বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। “শিক্ষক পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই স্লোগান নিয়ে আজ ৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল সুফল চন্দ্র গোলদার।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।