বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত
তাহমিনা আকতার:: বরিশালে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের স্লোগান ছিলো ‘প্রতিবন্ধিতা অর্ন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’। এ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, শাহ মোঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জনের কার্যালয়ের ডাঃ মুন্সী মুবিনুল হক, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাজ্জাদ পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ কে এম আক্তারুজ্জামানসহ প্রতিবন্ধীরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বর্ণাঢ্য র্য্য্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল। আলোচনা শেষে অতিথিরা প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিরা।












