নিরপেক্ষ তদন্ত চাইলেন লালমোহনের অসহায় জেলে সুমন বিশ্বাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিরপেক্ষ তদন্ত চাইলেন লালমোহনের অসহায় জেলে সুমন বিশ্বাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৫, ২০২০ ৯:২০ অপরাহ্ণ
A- A A+ Print

নিরপেক্ষ তদন্ত চাইলেন লালমোহনের অসহায় জেলে সুমন বিশ্বাস

জেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ভিজিএফের চাল মজুদ করা মামলায় নিরপেক্ষ তদন্ত চাইলেন সুমন বিশ্বাষ। চলতি বছরের ৮ এপ্রিল বদরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিকটে ভিজিএফের চাল উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।
১১ এপ্রিল চারজনকে বিবাদী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়, মামলা নং-১১। মামলার ১নং আসামি সুমন বিশ্বাষ সাংবাদিকদের নিকট ঘটনার বর্ননা তুলে ধরে  নিজেকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ দাবি করেন।
তিনি বলেন আমি অতি দরিদ্র একজন কার্ডধারী জেলে, আমার কার্ড নং ১০০৯৫৪০০১৬০০২৩১৯ আমার স্ত্রী ভিজিএফের সুবিধাভোগী যার কার্ড নং-১৩৮, রায়রাবাদ,টিটিয়া,বদরপুর ইউনিয়ন।
আমি ও আমার স্ত্রীর কার্ডের চাল নিয়মিত উত্তোলন করি। আমার স্ত্রীর দু’ ভাই ছিদ্দিক যার জেলে কার্ড নং ১০০৯৫৪০০১৬০০২৩১৯ ও জামাল যার জেলে কার্ড নং ১০০৯৫৪০০১৬০০০৫২২ দেবীরচর, বদরপুর ইউনিয়ন।
আমার স্ত্রীর দু’ ভাইয়ের ঘর মেরামত করায় তাদের উত্তোলনকৃত চালের বস্তা আমার বাসায় সংরক্ষণ করে। আমার ও স্ত্রীসহ তাঁর দু’ভাইয়ের মোট ৯ বস্তা ৩১৫ কেজি ও আমাদের ক্রয়কৃত চালসহ  গত ৮ এপ্রিল পুলিশ  উদ্ধার করে নিয়ে যায়।
আমরা প্রকৃত ঘটনা বলা সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি। আমাকে ১ নং আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমি একজন দরিদ্র জেলে, নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করি। আমি না-কি কালোবাজারির উদ্দেশ্য চাল মজুদ করেছি,
এদিকে সুমন বিশ্বাষের স্ত্রীর দু’ভাই তাদের উত্তোলনকৃত জেলে কার্ডের চাল সুমন বিশ্বাষের বাসায় সংরক্ষণ করে রেখেছেন বলে সত্যতা স্বীকার করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার ২ নং বিবাদী রফিকুল ইসলামের বাসায় ১২০ কেজি চাল পাওয়া গেছে, ৩ নং বিবাদী ইউপি সদস্য ওমর ফারুক ও ৪ নং বিবাদী ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার উল্লেখিত আসামীদের সঙ্গে পরস্পর যোগসাজসে কালোবাজারির জন্য  অসৎ উদ্দেশ্য চাল মজুদ করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান, সুমন বিশ্বাষ কালোবাজারির উদ্দেশ্য যদি চাল মজুদ করে থাকে, তাহলে সকল আসামির বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কালোবাজারির উদ্দেশ্য কেন শুধু সুমন বিশ্বাষকে ফাসানো হবে।একটি প্রভাবশালী মহল শুধু সুমন বিশ্বাষকে রেখে অন্যান্য আসামিদের বাদ দিয়ে মামলার চার্জশিট দেওয়ার পাঁয়তারা করছে বলে জানা গেছে।
মামলার বাদী লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার সূত্রে খবর পেয়ে  আমি ঘটনাস্থলে যাই ও মজুদকৃত চাল উদ্ধার করি, এখন মজুদকৃত চাল কীভাবে বাসায় সংরক্ষণ করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে আইনগত  ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার ১ নং স্বাক্ষী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস বলেন, সরকারি চাল  মজুদ করা, ক্রয় করা আইনত দন্ডনীয় “এখন নিজের প্রাপ্য উত্তোলনকৃত চালের বেশি যদি কারও বাসায় পাওয়া যায় সে চাল কিভাবে বাসায়  রাখা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বশির আহমেদ বলেন, মামলার তদন্ত চলমান, আমি উদ্বর্তন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
দৈনিক বরিশাল ২৪

নিরপেক্ষ তদন্ত চাইলেন লালমোহনের অসহায় জেলে সুমন বিশ্বাস

শনিবার, জুলাই ২৫, ২০২০ ৯:২০ অপরাহ্ণ
জেলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ভিজিএফের চাল মজুদ করা মামলায় নিরপেক্ষ তদন্ত চাইলেন সুমন বিশ্বাষ। চলতি বছরের ৮ এপ্রিল বদরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিকটে ভিজিএফের চাল উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।
১১ এপ্রিল চারজনকে বিবাদী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়, মামলা নং-১১। মামলার ১নং আসামি সুমন বিশ্বাষ সাংবাদিকদের নিকট ঘটনার বর্ননা তুলে ধরে  নিজেকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ দাবি করেন।
তিনি বলেন আমি অতি দরিদ্র একজন কার্ডধারী জেলে, আমার কার্ড নং ১০০৯৫৪০০১৬০০২৩১৯ আমার স্ত্রী ভিজিএফের সুবিধাভোগী যার কার্ড নং-১৩৮, রায়রাবাদ,টিটিয়া,বদরপুর ইউনিয়ন।
আমি ও আমার স্ত্রীর কার্ডের চাল নিয়মিত উত্তোলন করি। আমার স্ত্রীর দু’ ভাই ছিদ্দিক যার জেলে কার্ড নং ১০০৯৫৪০০১৬০০২৩১৯ ও জামাল যার জেলে কার্ড নং ১০০৯৫৪০০১৬০০০৫২২ দেবীরচর, বদরপুর ইউনিয়ন।
আমার স্ত্রীর দু’ ভাইয়ের ঘর মেরামত করায় তাদের উত্তোলনকৃত চালের বস্তা আমার বাসায় সংরক্ষণ করে। আমার ও স্ত্রীসহ তাঁর দু’ভাইয়ের মোট ৯ বস্তা ৩১৫ কেজি ও আমাদের ক্রয়কৃত চালসহ  গত ৮ এপ্রিল পুলিশ  উদ্ধার করে নিয়ে যায়।
আমরা প্রকৃত ঘটনা বলা সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি। আমাকে ১ নং আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমি একজন দরিদ্র জেলে, নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করি। আমি না-কি কালোবাজারির উদ্দেশ্য চাল মজুদ করেছি,
এদিকে সুমন বিশ্বাষের স্ত্রীর দু’ভাই তাদের উত্তোলনকৃত জেলে কার্ডের চাল সুমন বিশ্বাষের বাসায় সংরক্ষণ করে রেখেছেন বলে সত্যতা স্বীকার করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার ২ নং বিবাদী রফিকুল ইসলামের বাসায় ১২০ কেজি চাল পাওয়া গেছে, ৩ নং বিবাদী ইউপি সদস্য ওমর ফারুক ও ৪ নং বিবাদী ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার উল্লেখিত আসামীদের সঙ্গে পরস্পর যোগসাজসে কালোবাজারির জন্য  অসৎ উদ্দেশ্য চাল মজুদ করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান, সুমন বিশ্বাষ কালোবাজারির উদ্দেশ্য যদি চাল মজুদ করে থাকে, তাহলে সকল আসামির বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কালোবাজারির উদ্দেশ্য কেন শুধু সুমন বিশ্বাষকে ফাসানো হবে।একটি প্রভাবশালী মহল শুধু সুমন বিশ্বাষকে রেখে অন্যান্য আসামিদের বাদ দিয়ে মামলার চার্জশিট দেওয়ার পাঁয়তারা করছে বলে জানা গেছে।
মামলার বাদী লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার সূত্রে খবর পেয়ে  আমি ঘটনাস্থলে যাই ও মজুদকৃত চাল উদ্ধার করি, এখন মজুদকৃত চাল কীভাবে বাসায় সংরক্ষণ করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে আইনগত  ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার ১ নং স্বাক্ষী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস বলেন, সরকারি চাল  মজুদ করা, ক্রয় করা আইনত দন্ডনীয় “এখন নিজের প্রাপ্য উত্তোলনকৃত চালের বেশি যদি কারও বাসায় পাওয়া যায় সে চাল কিভাবে বাসায়  রাখা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বশির আহমেদ বলেন, মামলার তদন্ত চলমান, আমি উদ্বর্তন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ