বাবুগঞ্জ উপজেলাকে সন্ত্রাসমুক্ত রাখতে ফারজানা ওহাবকে ভোট দেয়ার প্রত্যয়
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় নির্বাচন বর্তমান সরকার কোনো দলীয় নির্বাচন হিসেবে বিবেচিত করেনি। এই নির্বাচন স্থানীয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সেই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় ফারজানা ওহাব। বাবুগঞ্জ উপজেলাকে পেশিশক্তি ও সন্ত্রাসমুক্ত রাখতে ফারজানা ওহাবকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামস্থ সিএনএফ কর্মকর্তা- কর্মচারি সমবায় সমিতি ও স্মার্ট শিল্প অঞ্চল বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর সহ-সভাপতি, বাবুগঞ্জ উপজেলা সমিতির উপদেষ্টা মোঃ হারুন আল রশিদ।
২৫ মে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বসবাসরত বাবুগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় মোঃ হারুন আল রশিদ এর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমিতি-চট্টগ্রাম এর ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেদারপুর ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম ইপিজেডের পতেঙ্গা ফুট ওয়ার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মো: সালাহ উদ্দিন দুলাল প্রধান অতিথির বক্তব্যে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব এর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
এ সময় বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল কমিটির সহ-সম্পাদক, পতেঙ্গা ফুট ওয়ার লিমিটেডের প্রডাকশন ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম।