লাল সবুজে সেজেছে বরিশাল, কাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাল সবুজে সেজেছে বরিশাল, কাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৭, ২০১৯ ৮:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

লাল সবুজে সেজেছে বরিশাল, কাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন

শামীম আহমেদ, বরিশালঃ আগামীকাল ৮ ডিসেম্বর বরিশাল মুক্তদিবসে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বিমান বন্দর থেকে সম্মেলনস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত শতাধিক দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ছাড়াও নানা রংয়ের পতাকা, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে নবরূপে সাজানো হয়েছে প্রচ্যের ভেনিসখ্যাত বরিশাল নগরীকে। পুরো নগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের নাম আলোচনায় আছে। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম জোরোসোরে উঠে আসছে।

এদিকে নগর ভবন কর্তৃপক্ষও আওয়ামী লীগ মহানগরের সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অতিথিদের সামনে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন তারা। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে নির্ঘুম রজনী পার করছেন দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা। সবকিছু মিলিয়ে মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বরিশাল এখন উৎসবের নগরী।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু বাহ্যিক সাঁজসজ্জাই নয়, সম্মেলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে যোগ্য কমিটি উপহার দেবেন তারা। আওয়ামী লীগ সভাপতির শুদ্ধি অভিযানের প্রতিফলনও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিতে থাকবে বলে প্রত্যাশা তাদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগ এবং পরদিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কিন্তু এই সময়ের মধ্যে জেলা কমিটি তাদের আওতাধীন উপজেলা এবং পৌরসভায় সম্মেলন শেষ করতে পারেনি। এ কারণে ৮ ডিসেম্বরের জেলা কমিটির সম্মেলন স্থগিত করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৮ ডিসেম্বর বরিশাল মুক্তি দিবসে পুননির্ধারণ করা হয়েছে।

সম্মেলন সফল এবং স্মারণীয় করে রাখতে পক্ষকাল আগে থেকেই মাঠে নেমে পড়েন মহানগরীর নেতারা। বরিশাল বিমান বন্দর থেকে সম্মেলনস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫৫টি দৃষ্টিনন্দন তোরন নির্মাণ করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের নেতা এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগেও নির্মিত হয়েছে আরও অর্ধশতাধিক তোরন।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, সম্মেলনের প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতারা বিমানযোগে বরিশাল আসবেন। তাদের স্বাগত জানাতে বিমান বন্দর থেকে সম্মেলনস্থল পর্যন্ত শতাধিক তোরন নির্মাণ ছাড়াও নগরীর প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা, সড়কের পাশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি সহ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং সড়কের আইল্যান্ডে নানা রংয়ের পতাকা স্থাপন করা হয়েছে। নগরীও সাঁজানো হয়েছে নতুনরূপে। সম্মেলনস্থলে ৪ স্তর বিশিষ্ট ২ হাজার ৭০০ স্কয়ার ফিটের মঞ্চ এবং ১০ হাজার লোকের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু জানান, ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন দলের উপদেষ্টমন্ডলীর সিনিয়র সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এছাড়া দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি ও জাহাঙ্গীর কবির নানক এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন।

এদিকে এবারের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে কেউ আগাম প্রার্থীতা ঘোষণা করেননি। কিন্তু তারপরও সম্মেলনে নতুন কমিটি গঠনে চমকের আভাস দিয়েছেন দায়িত্বশীল নেতারা।

বিদায়ী সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নামও নতুন কমিটির সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নাম এককভাবে আলোচিত হচ্ছে। বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরকে নতুন কমিটির সিনিয়র সহসভাপতি করা হতে পারে বলে দলের ভেতরে আলোচনা রয়েছে। এছাড়া বিদায়ী কমিটির বিতর্কিতদেরও নতুন কমিটিতে না রাখার পক্ষে নেতারা।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী কেন্দ্র থেকে দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তার ছাপ নগরীর ৩০টি ওয়ার্ড কমিটিতে পড়েছে। বিতর্কিতদের বাদ দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। মহানগর কমিটিতেও নবীন-প্রবীণের সমন্বয়ে সাংগঠনিকভাবে দক্ষ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন পাবে বলে তারা আশা করছেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, তিনি সদর আসনের এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। অতীতের ঘাটতি পূরণ করে দলকে গতিশীল করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি তার কাঁধে এই দায়িত্ব তুলে দেন তাহলে তিনি সাদরে গ্রহণ করবেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, তিনি নিজে থেকে প্রার্থীতার বিষয়ে কিছু বলবেন না। তৃনমূলের নেতা-কর্মীরা যদি তাকে চায় বা যোগ্য মনে করে তাহলে তিনি ফের এই দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন। তবে নতুন নেতৃত্ব তিনি নিজেও চান। কর্নেল (অব.) জাহিদ ফারুক জেলার রাজনীতি করেন। তার অভিপ্রায় থাকতে পারে। তবে ওয়ার্ডের নেতারা তাকে চাইবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়।

এই সম্মেলনের মাধ্যমে দল হাইব্রিড ও সু-সময়ের কোকিলমুক্ত হবে এবং অভিজ্ঞ, গ্রহণযোগ্য, সৎ, স্বচ্ছ, পরীক্ষিত ও নিবেদিত নেতারা দল পরিচালনার দায়িত্ব পাবেন বলে আশা করেন মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট দুলাল।

দৈনিক বরিশাল ২৪

লাল সবুজে সেজেছে বরিশাল, কাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন

শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯ ৮:১৯ পূর্বাহ্ণ

শামীম আহমেদ, বরিশালঃ আগামীকাল ৮ ডিসেম্বর বরিশাল মুক্তদিবসে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বিমান বন্দর থেকে সম্মেলনস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত শতাধিক দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ ছাড়াও নানা রংয়ের পতাকা, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে নবরূপে সাজানো হয়েছে প্রচ্যের ভেনিসখ্যাত বরিশাল নগরীকে। পুরো নগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের নাম আলোচনায় আছে। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম জোরোসোরে উঠে আসছে।

এদিকে নগর ভবন কর্তৃপক্ষও আওয়ামী লীগ মহানগরের সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অতিথিদের সামনে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন তারা। নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে নির্ঘুম রজনী পার করছেন দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীরা। সবকিছু মিলিয়ে মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বরিশাল এখন উৎসবের নগরী।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, শুধু বাহ্যিক সাঁজসজ্জাই নয়, সম্মেলনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং সাংগঠনিকভাবে যোগ্য কমিটি উপহার দেবেন তারা। আওয়ামী লীগ সভাপতির শুদ্ধি অভিযানের প্রতিফলনও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিতে থাকবে বলে প্রত্যাশা তাদের।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগ এবং পরদিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কিন্তু এই সময়ের মধ্যে জেলা কমিটি তাদের আওতাধীন উপজেলা এবং পৌরসভায় সম্মেলন শেষ করতে পারেনি। এ কারণে ৮ ডিসেম্বরের জেলা কমিটির সম্মেলন স্থগিত করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সম্মেলন ৮ ডিসেম্বর বরিশাল মুক্তি দিবসে পুননির্ধারণ করা হয়েছে।

সম্মেলন সফল এবং স্মারণীয় করে রাখতে পক্ষকাল আগে থেকেই মাঠে নেমে পড়েন মহানগরীর নেতারা। বরিশাল বিমান বন্দর থেকে সম্মেলনস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫৫টি দৃষ্টিনন্দন তোরন নির্মাণ করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের নেতা এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগেও নির্মিত হয়েছে আরও অর্ধশতাধিক তোরন।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, সম্মেলনের প্রধান অতিথিসহ কেন্দ্রীয় নেতারা বিমানযোগে বরিশাল আসবেন। তাদের স্বাগত জানাতে বিমান বন্দর থেকে সম্মেলনস্থল পর্যন্ত শতাধিক তোরন নির্মাণ ছাড়াও নগরীর প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা, সড়কের পাশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি সহ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং সড়কের আইল্যান্ডে নানা রংয়ের পতাকা স্থাপন করা হয়েছে। নগরীও সাঁজানো হয়েছে নতুনরূপে। সম্মেলনস্থলে ৪ স্তর বিশিষ্ট ২ হাজার ৭০০ স্কয়ার ফিটের মঞ্চ এবং ১০ হাজার লোকের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু জানান, ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন দলের উপদেষ্টমন্ডলীর সিনিয়র সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এছাড়া দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি ও জাহাঙ্গীর কবির নানক এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন।

এদিকে এবারের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে কেউ আগাম প্রার্থীতা ঘোষণা করেননি। কিন্তু তারপরও সম্মেলনে নতুন কমিটি গঠনে চমকের আভাস দিয়েছেন দায়িত্বশীল নেতারা।

বিদায়ী সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নামও নতুন কমিটির সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচিত হচ্ছে। সাধারণ সম্পাদক পদে বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নাম এককভাবে আলোচিত হচ্ছে। বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরকে নতুন কমিটির সিনিয়র সহসভাপতি করা হতে পারে বলে দলের ভেতরে আলোচনা রয়েছে। এছাড়া বিদায়ী কমিটির বিতর্কিতদেরও নতুন কমিটিতে না রাখার পক্ষে নেতারা।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু বলেন, আওয়ামী লীগ সভানেত্রী কেন্দ্র থেকে দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তার ছাপ নগরীর ৩০টি ওয়ার্ড কমিটিতে পড়েছে। বিতর্কিতদের বাদ দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। মহানগর কমিটিতেও নবীন-প্রবীণের সমন্বয়ে সাংগঠনিকভাবে দক্ষ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন পাবে বলে তারা আশা করছেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, তিনি সদর আসনের এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী। অতীতের ঘাটতি পূরণ করে দলকে গতিশীল করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি তার কাঁধে এই দায়িত্ব তুলে দেন তাহলে তিনি সাদরে গ্রহণ করবেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, তিনি নিজে থেকে প্রার্থীতার বিষয়ে কিছু বলবেন না। তৃনমূলের নেতা-কর্মীরা যদি তাকে চায় বা যোগ্য মনে করে তাহলে তিনি ফের এই দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন। তবে নতুন নেতৃত্ব তিনি নিজেও চান। কর্নেল (অব.) জাহিদ ফারুক জেলার রাজনীতি করেন। তার অভিপ্রায় থাকতে পারে। তবে ওয়ার্ডের নেতারা তাকে চাইবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়।

এই সম্মেলনের মাধ্যমে দল হাইব্রিড ও সু-সময়ের কোকিলমুক্ত হবে এবং অভিজ্ঞ, গ্রহণযোগ্য, সৎ, স্বচ্ছ, পরীক্ষিত ও নিবেদিত নেতারা দল পরিচালনার দায়িত্ব পাবেন বলে আশা করেন মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট দুলাল।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত