সমাজ সেবায় অবদান রাখায় মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পেলেন ইকবাল হোসেন তাপস
আনুষ্ঠানিক ভাবে সমাজ সেবায়-মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
আজ ২৮ এপ্রিল ২০২৩খ্রি: রোজঃ শুক্রবার, বিকাল ০৩:৩০ ঘটিকায়, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল কর্তৃক প্রাপ্ত “বরিশাল ফরএভার লিভিং সোসাইটি” চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস “সমাজ সেবায়-মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড” মনোনীত হওয়ায় বরিশাল সম্মিলিত নাগরিক সমাজের উদ্যেগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সাধারণ সম্পাদক, বাকশিস, বরিশাল বিভাগ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাছির উদ্দিন বাবুল, সভাপতি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাবেক সভাপতি, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল, সাবেক সভাপতি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, কবি ও লেখক। প্রফেসর শাহ্ সাজেদা, প্রকাশক, দৈনিক শাহানামা, রহিমা সুলতানা কাজল, পরিচালক, আভাস, বরিশাল, বিশ্বজিৎ ঘোষ, বিশু, সভাপতি হোটেল রেস্তোরা মালিক সমিতি, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এইচ এম মনিরুজ্জামান, উপদেষ্টা, বরিশাল সম্মিলিত নাগরিক সমাজ। সভা পরিচালনা করবেন শের-ই-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে বরিশাল নগরের সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবি, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী সহ বরিশালের সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।