ভোলার লঞ্চঘাটে কেউ মানছে না স্বাস্থ্যবিধি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলার লঞ্চঘাটে কেউ মানছে না স্বাস্থ্যবিধি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলার লঞ্চঘাটে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

অনলাইন নিউজ: ভোলার ইলিশা রুটের লঞ্চঘাটে গতকাল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামগামী মানুষের ভিড় ছিল। অতিরিক্ত মানুষের চাপে গেল গেল পাঁচ মাস ধরে চলা সকল নিয়মকানুন ভেঙে গেছে। কেউ মানেনি স্বাস্থ্যবিধি।

এ সময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যায়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘাট এলাকা পরিদর্শনকালে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা দেন। ঘাট ইজারাদার জানান, কে কার কথা শোনে। যাত্রীদের স্বাস্থ্য বিধি মানার কথা বললে মারমুখী হয়ে ওঠে।

সকাল থেকে কমপক্ষে ৩০ হাজার যাত্রী একযোগে ভিড় জমান। ঘাট ইজারাদার সরোয়াদ্দি মাস্টার জানান,  ভিড়ের কারণে তার স্টাফরা ঘাট টার্মিনালে প্রবেশের টাকাও নিতে পারেননি ঠিকমতো।

সকাল থেকে মানুষ ভিড় জমাতে থাকে। ওই ঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশে একে একে ছেড়ে যায়, সি-ট্রাক খিজির-৫, খিজির-৮ এমভি দোয়েল পাখি, এমভি পারিজাত, এমভি ফারহান, এলটিটি কুতুবদিয়া জাহাজ ও দ্যা আটলান্টিক ক্রুজ। প্রত্যেকটি নৌযান ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পরিবহন করে।

অপরদিকে ঢাকার উদ্দেশে দিনে ছাড়ে ওয়াটারবাস অ্যাডভেঞ্চার-৫, গ্রিনলাইন-২, এমভি কর্ণফুলী-১৪ । বিকালে ছাড়ে এমভি ফারহান, এমভি তাসরিফ, কর্ণফুলী । ওইসব লঞ্চেও ছিল উপচেপড়া ভিড়। এমন পরিস্থিতিতে কে কোভিড-১৯ আক্রান্ত আর কে আক্রান্ত নন তা বোঝার কেউ ছিল না। এমন কি বেশির ভাগ মানুষের মুখে ছিল না মাস্ক।

সাবেক সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার জানান, যতো চাপেই থাকুক মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা প্রয়োজন। গেল রমজানের ঈদের সময় নৌবাহিনী বাঁশ দিয়ে লাইন তৈরি করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে একে একে লঞ্চে ওঠার ব্যবস্থা করেছে।

সকাল থেকে একজন ম্যাজিস্ট্রেট তদারকি করেছেন। থাকতেন বিআইডব্লিটিএ’র পরিদর্শক টিম। কিন্তু গতকাল শুক্রবার বন্ধের দিন কাউকে দেখা যায়নি। কোস্টগার্ড ও পুলিশের কয়েকজনকে দেখা গেলেও তারা ছিলেন অনেকটা নিষ্ক্রিয়।সূত্র:আরটিভি নিউজ

দৈনিক বরিশাল ২৪

ভোলার লঞ্চঘাটে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

শনিবার, আগস্ট ৮, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ

অনলাইন নিউজ: ভোলার ইলিশা রুটের লঞ্চঘাটে গতকাল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামগামী মানুষের ভিড় ছিল। অতিরিক্ত মানুষের চাপে গেল গেল পাঁচ মাস ধরে চলা সকল নিয়মকানুন ভেঙে গেছে। কেউ মানেনি স্বাস্থ্যবিধি।

এ সময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যায়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘাট এলাকা পরিদর্শনকালে মাস্ক ব্যবহারের জন্য নির্দেশনা দেন। ঘাট ইজারাদার জানান, কে কার কথা শোনে। যাত্রীদের স্বাস্থ্য বিধি মানার কথা বললে মারমুখী হয়ে ওঠে।

সকাল থেকে কমপক্ষে ৩০ হাজার যাত্রী একযোগে ভিড় জমান। ঘাট ইজারাদার সরোয়াদ্দি মাস্টার জানান,  ভিড়ের কারণে তার স্টাফরা ঘাট টার্মিনালে প্রবেশের টাকাও নিতে পারেননি ঠিকমতো।

সকাল থেকে মানুষ ভিড় জমাতে থাকে। ওই ঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশে একে একে ছেড়ে যায়, সি-ট্রাক খিজির-৫, খিজির-৮ এমভি দোয়েল পাখি, এমভি পারিজাত, এমভি ফারহান, এলটিটি কুতুবদিয়া জাহাজ ও দ্যা আটলান্টিক ক্রুজ। প্রত্যেকটি নৌযান ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী পরিবহন করে।

অপরদিকে ঢাকার উদ্দেশে দিনে ছাড়ে ওয়াটারবাস অ্যাডভেঞ্চার-৫, গ্রিনলাইন-২, এমভি কর্ণফুলী-১৪ । বিকালে ছাড়ে এমভি ফারহান, এমভি তাসরিফ, কর্ণফুলী । ওইসব লঞ্চেও ছিল উপচেপড়া ভিড়। এমন পরিস্থিতিতে কে কোভিড-১৯ আক্রান্ত আর কে আক্রান্ত নন তা বোঝার কেউ ছিল না। এমন কি বেশির ভাগ মানুষের মুখে ছিল না মাস্ক।

সাবেক সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার জানান, যতো চাপেই থাকুক মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা প্রয়োজন। গেল রমজানের ঈদের সময় নৌবাহিনী বাঁশ দিয়ে লাইন তৈরি করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে একে একে লঞ্চে ওঠার ব্যবস্থা করেছে।

সকাল থেকে একজন ম্যাজিস্ট্রেট তদারকি করেছেন। থাকতেন বিআইডব্লিটিএ’র পরিদর্শক টিম। কিন্তু গতকাল শুক্রবার বন্ধের দিন কাউকে দেখা যায়নি। কোস্টগার্ড ও পুলিশের কয়েকজনকে দেখা গেলেও তারা ছিলেন অনেকটা নিষ্ক্রিয়।সূত্র:আরটিভি নিউজ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত