আইনানুগ ও বৈধ কোন কর্মই ছোট নয়ঃ বিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, আইনানুগ ও বৈধ কোন কর্মই ছোট নয়; বরং অত্যন্ত গর্বের ও সম্মানের। আজ শনিবার ২৫ নভেম্বর বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে আরো বলেন, পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকদের মনে রাখতে হবে মোটরযান আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা অপ্রয়োজনে ওভারটেকিং করা যাবে না। নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে পরিবহন শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী সীমা খানম, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শাহজাহান, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ও বরিশাল ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চালক, শ্রমিক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।