বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার সরকারি নির্দেশনা মেনে চলায় বহু স্বল্পআয়ের মানুষ ও দুস্থ্থের আয় বন্ধ। এ অবস্থ্থায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী শুরু থেকে সচেতনতা বৃদ্ধিতে প্রচার, সংক্রমণ রোধের উপকরণ বিতরণ এবং দিনমজুরদের সাহায্যার্থে নানামুখী কর্মসূচি নিয়ে সক্রিয়। তার একটি ব্যতিক্রমী কর্মসূচি হচ্ছে মুষ্টি চাল সংগ্রহ। বাসাবাড়িতে বাসদের বিতরণ করা ব্যাগে রান্নার চাল থেকে প্রতিদিন একমুঠো করে চাল রেখে তা সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে হতদরিদ্রদের মধ্যে। এক সপ্তাহ আগে চাল সংগ্রহ শুরু হলে রোববার প্রথমবার দুস্থদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়। বরিশালে শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে তিনিই প্রথম দুস্থদের মধ্যে চালসহ নিত্যপণ্য বিতরণ করলেন।

সরেজমিন দেখা গেছে, নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে চার ফুট দূরত্ব বজায় রেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ কর্মীরা। দিনমজুরপ্রতি পরিবারকে দেওয়া হচ্ছে একটি ব্যাগ। যাতে রয়েছে চার কেজি চাল, তিন কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও এক প্যাকেট মশার কয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা দলের সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুজন আহমেদ প্রমুখ।

করোনাভাইরাস আতঙ্ক শুরু হওয়ার পর থেকে বরিশাল নগরীতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন বাসদ কর্মীরা। নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে জীবাণু ধ্বংসকারী স্প্রে ছিটানো হয়। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প।

ডা. মনীষা চক্রবর্তী করোনাভাইরাসের এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে শ্রমজীবী দিনমজুর ও দুস্থদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে দুস্থদের মধ্যে মুষ্টিচাল বিতরণ করলেন ডা. মনীষা

সোমবার, মার্চ ৩০, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার সরকারি নির্দেশনা মেনে চলায় বহু স্বল্পআয়ের মানুষ ও দুস্থ্থের আয় বন্ধ। এ অবস্থ্থায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী শুরু থেকে সচেতনতা বৃদ্ধিতে প্রচার, সংক্রমণ রোধের উপকরণ বিতরণ এবং দিনমজুরদের সাহায্যার্থে নানামুখী কর্মসূচি নিয়ে সক্রিয়। তার একটি ব্যতিক্রমী কর্মসূচি হচ্ছে মুষ্টি চাল সংগ্রহ। বাসাবাড়িতে বাসদের বিতরণ করা ব্যাগে রান্নার চাল থেকে প্রতিদিন একমুঠো করে চাল রেখে তা সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে হতদরিদ্রদের মধ্যে। এক সপ্তাহ আগে চাল সংগ্রহ শুরু হলে রোববার প্রথমবার দুস্থদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়। বরিশালে শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে তিনিই প্রথম দুস্থদের মধ্যে চালসহ নিত্যপণ্য বিতরণ করলেন।

সরেজমিন দেখা গেছে, নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে চার ফুট দূরত্ব বজায় রেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ কর্মীরা। দিনমজুরপ্রতি পরিবারকে দেওয়া হচ্ছে একটি ব্যাগ। যাতে রয়েছে চার কেজি চাল, তিন কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও এক প্যাকেট মশার কয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা দলের সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুজন আহমেদ প্রমুখ।

করোনাভাইরাস আতঙ্ক শুরু হওয়ার পর থেকে বরিশাল নগরীতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছেন বাসদ কর্মীরা। নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল আরোহীদের মধ্যে জীবাণু ধ্বংসকারী স্প্রে ছিটানো হয়। খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প।

ডা. মনীষা চক্রবর্তী করোনাভাইরাসের এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে শ্রমজীবী দিনমজুর ও দুস্থদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ