চট্টগ্রামে অসহায়দের পাশে তিন ভায়রা, ত্রাণ পেলো ১৫০ পরিবার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে অসহায়দের পাশে তিন ভায়রা, ত্রাণ পেলো ১৫০ পরিবার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে অসহায়দের পাশে তিন ভায়রা, ত্রাণ পেলো ১৫০ পরিবার

মনিরুজ্জামানঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে ১২৩ জন আক্রান্ত এবং ১২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও সারা দেশে করোনা উপসর্গ নিয়ে নানা বয়সের মানুষদের বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্যও এসেছে গণমাধ্যমে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরকে বিচ্ছিন্ন করে মানুষদের ঘরের বাইরে যেতে বারন করছে। এদিকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় কেউ প্রবেশ বা অন্যত্র যেতে পারবে না।

করোনাভাইরাসের এমন দূর্দশায় কর্মহীন হয়ে পড়েছেন চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিং, কলশী দিঘী, আকমল আলীরোডসহ বেশ কয়েকটি এলাকার অনেক শ্রমজীবি মানুষ। সরকারিভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। সিএমপির পক্ষ থেকেও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ চলছে। এছাড়াও সেচ্ছায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের খুঁজে খুঁজে বের করে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন নগরের হাসপাতাল গেট এলাকার আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্না, কাজীর গলি এলাকার জাহেদ আহমেদ টিপু ও ইপিজেড থানার নিউমুরিং এলাকার বড় মাঝি বাড়ির মো: শাখাওয়াত হোসেন নিশান। তারা সম্পর্কে তিন ভায়রা হন।

এরা তিন জনই বিভিন্ন দূর্যোগের সময় সামাজিক কাজে এগিয়ে আসেন। সম্প্রতি সময়ে মো: শাখাওয়াত হোসে নিশান উদ্যোগ নিলে এই তিন ভায়রা মিলে নিজ অর্থায়নে নিউমুরিং, কলশী দিঘী, মুন্সিপাড়াসহ বেশকয়েকটি এলাকার ১৫০ জন কর্মহীন শ্রমজীবী ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা। অনেক মধ্যবিত্ত যারা মুখে লজ্জায় বলতে পারছেন তাদের সমস্যার কথা, তাদেরকেও মোবাইলে কল দিয়ে নগদ অর্থ সহযোগীতা করছেন।

গত কয়েকদিন ধরে ইপিজেড থানার বিভিন্ন এলাকা ঘুরে নিত্যদিন উপার্জন করে জীবন চালানো মানুষ, যাদের করোনার কারণে জীবন অচল হয়ে পড়েছে সেরকম পরিবারের তালিকা প্রস্তুত করেন নিশান ও তার ঘনিষ্টজনরা। তারপর নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা। সকল প্রস্তুতি সম্পন্ন শেষে রোববার (৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

সেচ্ছায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসার বিষয়ে হালিশহর ব্লাড বাংক ( সামাজিক সংগঠন) এর সাধারন সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নিশান এ প্রতিবেদক-কে জানান, আমরা যারা সচ্ছল রয়েছি তাদের সবারই উচিত এই কঠিন সময়ে মানুষের পাশে এগিয়ে আসা। যে সংকট এখন চলছে, এটি থাকবে না। কিন্তু যে ক্ষতির সম্মুখিন আমরা হচ্ছি তা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এমন মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছে গরিব অসহায় মানুষরা। বিবেকের তাড়নায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি। যার যেরকম সামর্থ সেরকম সহযোগীতা করলে মানবতার জয় নিশ্চিত বলে মনে করেন এই তরুণ সমাজসেবক।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে অসহায়দের পাশে তিন ভায়রা, ত্রাণ পেলো ১৫০ পরিবার

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ০৭, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ

মনিরুজ্জামানঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে ১২৩ জন আক্রান্ত এবং ১২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও সারা দেশে করোনা উপসর্গ নিয়ে নানা বয়সের মানুষদের বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্যও এসেছে গণমাধ্যমে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরকে বিচ্ছিন্ন করে মানুষদের ঘরের বাইরে যেতে বারন করছে। এদিকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় কেউ প্রবেশ বা অন্যত্র যেতে পারবে না।

করোনাভাইরাসের এমন দূর্দশায় কর্মহীন হয়ে পড়েছেন চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিং, কলশী দিঘী, আকমল আলীরোডসহ বেশ কয়েকটি এলাকার অনেক শ্রমজীবি মানুষ। সরকারিভাবে সাহায্য করছে জেলা প্রশাসন। সিএমপির পক্ষ থেকেও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ চলছে। এছাড়াও সেচ্ছায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের খুঁজে খুঁজে বের করে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন নগরের হাসপাতাল গেট এলাকার আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন মুন্না, কাজীর গলি এলাকার জাহেদ আহমেদ টিপু ও ইপিজেড থানার নিউমুরিং এলাকার বড় মাঝি বাড়ির মো: শাখাওয়াত হোসেন নিশান। তারা সম্পর্কে তিন ভায়রা হন।

এরা তিন জনই বিভিন্ন দূর্যোগের সময় সামাজিক কাজে এগিয়ে আসেন। সম্প্রতি সময়ে মো: শাখাওয়াত হোসে নিশান উদ্যোগ নিলে এই তিন ভায়রা মিলে নিজ অর্থায়নে নিউমুরিং, কলশী দিঘী, মুন্সিপাড়াসহ বেশকয়েকটি এলাকার ১৫০ জন কর্মহীন শ্রমজীবী ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা। অনেক মধ্যবিত্ত যারা মুখে লজ্জায় বলতে পারছেন তাদের সমস্যার কথা, তাদেরকেও মোবাইলে কল দিয়ে নগদ অর্থ সহযোগীতা করছেন।

গত কয়েকদিন ধরে ইপিজেড থানার বিভিন্ন এলাকা ঘুরে নিত্যদিন উপার্জন করে জীবন চালানো মানুষ, যাদের করোনার কারণে জীবন অচল হয়ে পড়েছে সেরকম পরিবারের তালিকা প্রস্তুত করেন নিশান ও তার ঘনিষ্টজনরা। তারপর নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় এবং পরবর্তীতে তা প্যাকেটকরণ সম্পন্ন করে তারা। সকল প্রস্তুতি সম্পন্ন শেষে রোববার (৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

সেচ্ছায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসার বিষয়ে হালিশহর ব্লাড বাংক ( সামাজিক সংগঠন) এর সাধারন সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নিশান এ প্রতিবেদক-কে জানান, আমরা যারা সচ্ছল রয়েছি তাদের সবারই উচিত এই কঠিন সময়ে মানুষের পাশে এগিয়ে আসা। যে সংকট এখন চলছে, এটি থাকবে না। কিন্তু যে ক্ষতির সম্মুখিন আমরা হচ্ছি তা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এমন মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছে গরিব অসহায় মানুষরা। বিবেকের তাড়নায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করেছি। যার যেরকম সামর্থ সেরকম সহযোগীতা করলে মানবতার জয় নিশ্চিত বলে মনে করেন এই তরুণ সমাজসেবক।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ