যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করবেন না, বিপদে জনগনই এগিয়ে আসে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করবেন না, বিপদে জনগনই এগিয়ে আসে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৫, ২০২০ ১১:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করবেন না, বিপদে জনগনই এগিয়ে আসে

শওকত এরশাদঃ নোয়াখালীর বাধন গাড়ীর সেই অসহায় হতদরিদ্র বাসের হেলপার শাহাবুদ্দিনের আজ ২য় বার চট্রগ্রাম মেডিকেল কলেজে অস্ত্রপছার হয় ৷ গত সপ্তাহেও অপারেশনের তারিখ ছিলো, কিন্তু তারা অপারেশনের ঔষধ এবং রক্তের জোগাড় করতে না পারায় হয় নি ৷ শাহবুদ্দিনের মা এবং ৫ মাসের সন্তান সম্ভবা স্ত্রী হাসপাতালের বারান্দার রেলিং ধরে কাদঁছিলো ৷

অপর দিকে নানু বাড়িতে থাকা শাহবুদ্দিনের একমাত্র কন্যা সন্তান ৪ বছরের রিমি হয়তো আল্লাহর নিকট বারবার বলছে তার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যায় ৷ সে যেন আবার তার বাবার কোলে ফেরত যেতে পারে ৷ শাহাবুদ্দিনের পায়খানা ও পস্রাবের রাস্তা তার নাভির দুপাশ দিয়ে বের করা হয়েছে ৷

আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি তার প্রথম অপারেশনে সাহায্যের হাত বাড়িয়ে ছিলাম তার ঔষধ ,রক্ত,পথ্য,ও রাতের খাবার আমরা বহন করতাম ৷ আমরা মানবিক পুলাশ ইউনিট তাদের এই ২য় অপারেশনেও সাথে ছিলাম ৷ রক্ত,ঔষধ,ও পথ্য দিয়ে ৷ অপারেশনের পর থেকে সে খুবই গরম লাগছে বলে কাঁদতেছে , তাই মার্কেট বন্ধ থাকার কারনে আগামিকাল আমার ব্যাক্তিগত টেবিল ফ্যানটি তার জন্য দিয়ে আসবো ৷

কেউ যদি অসহায় হতদরিদ্র বাসের হেলপার শাহবুদ্দিনের পাশে সহযোগিতার হাত বাড়াতে চান — শাহবুদ্দিনের মোবাইল নং -০১৮১২-৬২৭৪৪২ ওয়ার্ড-৩৬ শয্যা-৫ বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইউনিট ৷

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৷ তাদের থেকে জানতে পারি বাসমালিক সমিতি এবং মালিকপক্ষ তাকে মোট ৪০ হাজার টাকা সহায়তা দেয় ৷ এরপর আর কোন খবর রাখেনি ৷ অথচ তাদের আড়াই মাসে খরচ প্রায় লক্ষাধিক টাকার উপরে ৷

এজন্য আমার এই লিখা যদি কোন ড্রাইভার বা হেলপারের চোখে পড়ে আপনাদের প্রতি অনুরোধ সাধারন যাত্রির সাথে কখনো খারাপ ব্যাবহার করবেন না ৷ আপনার বিপদের সময় এই সাধারন জনগনই এগিয়ে আসবে ৷ বেশির ভাগ মালিকই এইরকম আপনাকে ফাঁকি দিবে ৷ (তবে সবাই না ) সামনে কিন্তু তার আরো একটি অস্ত্রপছার রয়েছে তখন হয়তো কেউ এগিয়ে আসবেন ৷

এভাবেই ছড়িয়ে পড়ুক মানবিকতা —

লেখকঃ শওকত এরশাদ,  টিমলীডার, মানবিক পুলিশ ইউনিট সিএমপি ৷

দৈনিক বরিশাল ২৪

যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করবেন না, বিপদে জনগনই এগিয়ে আসে

রবিবার, এপ্রিল ৫, ২০২০ ১১:৫৫ অপরাহ্ণ

শওকত এরশাদঃ নোয়াখালীর বাধন গাড়ীর সেই অসহায় হতদরিদ্র বাসের হেলপার শাহাবুদ্দিনের আজ ২য় বার চট্রগ্রাম মেডিকেল কলেজে অস্ত্রপছার হয় ৷ গত সপ্তাহেও অপারেশনের তারিখ ছিলো, কিন্তু তারা অপারেশনের ঔষধ এবং রক্তের জোগাড় করতে না পারায় হয় নি ৷ শাহবুদ্দিনের মা এবং ৫ মাসের সন্তান সম্ভবা স্ত্রী হাসপাতালের বারান্দার রেলিং ধরে কাদঁছিলো ৷

অপর দিকে নানু বাড়িতে থাকা শাহবুদ্দিনের একমাত্র কন্যা সন্তান ৪ বছরের রিমি হয়তো আল্লাহর নিকট বারবার বলছে তার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যায় ৷ সে যেন আবার তার বাবার কোলে ফেরত যেতে পারে ৷ শাহাবুদ্দিনের পায়খানা ও পস্রাবের রাস্তা তার নাভির দুপাশ দিয়ে বের করা হয়েছে ৷

আমরা মানবিক পুলিশ ইউনিট সিএমপি তার প্রথম অপারেশনে সাহায্যের হাত বাড়িয়ে ছিলাম তার ঔষধ ,রক্ত,পথ্য,ও রাতের খাবার আমরা বহন করতাম ৷ আমরা মানবিক পুলাশ ইউনিট তাদের এই ২য় অপারেশনেও সাথে ছিলাম ৷ রক্ত,ঔষধ,ও পথ্য দিয়ে ৷ অপারেশনের পর থেকে সে খুবই গরম লাগছে বলে কাঁদতেছে , তাই মার্কেট বন্ধ থাকার কারনে আগামিকাল আমার ব্যাক্তিগত টেবিল ফ্যানটি তার জন্য দিয়ে আসবো ৷

কেউ যদি অসহায় হতদরিদ্র বাসের হেলপার শাহবুদ্দিনের পাশে সহযোগিতার হাত বাড়াতে চান — শাহবুদ্দিনের মোবাইল নং -০১৮১২-৬২৭৪৪২ ওয়ার্ড-৩৬ শয্যা-৫ বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইউনিট ৷

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৷ তাদের থেকে জানতে পারি বাসমালিক সমিতি এবং মালিকপক্ষ তাকে মোট ৪০ হাজার টাকা সহায়তা দেয় ৷ এরপর আর কোন খবর রাখেনি ৷ অথচ তাদের আড়াই মাসে খরচ প্রায় লক্ষাধিক টাকার উপরে ৷

এজন্য আমার এই লিখা যদি কোন ড্রাইভার বা হেলপারের চোখে পড়ে আপনাদের প্রতি অনুরোধ সাধারন যাত্রির সাথে কখনো খারাপ ব্যাবহার করবেন না ৷ আপনার বিপদের সময় এই সাধারন জনগনই এগিয়ে আসবে ৷ বেশির ভাগ মালিকই এইরকম আপনাকে ফাঁকি দিবে ৷ (তবে সবাই না ) সামনে কিন্তু তার আরো একটি অস্ত্রপছার রয়েছে তখন হয়তো কেউ এগিয়ে আসবেন ৷

এভাবেই ছড়িয়ে পড়ুক মানবিকতা —

লেখকঃ শওকত এরশাদ,  টিমলীডার, মানবিক পুলিশ ইউনিট সিএমপি ৷

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ