ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার-পরিছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণহালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ডাষ্টাবন স্থাপন ও পরিছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ ইউছুফ সুমনেরে সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক গোলাম সরোয়ার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর , সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, মাহী রুবেল, রাসেদ পাটোয়ারী, নগরের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান হোসাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান, আবু সাদেক, ফারুক সহ থানা এবং ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর পূর্ব ও পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম।