‘মধু দেখেই দৌড় দিবেন না, সেই মধুর উৎস চিহ্নিত করুন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘মধু দেখেই দৌড় দিবেন না, সেই মধুর উৎস চিহ্নিত করুন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০১৯ ৪:৩৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘মধু দেখেই দৌড় দিবেন না, সেই মধুর উৎস চিহ্নিত করুন’

মোঃ মহসীন খানঃ

দুষ্ট লোকের মিষ্টি মধু! এক গ্রামে এক দুষ্টু লোক ছিল। তার কাজই ছিল গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এতে সে এক ধরনের মজা পেত। মানুষের কাছে যখন সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়ে গেল তখন সে কৌশলী হয়ে উঠে। নিজে না করে কৌশলে অন্যের মাধ্যমে এই কুকর্ম অব্যাহত রাখল।

একদিন দুষ্টু এই লোকের মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। সে তার বাসার সামনে একটা গাছে কিছু মধু লাগিয়ে দিল। এটা দেখে তার স্ত্রী বিস্মিত হল। সে জিজ্ঞেস করল- তুমি গাছে মধু লাগালে কেন? রহস্যময় হাসি দিয়ে দুষ্টু লোকটা বলল, কাল বুঝবে

পরদিন লোকটার লাগানো মধুর জায়গায় প্রথমে পিঁপড়া আসল। এক সময় পিঁপড়া বেড়ে গেল। পিঁপড়ার দল দেখে টিকটিকি আসল। পিঁপড়ার লোভে বাড়তে থাকে টিকটিকির ভীড়। টিকটিকির ভীড় দেখে ইদুর আসল। এরপর ইদুর খেতে বিড়াল আসল। বিড়াল দেখে কুকুর আসল। কুকুর দৌড়ে গিয়ে বিড়ালকে এক কামড় বসিয়ে দিল। সেই বিড়াল ছিল আবার পোষা।

বিড়ালের মনিব বিড়ালের শরীরে রক্ত দেখে সেই কুকুরকে লঠি দিয়ে আঘাত করল। এতে কুকুরটির শরীর থেকেও রক্ত ঝরল। কুকুরটিও ছিল পোষা। এবার কুকুরের মনিব এল। এসেই বিড়ালে মনিবের সাথে ঝগড়া বাধাল। ঝগড়া এভাবে প্রথমে দুই পরিবার, দুই পাড়া এক পর্যায়ে দুই গ্রামের মধ্যেই সংঘর্ষ লেগে গেল। সেই সংঘর্ষে বেশ কয়েকজন মারা গেল।

আহতও হল বেশ কিছু। পরদিন সেই দুষ্টু লোক বলল, দেখলে তো আমার মধুর জাদু। কিছুই করলাম না কিন্তু সবকিছুই হয়ে গেল!

আমাদের দেশেও অনেকেই এভাবে মধু লাগিয়ে চলে যায়। সেই মধুর টানে অনেকেই না বুঝে ছুটে যায়। পরে কিছু না থেকে অনেক বড় ইস্যু তৈরী হয়ে যায় । এই তো দিন কয়েক আগেই ডাহা এক মিথ্যা দিয়ে ফেসবুক গরম হয়ে গেল। ছিল শিশুদের প্যাম্পাস। কিন্তু ফেসবুকে তা হয়ে যায় মানবভ্রুণ!

যে উদ্দেশ্যে করা, সে উদ্দেশ্য সফল। মুহুর্তেই ভাইরাল। সে ব্যক্তি আলোচিত। আমরা সমালোচিত। আর আইডি হ্যাক করে ধর্মপ্রাণ মুসলমানদের আমাদের বিপক্ষে দাঁড় করানো তো এখন সাধারণ ঘটনা! তাই মধু দেখেই দৌড় দিবেন না। সেই মধুর উৎস চিহ্নিত করুন। লাগানোর কারণও যাচাই করুন। অযথা গড্ডলিকা প্রবাহে গা ভাসাবেন না।(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখকঃ মোঃ মহসীন খান, ওসি, কোতোয়ালী থানা, চট্টগ্রাম।

দৈনিক বরিশাল ২৪

‘মধু দেখেই দৌড় দিবেন না, সেই মধুর উৎস চিহ্নিত করুন’

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯ ৪:৩৫ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ১৪, ২০১৯ ৪:৩৬ পূর্বাহ্ণ

মোঃ মহসীন খানঃ

দুষ্ট লোকের মিষ্টি মধু! এক গ্রামে এক দুষ্টু লোক ছিল। তার কাজই ছিল গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এতে সে এক ধরনের মজা পেত। মানুষের কাছে যখন সে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়ে গেল তখন সে কৌশলী হয়ে উঠে। নিজে না করে কৌশলে অন্যের মাধ্যমে এই কুকর্ম অব্যাহত রাখল।

একদিন দুষ্টু এই লোকের মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। সে তার বাসার সামনে একটা গাছে কিছু মধু লাগিয়ে দিল। এটা দেখে তার স্ত্রী বিস্মিত হল। সে জিজ্ঞেস করল- তুমি গাছে মধু লাগালে কেন? রহস্যময় হাসি দিয়ে দুষ্টু লোকটা বলল, কাল বুঝবে

পরদিন লোকটার লাগানো মধুর জায়গায় প্রথমে পিঁপড়া আসল। এক সময় পিঁপড়া বেড়ে গেল। পিঁপড়ার দল দেখে টিকটিকি আসল। পিঁপড়ার লোভে বাড়তে থাকে টিকটিকির ভীড়। টিকটিকির ভীড় দেখে ইদুর আসল। এরপর ইদুর খেতে বিড়াল আসল। বিড়াল দেখে কুকুর আসল। কুকুর দৌড়ে গিয়ে বিড়ালকে এক কামড় বসিয়ে দিল। সেই বিড়াল ছিল আবার পোষা।

বিড়ালের মনিব বিড়ালের শরীরে রক্ত দেখে সেই কুকুরকে লঠি দিয়ে আঘাত করল। এতে কুকুরটির শরীর থেকেও রক্ত ঝরল। কুকুরটিও ছিল পোষা। এবার কুকুরের মনিব এল। এসেই বিড়ালে মনিবের সাথে ঝগড়া বাধাল। ঝগড়া এভাবে প্রথমে দুই পরিবার, দুই পাড়া এক পর্যায়ে দুই গ্রামের মধ্যেই সংঘর্ষ লেগে গেল। সেই সংঘর্ষে বেশ কয়েকজন মারা গেল।

আহতও হল বেশ কিছু। পরদিন সেই দুষ্টু লোক বলল, দেখলে তো আমার মধুর জাদু। কিছুই করলাম না কিন্তু সবকিছুই হয়ে গেল!

আমাদের দেশেও অনেকেই এভাবে মধু লাগিয়ে চলে যায়। সেই মধুর টানে অনেকেই না বুঝে ছুটে যায়। পরে কিছু না থেকে অনেক বড় ইস্যু তৈরী হয়ে যায় । এই তো দিন কয়েক আগেই ডাহা এক মিথ্যা দিয়ে ফেসবুক গরম হয়ে গেল। ছিল শিশুদের প্যাম্পাস। কিন্তু ফেসবুকে তা হয়ে যায় মানবভ্রুণ!

যে উদ্দেশ্যে করা, সে উদ্দেশ্য সফল। মুহুর্তেই ভাইরাল। সে ব্যক্তি আলোচিত। আমরা সমালোচিত। আর আইডি হ্যাক করে ধর্মপ্রাণ মুসলমানদের আমাদের বিপক্ষে দাঁড় করানো তো এখন সাধারণ ঘটনা! তাই মধু দেখেই দৌড় দিবেন না। সেই মধুর উৎস চিহ্নিত করুন। লাগানোর কারণও যাচাই করুন। অযথা গড্ডলিকা প্রবাহে গা ভাসাবেন না।(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখকঃ মোঃ মহসীন খান, ওসি, কোতোয়ালী থানা, চট্টগ্রাম।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত