ভোলায় সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনা তদন্তের কাজ শেষ হয়েছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনা তদন্তের কাজ শেষ হয়েছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনা তদন্তের কাজ শেষ হয়েছে

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তৃপ্তি রায়ের সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনায় তদন্তের কাজ শেষ হলো।
(২০ আগষ্ট)বৃহস্পতিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক ও অভিযুক্ত নার্স তৃপ্তি রায়ের বক্তব্য শুনেন তদন্তকারী দল।এরপর অভিযুক্ত নার্স তৃপ্তি রায়,নার্সিং সুপার ভাইজার নাজমা বেগম, এর লিখিত বক্তব্য গ্রহণ করেন তারা।
উল্লেখ্য গত ১৬ আগস্ট বোরহানউদ্দিন হাসপাতালের সিনিয়র স্টার নার্স তৃপ্তি রায় নিয়ম বহিভূত ভাবে হাসপাতালের  ৪৮ পাতা সরকারি ঔষধ বাসায় নিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্ধি হন।ভিডিওটি ভাইরাল হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ভোলার সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন,ভোলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা খান(জুটি),  একই অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান।
তবে ভিডিও ধারণকারী সংবাদকর্মী এইচ এম এরশাদ জানান,ভিডিওর ধারণের সময় ওই নার্সের সাথে থাকা বোরকা পরিহিত একজন মহিলার হাতে একটি বড় ব্যাগ ছিল।ভিডিওর বিষয়টি টের পেয়ে ওই মহিলা দৌড়ে পালিয়ে  যায়।এ ঘটনা বললেও তদন্তকারী দল ওই বিষয়টি আমলে নেননি। তাছাড়া তৃপ্তি রায়ের বক্তব্য অনুসারে যে টিকেটগুলোর মাধ্যমে ওইদিন তিনি ঔষধগুলো নেন   বিতরণকৃত ঔষধ আর রেজিস্ট্রার  পর্যালোচনা করেননি।
এমতাবস্থায় সচেতন  মহল মনে করছেন, এটি কী  প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত? নাকি  অভিযুক্ত তৃপ্তি রায়কে সেইভ করার জন্য লোক দেখানো তদন্ত  হচ্ছে?তদন্ত টিমের প্রধান ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,তদন্ত রিপোর্ট আমরা ভোলা সিভিল সার্জনের নিকট প্রদান করব।তদন্তের স্বার্থে তিনি আর কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
ভোলার সিভিল সার্জন  ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন,তদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি।তদন্ত কমিটি মৌখিক ভাবে  সময় বর্ধিতকরণের কথা বলছেন।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনা তদন্তের কাজ শেষ হয়েছে

বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২০ ১০:২৪ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তৃপ্তি রায়ের সরকারি ঔষধ কেলেঙ্কারির ঘটনায় তদন্তের কাজ শেষ হলো।
(২০ আগষ্ট)বৃহস্পতিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক ও অভিযুক্ত নার্স তৃপ্তি রায়ের বক্তব্য শুনেন তদন্তকারী দল।এরপর অভিযুক্ত নার্স তৃপ্তি রায়,নার্সিং সুপার ভাইজার নাজমা বেগম, এর লিখিত বক্তব্য গ্রহণ করেন তারা।
উল্লেখ্য গত ১৬ আগস্ট বোরহানউদ্দিন হাসপাতালের সিনিয়র স্টার নার্স তৃপ্তি রায় নিয়ম বহিভূত ভাবে হাসপাতালের  ৪৮ পাতা সরকারি ঔষধ বাসায় নিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্ধি হন।ভিডিওটি ভাইরাল হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ভোলার সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন,ভোলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা খান(জুটি),  একই অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান।
তবে ভিডিও ধারণকারী সংবাদকর্মী এইচ এম এরশাদ জানান,ভিডিওর ধারণের সময় ওই নার্সের সাথে থাকা বোরকা পরিহিত একজন মহিলার হাতে একটি বড় ব্যাগ ছিল।ভিডিওর বিষয়টি টের পেয়ে ওই মহিলা দৌড়ে পালিয়ে  যায়।এ ঘটনা বললেও তদন্তকারী দল ওই বিষয়টি আমলে নেননি। তাছাড়া তৃপ্তি রায়ের বক্তব্য অনুসারে যে টিকেটগুলোর মাধ্যমে ওইদিন তিনি ঔষধগুলো নেন   বিতরণকৃত ঔষধ আর রেজিস্ট্রার  পর্যালোচনা করেননি।
এমতাবস্থায় সচেতন  মহল মনে করছেন, এটি কী  প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত? নাকি  অভিযুক্ত তৃপ্তি রায়কে সেইভ করার জন্য লোক দেখানো তদন্ত  হচ্ছে?তদন্ত টিমের প্রধান ভোলা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,তদন্ত রিপোর্ট আমরা ভোলা সিভিল সার্জনের নিকট প্রদান করব।তদন্তের স্বার্থে তিনি আর কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
ভোলার সিভিল সার্জন  ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন,তদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি।তদন্ত কমিটি মৌখিক ভাবে  সময় বর্ধিতকরণের কথা বলছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কালবৈশাখী ঝড়ের কবলে বরিশাল, ৭ জনের প্রাণহানি   ইপিজেড শিল্পাঞ্চলের আয়োজন, শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ   কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত