চাঁদপাশা হাইস্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপাশা হাইস্কুল ও কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগষ্ট বৃহস্পতিবার চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর হলরুমে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে সিনিয়র প্রভাষক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি সহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এবং বিদায় স্মৃতিচারণ করে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে লেখিত মানপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ বিতরণ করা হয়। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্য হতে একাধিক শিক্ষার্থী বিদায় মুহুর্তের আবেগঘন বক্তব্য পেশ করেন এবং একই সাথে বর্তমান দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বড়দের বিদায়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য পেশ করে ও তাদের জন্য শুভকামনা করে। পরীক্ষার্থীদের জন্য পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অদ্যকার অনুষ্ঠানের সমাপ্তি হয়।