আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই: বরিশালে মেনন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই: বরিশালে মেনন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৮, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই: বরিশালে মেনন

শামীম আহমেদ ॥ বাংলাদেশ ওয়াকার্স কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন (এমপি) বলেছেন, আমরা নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করে প্রতিষ্ঠিত হলেও দেশ থেকে দূর্নীতি বন্ধ হয়নি।

আমরা সিটি নির্বাচনে ভোটের বাক্সে জোয়ার দেখব কিনা জানিনা। আমি নির্বাচন কমিশনারকে বলি আজিজ কমিশনার হবেন না মানুষকে ভোটের দিকে থেকে মুখ ফিরিয়ে না নেয় তার দিকে খেয়াল করবেন আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই।

আমরা ঢাকার দুই সিটিতে নির্বাচনের ইমেজ দেখতে পেয়েছি সেই সাথে ওয়াকার্স পার্টি সহ চৌদ্দ দল মাঠে কাজ করছে আমরা জয়ী হব তার পরেও যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসে সেই কাজটি করবেন।

আমি এই কথাগুলো বলি একারনে অনেকে আমার প্রতি বিরুপ মনোভাব দেখায়।

আজ মঙ্গলবার (২৮ই) জানুয়ারী বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

২১ দফার ভিত্তিতে ন্যায্যতা- সমতা প্রতিষ্ঠা সহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুানক বাংলাদেশ গড়ে তোলার বরিশাল বিভাগীয় সমাবেশের সভাপতি বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি কমরেড অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা (এমপি),এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)।

বরিশাল ওয়াকার্স পার্টির আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন জাকির হোসেন রাজু,আঃ খালেক,টি.এম শাহজাহান হাওলাদার, খান মোঃ রুস্তুম আলী,নুরুজ্জামান,অনিমেষ,ফাইজুল হক বালি ফারহিন ও শামীম শাহরুখ তমাল।

সমাবেশে প্রধান বক্তা ফজলে হোসেন খান বাদশা বলেন, সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একদিকে বেতন বৃদ্ধি করেছে সেই দূর্নীতি জাতীয় করন করেছে।

আজ দেশে হিসাব ছাড়া ধর্ষন ও হত্যা হচ্ছে তার বিচার কেহ পায় না। স্বাধীন বাংলাদেশে হবে জনগনের কোন দূর্নীতিবাজদের রাষ্ট্র হবেনা।

আমাদের সব চেয়ে বড় ব্যর্থতা হচ্ছে দূর্নীতি দেশ থেকে নয় লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা কিছুই করতে পারি নাই।

এই টাকা যারা পাচার করছে তারাই এদেশের বড় রাজাকা।

দৈনিক বরিশাল ২৪

আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই: বরিশালে মেনন

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ

শামীম আহমেদ ॥ বাংলাদেশ ওয়াকার্স কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন (এমপি) বলেছেন, আমরা নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন করে প্রতিষ্ঠিত হলেও দেশ থেকে দূর্নীতি বন্ধ হয়নি।

আমরা সিটি নির্বাচনে ভোটের বাক্সে জোয়ার দেখব কিনা জানিনা। আমি নির্বাচন কমিশনারকে বলি আজিজ কমিশনার হবেন না মানুষকে ভোটের দিকে থেকে মুখ ফিরিয়ে না নেয় তার দিকে খেয়াল করবেন আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই।

আমরা ঢাকার দুই সিটিতে নির্বাচনের ইমেজ দেখতে পেয়েছি সেই সাথে ওয়াকার্স পার্টি সহ চৌদ্দ দল মাঠে কাজ করছে আমরা জয়ী হব তার পরেও যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসে সেই কাজটি করবেন।

আমি এই কথাগুলো বলি একারনে অনেকে আমার প্রতি বিরুপ মনোভাব দেখায়।

আজ মঙ্গলবার (২৮ই) জানুয়ারী বিকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

২১ দফার ভিত্তিতে ন্যায্যতা- সমতা প্রতিষ্ঠা সহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুানক বাংলাদেশ গড়ে তোলার বরিশাল বিভাগীয় সমাবেশের সভাপতি বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি কমরেড অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশা (এমপি),এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)।

বরিশাল ওয়াকার্স পার্টির আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন জাকির হোসেন রাজু,আঃ খালেক,টি.এম শাহজাহান হাওলাদার, খান মোঃ রুস্তুম আলী,নুরুজ্জামান,অনিমেষ,ফাইজুল হক বালি ফারহিন ও শামীম শাহরুখ তমাল।

সমাবেশে প্রধান বক্তা ফজলে হোসেন খান বাদশা বলেন, সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একদিকে বেতন বৃদ্ধি করেছে সেই দূর্নীতি জাতীয় করন করেছে।

আজ দেশে হিসাব ছাড়া ধর্ষন ও হত্যা হচ্ছে তার বিচার কেহ পায় না। স্বাধীন বাংলাদেশে হবে জনগনের কোন দূর্নীতিবাজদের রাষ্ট্র হবেনা।

আমাদের সব চেয়ে বড় ব্যর্থতা হচ্ছে দূর্নীতি দেশ থেকে নয় লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা কিছুই করতে পারি নাই।

এই টাকা যারা পাচার করছে তারাই এদেশের বড় রাজাকা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত