ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০২০ ২:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব

অনলাইন নিউজ: শান মাসুদের ‘শানদার’ সেঞ্চুরির পর ইয়াসির শাহের লেগ স্পিনে কুপোকাত হয়েছে ইংলিশরা। আর এই টেস্টের দ্বিতীয় দিনে একাদশে জায়গা না পাওয়া সাবেক পাক অধিনায়ক সরফরাজের এক কাণ্ডে ক্ষেপেছেন দলটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এদিন শাদাব খানের জন্য মাঠে পানি নিয়ে যান সরফরাজ। এর সঙ্গে শাদাবের জুতা নিয়ে যাওয়ার কাজটিও করেন তিনি।

বিষয়টিকে দৃষ্টিকটু লেগেছে শোয়েব আখতারের।

শোয়েবের মতে, যেই সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান তার সঙ্গে এমন আচরণ একেবারেই বেমানান।

চারট বছর জাতীয় দলের নেতৃত্ব দানকারীকে দিয়ে জুতা-পানি টানানোর কাজ না করানোরই উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার।

বিষয়টিতে টিম ম্যানেজম্যান্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এ বিষয়ে শোয়েব আখতার বলেন, ‌‌‘এটি দেখে আমার ভালো লাগেনি। করাচি থেকে উঠে আসা একটি ছেলের জন্য যদি এমন দৃষ্টান্ত তৈরি করেন, তবে সেটা সঠিক হয় না। যে খেলোয়াড়টা পাকিস্তানকে চারটি বছর নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে, তার সঙ্গে আপনি এমন করতে পারেন না।’

শোয়েবের ভাষ্য, ‘ হোক সরফরাজ দ্বাদশ খেলোয়াড়। তাই বলে দলের সাবেক অধিনায়ককে দিয়ে জুতা টানালেন! যদি সে নিজে থেকেও এটা করতে চায়, আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনও আমার জন্য জুতা বয়ে আনেননি।’

এরপর ক্ষোভের কিছুটা উগড়ে দিয়েছেন সরফরাজের ওপরেও।

সরফরাজের সমালোচনায় শোয়েব বলেন, এই ঘটনা প্রমাণ করছে, সরফরাজ কতটা নিরীহ এবং দুর্বল মানুষ। এজন্যই মিকি আর্থার সবসময় তার ওপর ছড়ি ঘুরাতেন। সাবেক একজন অধিনায়ক এটা করতে পারে না।

শোয়েবের এমন সব মন্তব্য কানে তুলেনি পাকিস্তানের কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ উল হক। বিষয়টিকে নেতিবাচক হিসাবে দেখতে রাজি নন তিনি।

তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর

দৈনিক বরিশাল ২৪

ওয়াসিম আকরাম কখনও আমার জুতা টানেননি: শোয়েব

শনিবার, আগস্ট ৮, ২০২০ ২:৩০ অপরাহ্ণ

অনলাইন নিউজ: শান মাসুদের ‘শানদার’ সেঞ্চুরির পর ইয়াসির শাহের লেগ স্পিনে কুপোকাত হয়েছে ইংলিশরা। আর এই টেস্টের দ্বিতীয় দিনে একাদশে জায়গা না পাওয়া সাবেক পাক অধিনায়ক সরফরাজের এক কাণ্ডে ক্ষেপেছেন দলটির সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এদিন শাদাব খানের জন্য মাঠে পানি নিয়ে যান সরফরাজ। এর সঙ্গে শাদাবের জুতা নিয়ে যাওয়ার কাজটিও করেন তিনি।

বিষয়টিকে দৃষ্টিকটু লেগেছে শোয়েব আখতারের।

শোয়েবের মতে, যেই সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান তার সঙ্গে এমন আচরণ একেবারেই বেমানান।

চারট বছর জাতীয় দলের নেতৃত্ব দানকারীকে দিয়ে জুতা-পানি টানানোর কাজ না করানোরই উচিত ছিল বলে মনে করেন শোয়েব আখতার।

বিষয়টিতে টিম ম্যানেজম্যান্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এ বিষয়ে শোয়েব আখতার বলেন, ‌‌‘এটি দেখে আমার ভালো লাগেনি। করাচি থেকে উঠে আসা একটি ছেলের জন্য যদি এমন দৃষ্টান্ত তৈরি করেন, তবে সেটা সঠিক হয় না। যে খেলোয়াড়টা পাকিস্তানকে চারটি বছর নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছে, তার সঙ্গে আপনি এমন করতে পারেন না।’

শোয়েবের ভাষ্য, ‘ হোক সরফরাজ দ্বাদশ খেলোয়াড়। তাই বলে দলের সাবেক অধিনায়ককে দিয়ে জুতা টানালেন! যদি সে নিজে থেকেও এটা করতে চায়, আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনও আমার জন্য জুতা বয়ে আনেননি।’

এরপর ক্ষোভের কিছুটা উগড়ে দিয়েছেন সরফরাজের ওপরেও।

সরফরাজের সমালোচনায় শোয়েব বলেন, এই ঘটনা প্রমাণ করছে, সরফরাজ কতটা নিরীহ এবং দুর্বল মানুষ। এজন্যই মিকি আর্থার সবসময় তার ওপর ছড়ি ঘুরাতেন। সাবেক একজন অধিনায়ক এটা করতে পারে না।

শোয়েবের এমন সব মন্তব্য কানে তুলেনি পাকিস্তানের কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ উল হক। বিষয়টিকে নেতিবাচক হিসাবে দেখতে রাজি নন তিনি।

তথ্যসূত্র: ক্রিকেট এডিক্টর

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত