মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ফিরছিল নজরুল! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ফিরছিল নজরুল! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৫, ২০১৯ ৬:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ফিরছিল নজরুল!

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ থেকেঃ মাদ্রাসাছাত্র নজরুল ইসলাম (২০) ছিল ভবঘুরে প্রকৃতির। হুটহাট বাড়ি ছেড়ে পালাতেন। দেখা মিলত না কয়েক মাস। বাবা-মা তার এমন আচরণ মেনেই নিয়েছেন। কিন্তু ছেলে যে লাশ হয়ে ফিরবে, সেটা কেউ মানতে পারছেন না। মা বিলাপ করছেন আর বলছেন, তার জন্য যে নয়া কাপড় নিয়ে আসছিল নজরুল। লখিন্দরটা (নজরুল) না এলেই ভালো হতো। দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে নজরুল ও রয়েছেন।
গত মঙ্গলবার দুপুরে পুলিশ তার মা-বাবাকে মোবাইলে নজরুলের নিহত হবার কথা জানান। নজরুল  ইসলাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। পরিবারের লোকজন জানান, নজরুল ছিলেন ভবঘুরে প্রকৃতির লোক।
তিনি শ্রীমঙ্গলের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেখানেই টমটম চালাতেন। দুই মাস, তিন মাস পর বাড়ি আসতেন। কোথায় থাকেন, সঠিক ঠিকানা কাউকে বলতেন না। নজরুলের মা জোসনা বেগম বলেন, ‘আমার লখিন্দর (ছেলে) দুই মাস আগে আইলো, আবার আইলো আমার লাগি নয়া কাপড় আনবো, আজকা আমার লখিন্দর নয়া কাপড় পইরা বাড়ি আইবো।’
এই বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। জোসনা বেগম আরও বলেন, সে টমটম চালালেও কখনও নিজের পরিচয় লুকাতো না। সে বলত আমি গরিবের পুয়া (ছেলে)। রিকশা চালালে শরম নাই। নজরুলের বাবা হারুন মিয়া বলেন, ‘চার ভাই এক বোনের মধ্যে নজরুল ছিল সবার বড়।
দুই মাস ধরে তার কোনো খবর ছিল না। সে কোনো ফোনও ব্যবহার করত না। আজকে যে আমার জাদু লাশ হয়ে আসবে সেটা কে জানত। ইসলামপুর গ্রামের ব্যবসায়ী সুলতান মাহমুদ জানান, নজরুল মাদ্রাসায় লেখাপড়া করলেও কখনও  গ্রামে আসত না। মাঝেমধ্যে এলে দেখা হতো।
রিকশা, টমটম চালিয়ে নিজে চলত, পড়ালেখার খরচও চালাত।  সে আরো জানাই  নজরুলের  মৃত দেহটি আনতে তার  বাবা মা বুধবার সকালে হবিগঞ্জ মর্গে  যান। এখন নজরুলের লাশ বাড়ীতে আসেনি লাশ নিয়ে আসার পর দাফন করা হবে।
দৈনিক বরিশাল ২৪

মায়ের জন্য নতুন কাপড় নিয়ে ফিরছিল নজরুল!

শুক্রবার, নভেম্বর ১৫, ২০১৯ ৬:২২ পূর্বাহ্ণ
ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ থেকেঃ মাদ্রাসাছাত্র নজরুল ইসলাম (২০) ছিল ভবঘুরে প্রকৃতির। হুটহাট বাড়ি ছেড়ে পালাতেন। দেখা মিলত না কয়েক মাস। বাবা-মা তার এমন আচরণ মেনেই নিয়েছেন। কিন্তু ছেলে যে লাশ হয়ে ফিরবে, সেটা কেউ মানতে পারছেন না। মা বিলাপ করছেন আর বলছেন, তার জন্য যে নয়া কাপড় নিয়ে আসছিল নজরুল। লখিন্দরটা (নজরুল) না এলেই ভালো হতো। দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে নজরুল ও রয়েছেন।
গত মঙ্গলবার দুপুরে পুলিশ তার মা-বাবাকে মোবাইলে নজরুলের নিহত হবার কথা জানান। নজরুল  ইসলাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। পরিবারের লোকজন জানান, নজরুল ছিলেন ভবঘুরে প্রকৃতির লোক।
তিনি শ্রীমঙ্গলের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সেখানেই টমটম চালাতেন। দুই মাস, তিন মাস পর বাড়ি আসতেন। কোথায় থাকেন, সঠিক ঠিকানা কাউকে বলতেন না। নজরুলের মা জোসনা বেগম বলেন, ‘আমার লখিন্দর (ছেলে) দুই মাস আগে আইলো, আবার আইলো আমার লাগি নয়া কাপড় আনবো, আজকা আমার লখিন্দর নয়া কাপড় পইরা বাড়ি আইবো।’
এই বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। জোসনা বেগম আরও বলেন, সে টমটম চালালেও কখনও নিজের পরিচয় লুকাতো না। সে বলত আমি গরিবের পুয়া (ছেলে)। রিকশা চালালে শরম নাই। নজরুলের বাবা হারুন মিয়া বলেন, ‘চার ভাই এক বোনের মধ্যে নজরুল ছিল সবার বড়।
দুই মাস ধরে তার কোনো খবর ছিল না। সে কোনো ফোনও ব্যবহার করত না। আজকে যে আমার জাদু লাশ হয়ে আসবে সেটা কে জানত। ইসলামপুর গ্রামের ব্যবসায়ী সুলতান মাহমুদ জানান, নজরুল মাদ্রাসায় লেখাপড়া করলেও কখনও  গ্রামে আসত না। মাঝেমধ্যে এলে দেখা হতো।
রিকশা, টমটম চালিয়ে নিজে চলত, পড়ালেখার খরচও চালাত।  সে আরো জানাই  নজরুলের  মৃত দেহটি আনতে তার  বাবা মা বুধবার সকালে হবিগঞ্জ মর্গে  যান। এখন নজরুলের লাশ বাড়ীতে আসেনি লাশ নিয়ে আসার পর দাফন করা হবে।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত