অসহায় মানুষের পাশে একদল তরুণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অসহায় মানুষের পাশে একদল তরুণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৬, ২০২০ ১:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

অসহায় মানুষের পাশে একদল তরুণ

অনলাইন নিউজঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ জনে দাাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামটি, রসুলপুর, বৌবাজার, শাহীবাজার এলাকার অনেক শ্রমজীবি মানুষ। সরকারিভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। তারপরও বাইরে থেকে যাচ্ছেন অনেকে। তাদের খুঁজে বের করে সাহয্যের হাত বাড়িয়েছে পাগলা উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

যাদের কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী আবার কেউ বা সামাজিক সংগঠনের উদ্যোক্তা। সকলের সম্মিলিত উদ্যোগে নয়ামাটি এলাকার কর্মহীন শ্রমজীবী ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।

গত কয়েকদিন ধরে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা ঘুরে নিত্যদিন উপার্জন করে জীবন চালানো মানুষ, যাদের করোনার কারণে জীবন অচল হয়ে পড়েছে সেরকম পরিবারের তালিকা প্রস্তুত করে এ স্বেচ্ছাসেবী তরুণরা। তারপর সকলের সহযোগীতায় অর্থ সংগ্রহ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা।

খাদ্যসামগ্রী

সকল প্রস্তুতি সম্পন্ন শেষে রোববার (৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

জানা গেছে, ১১’ ব্যাচের শিক্ষার্থী স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুকের উদ্যোগে দরিদ্র পরিবারের পাশে দাড়ানোর জন্য সকলের সহযোগীতায় অর্থ সংগ্রহ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা।

এ প্রতিবেদককে ওমর ফারুকে বলেন, যে সংকট এখন চলছে, এটি থাকবে না। কিন্তু যে ক্ষতির সম্মুখিন আমরা হচ্ছি তা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দেখুন আমরা দুইদিন আগেও কল্পনা করতে পারিনি এমনটি হবে। এমন মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছে গরিব অসহায় মানুষরা। বিবেকের তাড়নায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি।

ওমর ফারুক

ওমর ফারুক

কিভাবে শুরুটা হলো জানতে চাইলে তিনি বলেন, কিছু একটা করব এমন ভাবনা থেকেই বন্ধুদের সাথে শেয়ার করা। তারপর এ পর্যন্ত চলে আসা। সবটাই হয়েছে সকল বন্ধুদের ইচ্ছা আর চেষ্টার উপর। তা না হলে এতো কিছু করা সম্ভব হতো না।

রাতে কেন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তরুণ এ ব্যবসায়ী বলেন, আমাদের প্রচারের কোনও ইচ্ছে নেই। তাছাড়া দিনের বেলায় দিলে অনেকে নিতে সংকোচবোধ করতে পারে তার জন্য রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।

সমন্বয়ের দায়িত্বে ছিলেন ১১’ ব্যাচের শিক্ষার্থী শ্রী পংকজ। যিনি বর্তমানে ধানমন্ডির একটি কন্টিনেন্টাল ফাইন ডাইন রেস্টুরেন্টে ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন। কথা হয় তার সাথে।

পংকজ জানান, এখন পর্যন্ত ৭০টি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এবং আগামীকাল আরও কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ১.৫ কেজি, তেল ১ লিটার এবং সাবান ১টা।

শ্রী পংকজ

শ্রী পংকজ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কতোটুকু পেরেছি তা সৃষ্টিকর্তাই ভালোই জানেন। তবে এমন সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাতেই আনন্দ পাচ্ছি।

দরিদ্রদের ছবি না তোলা ও নাম গোপন রাখার ব্যাপারে প্রশ্ন করলে পংকজ জানান, তাদের ছবি তুলে কি করব? ছবি তুললে বিষয়টা পাশে দাঁড়ানো হয় না। হয় প্রচার। যা সকল বন্ধুরাই শুরু থেকেই বলে আসছি। এ কারণে যতোটা পেরেছি তাদের নাম গোপন রাখার।

শুরু থেকেই শেষ পর্যন্ত সর্বাত্মক সহযোগীতায় ছিলেন সাজ্জাদ, ইকবাল, রবিন, রাসেল।

সূত্রঃ পূর্বপশ্চিমবিডি

দৈনিক বরিশাল ২৪

অসহায় মানুষের পাশে একদল তরুণ

সোমবার, এপ্রিল ৬, ২০২০ ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ জনে দাাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামটি, রসুলপুর, বৌবাজার, শাহীবাজার এলাকার অনেক শ্রমজীবি মানুষ। সরকারিভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। তারপরও বাইরে থেকে যাচ্ছেন অনেকে। তাদের খুঁজে বের করে সাহয্যের হাত বাড়িয়েছে পাগলা উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

যাদের কেউ ব্যবসায়ী, কেউ চাকুরিজীবী আবার কেউ বা সামাজিক সংগঠনের উদ্যোক্তা। সকলের সম্মিলিত উদ্যোগে নয়ামাটি এলাকার কর্মহীন শ্রমজীবী ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।

গত কয়েকদিন ধরে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা ঘুরে নিত্যদিন উপার্জন করে জীবন চালানো মানুষ, যাদের করোনার কারণে জীবন অচল হয়ে পড়েছে সেরকম পরিবারের তালিকা প্রস্তুত করে এ স্বেচ্ছাসেবী তরুণরা। তারপর সকলের সহযোগীতায় অর্থ সংগ্রহ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা।

খাদ্যসামগ্রী

সকল প্রস্তুতি সম্পন্ন শেষে রোববার (৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

জানা গেছে, ১১’ ব্যাচের শিক্ষার্থী স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুকের উদ্যোগে দরিদ্র পরিবারের পাশে দাড়ানোর জন্য সকলের সহযোগীতায় অর্থ সংগ্রহ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা।

এ প্রতিবেদককে ওমর ফারুকে বলেন, যে সংকট এখন চলছে, এটি থাকবে না। কিন্তু যে ক্ষতির সম্মুখিন আমরা হচ্ছি তা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দেখুন আমরা দুইদিন আগেও কল্পনা করতে পারিনি এমনটি হবে। এমন মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছে গরিব অসহায় মানুষরা। বিবেকের তাড়নায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি।

ওমর ফারুক

ওমর ফারুক

কিভাবে শুরুটা হলো জানতে চাইলে তিনি বলেন, কিছু একটা করব এমন ভাবনা থেকেই বন্ধুদের সাথে শেয়ার করা। তারপর এ পর্যন্ত চলে আসা। সবটাই হয়েছে সকল বন্ধুদের ইচ্ছা আর চেষ্টার উপর। তা না হলে এতো কিছু করা সম্ভব হতো না।

রাতে কেন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তরুণ এ ব্যবসায়ী বলেন, আমাদের প্রচারের কোনও ইচ্ছে নেই। তাছাড়া দিনের বেলায় দিলে অনেকে নিতে সংকোচবোধ করতে পারে তার জন্য রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।

সমন্বয়ের দায়িত্বে ছিলেন ১১’ ব্যাচের শিক্ষার্থী শ্রী পংকজ। যিনি বর্তমানে ধানমন্ডির একটি কন্টিনেন্টাল ফাইন ডাইন রেস্টুরেন্টে ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন। কথা হয় তার সাথে।

পংকজ জানান, এখন পর্যন্ত ৭০টি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এবং আগামীকাল আরও কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ১.৫ কেজি, তেল ১ লিটার এবং সাবান ১টা।

শ্রী পংকজ

শ্রী পংকজ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কতোটুকু পেরেছি তা সৃষ্টিকর্তাই ভালোই জানেন। তবে এমন সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাতেই আনন্দ পাচ্ছি।

দরিদ্রদের ছবি না তোলা ও নাম গোপন রাখার ব্যাপারে প্রশ্ন করলে পংকজ জানান, তাদের ছবি তুলে কি করব? ছবি তুললে বিষয়টা পাশে দাঁড়ানো হয় না। হয় প্রচার। যা সকল বন্ধুরাই শুরু থেকেই বলে আসছি। এ কারণে যতোটা পেরেছি তাদের নাম গোপন রাখার।

শুরু থেকেই শেষ পর্যন্ত সর্বাত্মক সহযোগীতায় ছিলেন সাজ্জাদ, ইকবাল, রবিন, রাসেল।

সূত্রঃ পূর্বপশ্চিমবিডি

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত