চরফ্যাশনে একটি খালে ১০ টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে একটি খালে ১০ টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০২০ ১১:১০ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে একটি খালে ১০ টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার!

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলা চরফ্যাশন উপজেলা দুলার হাট থানায় আহাম্মদ  পুর ইউনিয়ন ফরিদাবাদ ৯ নং ওয়ার্ডের কৃষক ও মেহনতি শ্রমজীবি ২০০ টি পরিবারের একমাত্র অবলন্বন তেঁতুলিয়া নদীর প্রবাহিত লন্বা খালটি। এখন প্রায় ১০টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার!
যে খালটির ঐতিহ্য পানির মোহনার উজানে ভেসে বেড়াতো পালতোলা নৌকা, বানভাসী পলিমাটি কাঁদায় প্রায় ১৫০ একর জমিতে ফলাতো ফসলী ধান ও রবিশষ্যের কৃষকের পরিবারের  মাতোয়ারায় গর্বে প্রান ভরে উঠত ধুলো পাড়াগঞ্জে।
এদিকে চিংড়ি, শোল,বোয়াল, ছোট মলামাছ গ্রাম্য ছেলে মেয়ে এবং বেহুন্দিজালের মাছ ধরার দৃশ্য বর্ননা দিতে গিয়ে এলাকার শাহে আলম মাঝি, আবুল বাশার,সবুজ মাঝির স্মৃতি চারনে ভেসে আসে কাব্যিক জসিম উদ্দিনের কবিতা ” আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর।
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর! আর এখন বানভাসী অঞ্চলে পরিনত হয়েছে। একে অপরের সাথে দ্বন্দ আর হুমকী ধামকিতে বাঁধ দেওয়া ও ভুক্তভোগী দু’টি গ্রুপে রক্তক্ষরনের আশন্কা রয়েছে।
প্রচুর বৃষ্টিপাতের ফলে এখানে প্রায় ২০০ টি পরিবার দুর্বিসহ জীবনলাভ করছেন।  এ অঞ্চলে খরা মৌসুমে রবিশস্য আর বর্ষাকালে বোরো ধানের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক।
স্বরজমিনে দেখা যায় অবাদী ও অনাবাদী, ফলফলাদি, কাঠও সবজি বাগানে বৃষ্টির পানিতে বাগ বাগিচা  তলিয়ে রয়েছে।
পানি জমে থাকায় পচাপানির দুর্গন্ধ মশা, মাছিতে নানান রোগ বালাইয়ের প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা রয়েছে।
ভুক্তভুগী মোঃ নুরনবী,নজরুল ইসলাম,আঃ বারেক,মোঃ মাইনুদ্দিন,মোঃ বাচ্চু মাঝি,ছালামত মোল্লা,সাহে আলম মাঝি,মোঃ রফিক হাং, মোঃ বাশার, মোঃ লাভলু,মোঃ জাকির,ইব্রাহীম, ভুট্টো মাঝি,সবুজ মাঝি ও মোঃ দুলাল সহ গ্রামের শ্রমজীবীদের দাবী অচিরেই তেঁতুলিয়ার এ লন্বা খালটির প্রায় ১০ টি বাঁধ খুলে না দিলে তাদের এ দুর্বিসহ জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। 
 মোঃ অলি পিং মোঃ মোস্তফা,মোঃ আমীর হোসেন পিং আঃ মোতালেব,ইউসুফ পিং হাকিম আলী,লালু হাং সহ আরো অনেকে এ খালের উপরে বাঁধ দেওয়ার ব্যাপারে মোঃ আলী বলেন সরিয়ে ফেলবো সকলে সরালে। কেই বলেন খালের দু’ পাশেই আমাদের জমি তাই  বাঁধ দিয়েছি,এখন সরিয়ে ফেলব।
তাছাড়া ভুক্তভুগিরা জানান কিছুদিন পুর্বে নির্বাহি  অফিসার কে অবগত করলে এলাকার চেয়ারম্যান কে সুরাহার দায়িত্ব প্রদান করেন।চেয়ারম্যান তিনদিনের মধ্য বাঁধ সরানোর নির্দেশ করেন।আজ (২৭ জুন) শনিবার তিনদিন শেষ। অথচ কর্ণপাত করছেন না জুলুমবাজ খাল দখলিয় ভুমি দস্যুরা।
এ ব্যপারে চরফ্যাশন উপজেলা ভুমি কমিশনার মোঃ শাহীন মাহমুদ বলেন অভিযোগ পেলেই ব্যবস্থা নিবো।
নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহনে চেয়ারম্যান কে নির্দেশ প্রদান করেছি।পরবর্তীতে আইনানুগব্যবস্থা নিবো।
উল্লেখ্য সরকার যখনি দুর্যোগ মোকাবেলায় পতিত জমির মালিকানায় ব্যবস্থা গ্রহনে উদ্যোগ নিয়েছেন ঠিক সেই মুহুর্তে প্রায় ১৫০ একর জমি পতিত কেন তার বিচার দাবি করেন সচেতন মহল।
দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে একটি খালে ১০ টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার!

শনিবার, জুন ২৭, ২০২০ ১১:১০ অপরাহ্ণ
এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলা চরফ্যাশন উপজেলা দুলার হাট থানায় আহাম্মদ  পুর ইউনিয়ন ফরিদাবাদ ৯ নং ওয়ার্ডের কৃষক ও মেহনতি শ্রমজীবি ২০০ টি পরিবারের একমাত্র অবলন্বন তেঁতুলিয়া নদীর প্রবাহিত লন্বা খালটি। এখন প্রায় ১০টি বাঁধের কারনে বলির পাঠা ২০০ পরিবার!
যে খালটির ঐতিহ্য পানির মোহনার উজানে ভেসে বেড়াতো পালতোলা নৌকা, বানভাসী পলিমাটি কাঁদায় প্রায় ১৫০ একর জমিতে ফলাতো ফসলী ধান ও রবিশষ্যের কৃষকের পরিবারের  মাতোয়ারায় গর্বে প্রান ভরে উঠত ধুলো পাড়াগঞ্জে।
এদিকে চিংড়ি, শোল,বোয়াল, ছোট মলামাছ গ্রাম্য ছেলে মেয়ে এবং বেহুন্দিজালের মাছ ধরার দৃশ্য বর্ননা দিতে গিয়ে এলাকার শাহে আলম মাঝি, আবুল বাশার,সবুজ মাঝির স্মৃতি চারনে ভেসে আসে কাব্যিক জসিম উদ্দিনের কবিতা ” আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর।
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর! আর এখন বানভাসী অঞ্চলে পরিনত হয়েছে। একে অপরের সাথে দ্বন্দ আর হুমকী ধামকিতে বাঁধ দেওয়া ও ভুক্তভোগী দু’টি গ্রুপে রক্তক্ষরনের আশন্কা রয়েছে।
প্রচুর বৃষ্টিপাতের ফলে এখানে প্রায় ২০০ টি পরিবার দুর্বিসহ জীবনলাভ করছেন।  এ অঞ্চলে খরা মৌসুমে রবিশস্য আর বর্ষাকালে বোরো ধানের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক।
স্বরজমিনে দেখা যায় অবাদী ও অনাবাদী, ফলফলাদি, কাঠও সবজি বাগানে বৃষ্টির পানিতে বাগ বাগিচা  তলিয়ে রয়েছে।
পানি জমে থাকায় পচাপানির দুর্গন্ধ মশা, মাছিতে নানান রোগ বালাইয়ের প্রাদুর্ভাব ঘটার সম্ভাবনা রয়েছে।
ভুক্তভুগী মোঃ নুরনবী,নজরুল ইসলাম,আঃ বারেক,মোঃ মাইনুদ্দিন,মোঃ বাচ্চু মাঝি,ছালামত মোল্লা,সাহে আলম মাঝি,মোঃ রফিক হাং, মোঃ বাশার, মোঃ লাভলু,মোঃ জাকির,ইব্রাহীম, ভুট্টো মাঝি,সবুজ মাঝি ও মোঃ দুলাল সহ গ্রামের শ্রমজীবীদের দাবী অচিরেই তেঁতুলিয়ার এ লন্বা খালটির প্রায় ১০ টি বাঁধ খুলে না দিলে তাদের এ দুর্বিসহ জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। 
 মোঃ অলি পিং মোঃ মোস্তফা,মোঃ আমীর হোসেন পিং আঃ মোতালেব,ইউসুফ পিং হাকিম আলী,লালু হাং সহ আরো অনেকে এ খালের উপরে বাঁধ দেওয়ার ব্যাপারে মোঃ আলী বলেন সরিয়ে ফেলবো সকলে সরালে। কেই বলেন খালের দু’ পাশেই আমাদের জমি তাই  বাঁধ দিয়েছি,এখন সরিয়ে ফেলব।
তাছাড়া ভুক্তভুগিরা জানান কিছুদিন পুর্বে নির্বাহি  অফিসার কে অবগত করলে এলাকার চেয়ারম্যান কে সুরাহার দায়িত্ব প্রদান করেন।চেয়ারম্যান তিনদিনের মধ্য বাঁধ সরানোর নির্দেশ করেন।আজ (২৭ জুন) শনিবার তিনদিন শেষ। অথচ কর্ণপাত করছেন না জুলুমবাজ খাল দখলিয় ভুমি দস্যুরা।
এ ব্যপারে চরফ্যাশন উপজেলা ভুমি কমিশনার মোঃ শাহীন মাহমুদ বলেন অভিযোগ পেলেই ব্যবস্থা নিবো।
নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহনে চেয়ারম্যান কে নির্দেশ প্রদান করেছি।পরবর্তীতে আইনানুগব্যবস্থা নিবো।
উল্লেখ্য সরকার যখনি দুর্যোগ মোকাবেলায় পতিত জমির মালিকানায় ব্যবস্থা গ্রহনে উদ্যোগ নিয়েছেন ঠিক সেই মুহুর্তে প্রায় ১৫০ একর জমি পতিত কেন তার বিচার দাবি করেন সচেতন মহল।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত