মা-বাবার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মা-বাবার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৩, ২০১৯ ৫:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মা-বাবার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার

অনলাইন নিউজঃ মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। শ্রেষ্ঠ উপহার। মা-বাবার খেদমত করলে জান্নাত লাভ করা যায়। তাদের সেবা করলে নিশ্চিত বেহেশত লাভ হয়। পবিত্র কোরআন শরিফের সূরা বনি ইসরায়েলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক পিতা-মাতার সম্মান ও মর্যাদার  বর্ণনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার করতে হবে, কীভাবে কথা বলতে হবে তাও উল্লেখ করে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতেও পিতা-মাতার খেদমত, সম্মান ও মর্যাদার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ! আমার সংশ্লিষ্ট লোকদের মধ্যে কে সর্বাধিক সৌজন্যমূলক আচরণ লাভের অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞেস করল, তারপর কে, তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবারও জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। অন্য এক বর্ণনায় রয়েছে তিনি বললেন, তোমার মাতা। তারপর তোমার মাতা। তারপর তোমার মাতা। অতঃপর তোমার পিতা। এরপর তোমার (পর্যায়ক্রমে) নিকটবর্তী ব্যক্তিগণ। (বুখারি ও মুসলিম)। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক। জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল্লাহ! কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতার কোনো একজনকে অথবা উভয়জনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু বেহেশত লাভ করল না। (মুসলিম)।  প্রিয় পাঠক! মা-বাবা যদি অমুসলিমও হয় তবু তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। হজরত আসমা বিনতে আবুবকর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, কুরাইশদের সঙ্গে যখন মুসলমানদের সন্ধি হয় আমার মাতা তখন মুশরিক অবস্থায় আমার কাছে আগমন করলেন। আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রসুলুল্লাহ! আমার মাতা আমার কাছে এসেছেন; কিন্তু তিনি ইসলামের প্রতি বিরূপ ভাব পোষণকারিণী। এমতাবস্থায় আমি তার সঙ্গে কি ভালো ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তার সঙ্গে উত্তম ব্যবহার কর। (বুখারি ও মুসলিম)। পিতা-মাতা যদি মারা যান তাহলে তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে।  হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির সর্বোত্তম সৎ কাজগুলোর অন্যতম হলো তার পিতার অবর্তমানে পিতার বন্ধু-বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার এবং সদাচরণ করা। (মুসলিম)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাতা-পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত আল্লাহর সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিজি)। আবু দারদা (রা.)  বললেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মাতা-পিতা হলেন বেহেশতের দরজাগুলোর মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা হয় দরজাটিকে রক্ষা কর, ইচ্ছা হয় নষ্ট কর। (তিরমিজি, ইবনে মাজাহ)।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

দৈনিক বরিশাল ২৪

মা-বাবার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯ ৫:২৬ পূর্বাহ্ণ

অনলাইন নিউজঃ মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। শ্রেষ্ঠ উপহার। মা-বাবার খেদমত করলে জান্নাত লাভ করা যায়। তাদের সেবা করলে নিশ্চিত বেহেশত লাভ হয়। পবিত্র কোরআন শরিফের সূরা বনি ইসরায়েলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক পিতা-মাতার সম্মান ও মর্যাদার  বর্ণনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কেমন আচার আচরণ ব্যবহার করতে হবে, কীভাবে কথা বলতে হবে তাও উল্লেখ করে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতেও পিতা-মাতার খেদমত, সম্মান ও মর্যাদার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ! আমার সংশ্লিষ্ট লোকদের মধ্যে কে সর্বাধিক সৌজন্যমূলক আচরণ লাভের অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞেস করল, তারপর কে, তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবারও জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। অন্য এক বর্ণনায় রয়েছে তিনি বললেন, তোমার মাতা। তারপর তোমার মাতা। তারপর তোমার মাতা। অতঃপর তোমার পিতা। এরপর তোমার (পর্যায়ক্রমে) নিকটবর্তী ব্যক্তিগণ। (বুখারি ও মুসলিম)। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক, তার নাসিকা ধূলিমলিন হোক। জিজ্ঞেস করা হলো, ইয়া রসুলুল্লাহ! কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতার কোনো একজনকে অথবা উভয়জনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু বেহেশত লাভ করল না। (মুসলিম)।  প্রিয় পাঠক! মা-বাবা যদি অমুসলিমও হয় তবু তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। হজরত আসমা বিনতে আবুবকর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, কুরাইশদের সঙ্গে যখন মুসলমানদের সন্ধি হয় আমার মাতা তখন মুশরিক অবস্থায় আমার কাছে আগমন করলেন। আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রসুলুল্লাহ! আমার মাতা আমার কাছে এসেছেন; কিন্তু তিনি ইসলামের প্রতি বিরূপ ভাব পোষণকারিণী। এমতাবস্থায় আমি তার সঙ্গে কি ভালো ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। তার সঙ্গে উত্তম ব্যবহার কর। (বুখারি ও মুসলিম)। পিতা-মাতা যদি মারা যান তাহলে তাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে।  হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির সর্বোত্তম সৎ কাজগুলোর অন্যতম হলো তার পিতার অবর্তমানে পিতার বন্ধু-বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার এবং সদাচরণ করা। (মুসলিম)। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাতা-পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত আল্লাহর সন্তুষ্টি এবং মাতা-পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিজি)। আবু দারদা (রা.)  বললেন, আমি রসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মাতা-পিতা হলেন বেহেশতের দরজাগুলোর মধ্যবর্তী দরজা। এখন তোমার ইচ্ছা হয় দরজাটিকে রক্ষা কর, ইচ্ছা হয় নষ্ট কর। (তিরমিজি, ইবনে মাজাহ)।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত