ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার মহানায়ক ড. গাজী সাইফুজ্জামান বরিশালে আসছেন
নিজস্ব প্রতিবেদক : সরকারি সফরে বরিশালে আসছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (বরিশালের সাবেক সফল জেলা প্রশাসক) গাজী মোঃ সাইফুজ্জামান। আগামী ৭-৮ জুন বরিশালে এসে যুব উন্নয়নের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন তিনি। গাজী মোঃ সাইফুজ্জামান বরিশাল ক্রাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়- আগামী ৭ জুন (শুক্রবার) বিকাল ৩ টায় ঢাকার নিজ বাসভবন থেকে বরিশাল জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোঃ সাইফুজ্জামান। রাত ৮ টায় বরিশাল উপস্থিতি হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাত্রিযাপন করবেন। ৮ জুন (শনিবার) সকাল ১০ টায় বরিশাল বিভাগের নির্বাচিত যুব সংগঠনের প্রতিনিধিদের মাঝে যুবকল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। বেলা ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল কর্তৃক আয়োজিত ঋণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন ও বাস্তবায়ন বিষয়ক বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণ করবেন গাজী মোঃ সাইফুজ্জামান। বেলা ১২ টায় KDA কর্তৃক দাখিলকৃত প্রকল্প প্রস্তাবের ওপর আলোচনায় যোগদান এবং KDA এর কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। বিকাল ৩ টায় বরিশালের সফল আত্মকর্মী ও উদ্যোক্তাদের খামার/প্রকল্প পরিদর্শন শেষে বিকাল ৫ টায় ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন গাজী মোঃ সাইফুজ্জামান।
উল্লেখ্য- গাজী মোঃ সাইফুজ্জামান তৎকালিন সময় বরিশাল জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তখনকার সময় ডিজিটাইলেজেশনে বরিশাল জেলাকে গোটা বাংলাদেশের রোল মডেলে পরিণত করেছিলেন তিনি। তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দিয়েছিলেন নাগরিক সেবা। প্রশাসন এবং জনগণের মধ্যে সৃষ্টি হয়েছিল আত্মিক সম্পর্ক। জনসেবা নাগরিকের দোরগাড়ায় নয় হাতের মুঠোয় পৌঁছে দিয়েছিলেন তিনি। এছাড়াও বরিশালের উন্নয়নে অকান্ত পরিশ্রম করেছিলেন তিনি। ফলে অল্প সময়ে বরিশালবাসীর হৃদয়ে স্থান করে নেন গাজী মোঃ সাইফুজ্জামান। যার প্রতিফলন দেখা গিয়েছিল তার বিদায় বেলায়। তার বিদায়ে অঝোড়ে কেদেছিল বরিশালের আপামর জনতা।