ভোলা চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ ভোলা চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

 ভোলা চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্য

এ,কে এম গিয়াসউদ্দিন(ভোলা)ঃ ভোলার চরফ্যাশনে বিষাক্ত সাপের  কামড়ে চরফ্যাশন পৌরসভায় গৃহবধূর মৃত্যর খবর পাওয়া গিয়াছে। সুত্র জানায় (৮ জুলাই) বুধবার চরফ্যাশন উপজেলার পৌরসভা তনং ওয়ার্ডের জামিলি কুমার দাস বাড়িতে এ ঘটনা ঘটে।ঐ গৃহবধু প্রেয়সী দাস (৩৮) চরফ্যাশন বাজারের ব্যবসায়ী সুভাষ দাসের স্ত্রী
মৃত প্রেয়সির স্বামী সুভাষ দাস জানান, তার স্ত্রী  বাসায় বিকাল ৪টার দিকে পুরনো সেলফ থেকে কাগজপত্র নামাতে গেলে  প্রেয়সি দাসকে সাপে কামড় দেয় ৷
প্রথমে সাপের কামড় সন্দেহ হয়নি ৷  পরে বমি করতে দেখে ক্ষতস্থানের পাশে শক্ত করে বেঁধে  স্হানীয়ভাবে  ওজা খনকার, কাটাছেঁড়া বা ঝাড়ফুঁক দেওয়া হয় ৷
এরপরে ঐ স্হানে তল্লাসী করলে একটি পেচানো সাপ দেখতে পাই। তারা রাতে সাপটি ধৃতকরে মেরে ফেলে।
পরে প্রেয়সির অবস্হা ক্রমে অবনতি হলে রাতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিসিন প্রয়োগে অবস্থার উন্নতি না হলে, হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগেই সে মারা যায়।
রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক প্রেয়সিকে মৃত ঘোষণা করেন ৷তাদের পরিবারের দাবি হাসপাতালে সাপের কোন ভেকসিন নেই।অন্য ঔষধ প্রয়োগ করা হয়েছে।
চরফ্যাসন হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহাবুব কবির বলেন, দেশের অধিকাংশ মানুষ সাপের কামড় এর লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে ধারণা নেই, তাই সাপ না দেখে বিশ্বাস করতে পারেনা ৷ কেউ কেউ বুঝলেও সাধারনত কামড়ের স্থানের পাশে শক্ত করে কাপড় বা ফিতা দিয়ে বেঁধে রাখেন, চুষে বা কেটে বিষ বের করে আনার চেষ্টা, ঝাড়ফুঁক, তাবিজ, পানি পড়া ইত্যাদি করে বিষ নামানোর চেষ্টা করে যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসায় নিষেধ ৷
এসকল বিষয় পরিহার করে সাপে কামড় দিলে দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে ৷সময়মত তারা রোগিকে হাসপাতালে নিয়ে আসলে তারা তাকে বাচাঁতে  চেস্টা করতে পারতেন।
উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে এধরনের অ্যান্টিভেনম সরবরাহ নেই বললেই চলে ৷
দৈনিক বরিশাল ২৪

 ভোলা চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্য

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
এ,কে এম গিয়াসউদ্দিন(ভোলা)ঃ ভোলার চরফ্যাশনে বিষাক্ত সাপের  কামড়ে চরফ্যাশন পৌরসভায় গৃহবধূর মৃত্যর খবর পাওয়া গিয়াছে। সুত্র জানায় (৮ জুলাই) বুধবার চরফ্যাশন উপজেলার পৌরসভা তনং ওয়ার্ডের জামিলি কুমার দাস বাড়িতে এ ঘটনা ঘটে।ঐ গৃহবধু প্রেয়সী দাস (৩৮) চরফ্যাশন বাজারের ব্যবসায়ী সুভাষ দাসের স্ত্রী
মৃত প্রেয়সির স্বামী সুভাষ দাস জানান, তার স্ত্রী  বাসায় বিকাল ৪টার দিকে পুরনো সেলফ থেকে কাগজপত্র নামাতে গেলে  প্রেয়সি দাসকে সাপে কামড় দেয় ৷
প্রথমে সাপের কামড় সন্দেহ হয়নি ৷  পরে বমি করতে দেখে ক্ষতস্থানের পাশে শক্ত করে বেঁধে  স্হানীয়ভাবে  ওজা খনকার, কাটাছেঁড়া বা ঝাড়ফুঁক দেওয়া হয় ৷
এরপরে ঐ স্হানে তল্লাসী করলে একটি পেচানো সাপ দেখতে পাই। তারা রাতে সাপটি ধৃতকরে মেরে ফেলে।
পরে প্রেয়সির অবস্হা ক্রমে অবনতি হলে রাতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিসিন প্রয়োগে অবস্থার উন্নতি না হলে, হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগেই সে মারা যায়।
রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক প্রেয়সিকে মৃত ঘোষণা করেন ৷তাদের পরিবারের দাবি হাসপাতালে সাপের কোন ভেকসিন নেই।অন্য ঔষধ প্রয়োগ করা হয়েছে।
চরফ্যাসন হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহাবুব কবির বলেন, দেশের অধিকাংশ মানুষ সাপের কামড় এর লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে ধারণা নেই, তাই সাপ না দেখে বিশ্বাস করতে পারেনা ৷ কেউ কেউ বুঝলেও সাধারনত কামড়ের স্থানের পাশে শক্ত করে কাপড় বা ফিতা দিয়ে বেঁধে রাখেন, চুষে বা কেটে বিষ বের করে আনার চেষ্টা, ঝাড়ফুঁক, তাবিজ, পানি পড়া ইত্যাদি করে বিষ নামানোর চেষ্টা করে যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত চিকিৎসায় নিষেধ ৷
এসকল বিষয় পরিহার করে সাপে কামড় দিলে দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে ৷সময়মত তারা রোগিকে হাসপাতালে নিয়ে আসলে তারা তাকে বাচাঁতে  চেস্টা করতে পারতেন।
উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে এধরনের অ্যান্টিভেনম সরবরাহ নেই বললেই চলে ৷
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত