ণনা করেন এবং ছাত্রীদের নিয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এরপর ১২.৩০ ঘটিকায় নন্দন পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। অত:পর পার্কে প্রবেশ করে জোহরের সালাত আদায়ের পর দুপুরের খাওয়া পর্ব শেষ করেই ছাত্রীরা তাদের জন্য বরাদ্দকৃত নন্দন পার্কের ১২টি রাইডে আরোহণ করে। এসময় তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস দেখা যায়

আসরের নামাজের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় স্পটে কুরআন থেকে তেলাওয়াত করে হিফ্জ বিভাগের ছাত্রী নূহা বিনতে মাহমুদ। ইসলামী গান পরিবেশন করে শিক্ষার্থী ইশা। অত:পর মেহমানদের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মুহতারাম মোয়াজ্জেম হোসেন, সদস্য গভর্নিং বডি, সিইও মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়। অত:পর সমাপনী বক্তব্য প্রদান করেন মুহতারাম অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান। তিনি সুশৃঙ্খলভাবে সফরের স্পটে উপস্থিত হওয়া এবং আনন্দ উপভোগ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

সবশেষে তিনি বাস ভিত্তিক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারীদের বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন এবং দু’আ ও মুনাজাতের মাধ্যেমে সফর শেষের ঘোষণা দেন। পাশাপাশি সকলকে আবার বাসে আরোহন করার নির্দেশ দিয়ে সবার সাথে নিজেও ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা করেন।

সমগ্র সফরটি পরিচালিত হয় সাহিত্য ও সংস্কৃতি কমিটির সদস্যবৃন্দের মাধ্যমে। এতে দিক নির্দেশনা প্রদান করেন সফর আমীর মুহতারাম মাহমুদ হোসাইন কো-অর্ডিনেটর এবং তা’মীরুল মিল্লাত ট্রাষ্টের সহ সেক্রেটারী, টিচার্স ইনচার্জ কাজী সাঈদা খাতুন এবং আহ্বায়ক হালিমা সাদিয়া।

রিপোর্টার: হুমায়রা বিনতে মাহমুদ, সদস্য, সাংস্কৃতিক কমিটি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত