স্টার নিউজের বরিশাল প্রতিনিধির নিয়োগ পেলেন সাংবাদিক মেহেদী হাসান

সোহেল আহমেদঃ বরিশালের জনপ্রিয় তরুণ সাংবাদিক কবি সৈয়দ মেহেদী হাসান স্টার নিউজ এর বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। গতোকাল নিয়োগ পাওয়ার বিষয়টি সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান ফেসবুক পোষ্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। এর আগে তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে বেশ কয়েক বছর যাবত দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ মেহেদী হাসান বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনেও যুক্ত রয়েছেন।
তিনি বরিশাল থেকে প্রকাশিত বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় লেখনীর মাধ্যমে মিডিয়া অঙ্গনে প্রবেশ করেন। নিজের সততা আর প্রবল আত্মবিশ্বাস মেহেদী হাসানকে বরিশাল মিডিয়া অঙ্গনে একজন সাহসী নিরপেক্ষ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে ।