বরিশালে ক্ষত-বিক্ষত রাস্তার কারনে উন্নয়নের আলো অন্ধকারে পরিনত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ক্ষত-বিক্ষত রাস্তার কারনে উন্নয়নের আলো অন্ধকারে পরিনত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ক্ষত-বিক্ষত রাস্তার কারনে উন্নয়নের আলো অন্ধকারে পরিনত হচ্ছে

বিশেষ প্রতিনিধি: উন্নয়নের মহা সড়কে আজ দাঁড়িয়েছে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। তার সেবি কথার ধারাবাহিকতায় গ্রামকে শহুরের ন্যায় সাজানো হয়েছে। অজপাড়া গায়ের পথে পথে স্থাপন করা হয়েছে সোলার সিষ্টেম স্ট্রিট ল্যাম্প পোষ্ট (সড়ক বাতি)। ফলে আলোকিত আজ গ্রামবাংলা।

সাধারণ মানুষ গ্রামে বসেই পাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা। ইন্টারনেট সংযোগ সহ ডিজিটালের আওতায় এসে প্রত্যন্তণাঞ্চলের কৃষকসহ সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষের অবয়বে ফুটেছে হাসি। এ উন্নয়নের বাহিরে নেই বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাও এর ব্যতিক্রম নয়।

এখানেও ইতোমধ্যেই অধিকাংশ গ্রামকেই শহুরের ন্যায় করে গড়ে তোলা হয়েছে। তবে এই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তার অবস্থা এমন বেহাল যার জন্য আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ণ উন্নয়ননের আলোকে অন্ধকারে নিয়ে এসে প্রশ্নবিদ্ধ করছে বলে সচেতন মহল মনে করছেন।

উপজেলার চরম বেহাল অবস্থা সড়কের ছবিটি ধারালিয়া গ্রামের। রাস্তাটির পিচ উঠে গেছে অনেক আগেই। ইটের খোয়া মাটির সাথে মিশে একাকার হয়ে এখন কাঁদার রাস্তায় পরিণত হয়েছে।

ফলে সাধারণ মানুষ ও হালকা যানবাহন চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়াও এই ইউনিয়নের পশ্চিম মহিষাপোতা থেকে খেজুরবাড়ি,পূর্ব মহিষাপোতা থেকে আহম্মদাবাদ বেতাল,ধারালিয়া,বাসার ও গোয়াইলবাড়ির রাস্তার অবস্থা অন্তত্য নাজুক।

মহিষাপোতা গ্রাামের ফকিরবাড়ি জামে মসজিদের দক্ষিণপাশের রাস্তা যেটি পৌর আবাসনের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে ওই রাস্তাটির মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশির ভাগ অংশেরই পিচ উঠে গেছে। মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ হতে প্রায় কোয়াটার কিলোমিটার রাস্তার এমন অবস্থা যেখানে গেলেই শিউরে উঠতে হয়।

এছাড়াও এই ইউনিয়নের আরও বেশ কয়েকটি গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট গ্রামের সাধারণ মানুষ এই অবস্থা থেকে উত্তরণের জন্য দাবী জানান।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ক্ষত-বিক্ষত রাস্তার কারনে উন্নয়নের আলো অন্ধকারে পরিনত হচ্ছে

বুধবার, জুলাই ৮, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: উন্নয়নের মহা সড়কে আজ দাঁড়িয়েছে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর। তার সেবি কথার ধারাবাহিকতায় গ্রামকে শহুরের ন্যায় সাজানো হয়েছে। অজপাড়া গায়ের পথে পথে স্থাপন করা হয়েছে সোলার সিষ্টেম স্ট্রিট ল্যাম্প পোষ্ট (সড়ক বাতি)। ফলে আলোকিত আজ গ্রামবাংলা।

সাধারণ মানুষ গ্রামে বসেই পাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা। ইন্টারনেট সংযোগ সহ ডিজিটালের আওতায় এসে প্রত্যন্তণাঞ্চলের কৃষকসহ সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষের অবয়বে ফুটেছে হাসি। এ উন্নয়নের বাহিরে নেই বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাও এর ব্যতিক্রম নয়।

এখানেও ইতোমধ্যেই অধিকাংশ গ্রামকেই শহুরের ন্যায় করে গড়ে তোলা হয়েছে। তবে এই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তার অবস্থা এমন বেহাল যার জন্য আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ণ উন্নয়ননের আলোকে অন্ধকারে নিয়ে এসে প্রশ্নবিদ্ধ করছে বলে সচেতন মহল মনে করছেন।

উপজেলার চরম বেহাল অবস্থা সড়কের ছবিটি ধারালিয়া গ্রামের। রাস্তাটির পিচ উঠে গেছে অনেক আগেই। ইটের খোয়া মাটির সাথে মিশে একাকার হয়ে এখন কাঁদার রাস্তায় পরিণত হয়েছে।

ফলে সাধারণ মানুষ ও হালকা যানবাহন চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়াও এই ইউনিয়নের পশ্চিম মহিষাপোতা থেকে খেজুরবাড়ি,পূর্ব মহিষাপোতা থেকে আহম্মদাবাদ বেতাল,ধারালিয়া,বাসার ও গোয়াইলবাড়ির রাস্তার অবস্থা অন্তত্য নাজুক।

মহিষাপোতা গ্রাামের ফকিরবাড়ি জামে মসজিদের দক্ষিণপাশের রাস্তা যেটি পৌর আবাসনের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে ওই রাস্তাটির মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশির ভাগ অংশেরই পিচ উঠে গেছে। মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ হতে প্রায় কোয়াটার কিলোমিটার রাস্তার এমন অবস্থা যেখানে গেলেই শিউরে উঠতে হয়।

এছাড়াও এই ইউনিয়নের আরও বেশ কয়েকটি গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট গ্রামের সাধারণ মানুষ এই অবস্থা থেকে উত্তরণের জন্য দাবী জানান।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত