কলকাতায় বরিশালের কামরুন্নাহার কলি পেলেন শ্রেষ্ঠ বাঙালী সম্মাননা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের ফুলকুড়িঁ শিশু নিকেতন এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কামরুন নাহার কলিকে শ্রেষ্ঠ বাঙালি সম্মাননা প্রদান করা হয়েছে। গতো ৮ জুন শনিবার কলকাতার কালিঘাটে সুজাতা সদন অডিটোরিয়ামে আমার আশা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ বাঙালি সম্মান ২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসারফ মোল্লার হাত থেকে শ্রেষ্ঠ বাঙালি সন্মান ২০২৪ পুরস্কার গ্রহন করেন তিনি।এসময় উপস্হিত ছিলেন, মঞ্জুর হোসের ঈসা,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি।
সম্মাননা গ্রহণ করার সময় কামরুন্নাহার কলি বলেন, এই অর্জন আমার নয়, এ অর্জন আমার সোনার বাংলার।
আমার জাতীয় পতাকা তুলে ধরেছি কলকাতার বুকে। সবাই গেয়েছেন আমাদের জাতীয় সংগীত। আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।