'সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না' - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না' - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

‘সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না’

ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানঃ

তিনি যখন বাসে উঠে বসলেন ঘড়ির কাটায় তখন বেলা তিনটে। পরিষ্কার আকাশ, বাতাস নেই, চারপাশে তীব্র রোদের ঝলকানি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু হলো বাসটির আশেপাশে তখন ছোটবড় অনেক ধরনের যানবাহনের ছড়াছড়ি। যানজট না হলেও যাত্রাটিকে আরামদায়ক বলা যায় না।

যাত্রাপথের ধীরগতির মাঝেও তিনি বাসের জানালা দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করেন। ঢাকার বুকে কত ধরনের ভবন! নির্মিত আর নির্মাণাধীন চার তলা, পাঁচ তলা, দশ তলা দালানের পাশেই আধাপাকা টিনের ঘর। শহর ছেড়ে যেতে যেতেই তার মন ভালো হয়ে যায় রাস্তার নতুন রূপ দেখে। পাকা, মসৃন আর নতুন রাস্তার মান দেখে ভদ্রলোকের মনে অনেক আনন্দ জাগে। রাস্তার দুধারে উঁচুনিচু ভূমিতে যতদূর চোখ যায় বিভিন্ন হাউজিং এর কত শত সাইনবোর্ড! একদিন হয়তো এসব এলাকাতেও গড়ে উঠবে বিশাল বিশাল অট্টালিকা, তৈরি হবে নতুন শহর।

চলতে চলতে তিনি আধো ঘুমের মাঝে কখন যে মাওয়া হয়ে পদ্মাসেতুতে উঠে পড়েছেন তা বুঝতে পারেননি। বাসের জানালায় বাতাসের শনশন শব্দে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কি সুন্দর ভাবে পাড়ি দিচ্ছে পদ্মা নদী। মনে পড়ে তার এই নদীর ঘাটে যাওয়া সেই বিষাদময় ঘটনা।

সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না, প্রবল বাতাস ছিলো, দিনের আলোয় ছিলো ঘন মেঘের ছায়া। অসুস্থ মাকে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যখন তিনি ঘাটে উপস্থিত হয়েছিলেন তখন প্রকৃতিতে শুরু হয় চরম তাণ্ডব। চিকিৎসার জন্য পদ্মা পাড়ি দিয়ে মাকে ঢাকায় নিতেই হবে। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। অনেক আশা নিয়ে মায়ের হাত শক্ত করে ধরে ছিলেন তিনি। দিন গড়িয়ে সন্ধ্যা আসে, রাত নামে। অবশেষে ঝড় বন্ধ হয়ে যখন ফেরি চলার খবর আসে তখন তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। সেদিন থেকে, বিনা চিকিৎসায় চলে যাওয়া মায়ের মলিন মুখের বেদনাময় স্মৃতি নিয়েই কাটছে তার জীবন।

আজ এতদিন পর বাড়ি যাওয়া। ফেরিতে নয় বাসে, পদ্মাসেতুর উপর দিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে। আফসোস, আজ যদি মা বেঁচে থাকতেন!

(মানুষের ব্যস্ত জীবনের কথা ভেবে উপন্যাসের স্থানে ছোটগল্পের আবির্ভাব। মানুষের জীবনে ব্যস্ততা আরো বেড়েছে। তাই এই এক পাতার গল্প রচনার পরীক্ষামূলক প্রয়াস। গল্পের না-বলা কথাগুলো ভেবে নিতে পারেন পাঠক নিজেই।)

লেখকঃ ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।

দৈনিক বরিশাল ২৪

‘সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না’

রবিবার, মে ৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানঃ

তিনি যখন বাসে উঠে বসলেন ঘড়ির কাটায় তখন বেলা তিনটে। পরিষ্কার আকাশ, বাতাস নেই, চারপাশে তীব্র রোদের ঝলকানি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু হলো বাসটির আশেপাশে তখন ছোটবড় অনেক ধরনের যানবাহনের ছড়াছড়ি। যানজট না হলেও যাত্রাটিকে আরামদায়ক বলা যায় না।

যাত্রাপথের ধীরগতির মাঝেও তিনি বাসের জানালা দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করেন। ঢাকার বুকে কত ধরনের ভবন! নির্মিত আর নির্মাণাধীন চার তলা, পাঁচ তলা, দশ তলা দালানের পাশেই আধাপাকা টিনের ঘর। শহর ছেড়ে যেতে যেতেই তার মন ভালো হয়ে যায় রাস্তার নতুন রূপ দেখে। পাকা, মসৃন আর নতুন রাস্তার মান দেখে ভদ্রলোকের মনে অনেক আনন্দ জাগে। রাস্তার দুধারে উঁচুনিচু ভূমিতে যতদূর চোখ যায় বিভিন্ন হাউজিং এর কত শত সাইনবোর্ড! একদিন হয়তো এসব এলাকাতেও গড়ে উঠবে বিশাল বিশাল অট্টালিকা, তৈরি হবে নতুন শহর।

চলতে চলতে তিনি আধো ঘুমের মাঝে কখন যে মাওয়া হয়ে পদ্মাসেতুতে উঠে পড়েছেন তা বুঝতে পারেননি। বাসের জানালায় বাতাসের শনশন শব্দে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কি সুন্দর ভাবে পাড়ি দিচ্ছে পদ্মা নদী। মনে পড়ে তার এই নদীর ঘাটে যাওয়া সেই বিষাদময় ঘটনা।

সেদিনের আকাশ আজকের মত পরিষ্কার ছিলো না, প্রবল বাতাস ছিলো, দিনের আলোয় ছিলো ঘন মেঘের ছায়া। অসুস্থ মাকে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যখন তিনি ঘাটে উপস্থিত হয়েছিলেন তখন প্রকৃতিতে শুরু হয় চরম তাণ্ডব। চিকিৎসার জন্য পদ্মা পাড়ি দিয়ে মাকে ঢাকায় নিতেই হবে। কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। অনেক আশা নিয়ে মায়ের হাত শক্ত করে ধরে ছিলেন তিনি। দিন গড়িয়ে সন্ধ্যা আসে, রাত নামে। অবশেষে ঝড় বন্ধ হয়ে যখন ফেরি চলার খবর আসে তখন তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। সেদিন থেকে, বিনা চিকিৎসায় চলে যাওয়া মায়ের মলিন মুখের বেদনাময় স্মৃতি নিয়েই কাটছে তার জীবন।

আজ এতদিন পর বাড়ি যাওয়া। ফেরিতে নয় বাসে, পদ্মাসেতুর উপর দিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে। আফসোস, আজ যদি মা বেঁচে থাকতেন!

(মানুষের ব্যস্ত জীবনের কথা ভেবে উপন্যাসের স্থানে ছোটগল্পের আবির্ভাব। মানুষের জীবনে ব্যস্ততা আরো বেড়েছে। তাই এই এক পাতার গল্প রচনার পরীক্ষামূলক প্রয়াস। গল্পের না-বলা কথাগুলো ভেবে নিতে পারেন পাঠক নিজেই।)

লেখকঃ ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ