‘‘টিউশুনি করেই চালিয়েছিলেন জীবন, সন্তান নিয়ে হারুনের ছিলো দারুন স্বপ্ন’’

সোহেল আহমেদঃ যুগে যুগে এমন কিছু মানুষের দেখা মেলে যাদের পদচারণা, কথা কাজ আর ভবিষ্যৎ চিন্তাভাবনায় থাকে অশাধারণ গুণাবলী। যে গুণাবলীর স্পর্শে একজন মানুষ তার ব্যক্তিগতো জীবনকে সততার আলোকে আলোকিত করতে সক্ষম। পাশা-পাশি সামাজিক জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়তে থাকে। বলছিলাম বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজকর খাঁন বাড়ির হারুন-অর রশিদ এর কথা। অভাব অনটন আর দারিদ্রতার কালো মেঘে নিমজ্জিত থাকা সত্বেও হাঁড়ভাঙা পরিশ্রম আর সততার সিড়ি বেয়ে রাজকরের এই হারুন কান ব্যক্তিগতো জীবনের সাফল্যের চূড়ায় পৌছে ছিলেন। বিস্তারিত আসছে…….