যুগের পর যুগ কেটে যাচ্ছে বরগুনার আয়লা লঞ্চঘাট রাস্তার উন্নয়ন হয়না - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যুগের পর যুগ কেটে যাচ্ছে বরগুনার আয়লা লঞ্চঘাট রাস্তার উন্নয়ন হয়না - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

যুগের পর যুগ কেটে যাচ্ছে বরগুনার আয়লা লঞ্চঘাট রাস্তার উন্নয়ন হয়না

মংচিন থান, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার  আয়লা পাতাকাটা ইউনিয়ন এর আয়লা লঞ্জঘাট নামক স্থানের লঞ্চঘাট কাচা সড়ক যেন ফসলী জমির শ্রাবন ভাদ্র মাস ।কয়েক যুগ ধরে চলে আসছে কাদা মাটি পেড়িয়ে দৈনিক হাজার যাত্রীদের পথচলা।
বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন এর আয়লা লঞ্চঘাট একটি ঐতিহ্য বাহি লঞ্চঘাট। ও একটি জেলা পরিষদের ইজারা দেওয়া খেয়াঘাট আছে এখানে একটি ৪৭নং পাতা কাটা সরকারি প্রথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ী ও একটি দাখিল মাদ্রাসা আছে।
আয়লা লঞ্চঘাট থাকে আয়লা বাজার ৩কিঃমিঃ কাচা রাস্তা যাহা মানুষ চলাচলের জন্য অনুপোযুগি হয়ে পড়েছে ।এতে স্কুলপড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রী ,অসুস্থ রুগী, ঢাকা গামি লঞ্চযাত্রী,দুরপাল্লার নৌযানসহ ও অজোপাড়া গায়ের মানুষের ভোগান্তির শেষ  নেই। প্রতিদিন প্রায় হজারাধিক মানুষের পারাপার হচ্ছে।
সরেজমিনে দেখা যায়,গুলিসাখালি,তিতকাটা, বিঘাই,আয়লা, চান্দখালি, গৌরিচন্না , ৪নং কেওরাবুনিয়া, ৬নং মজিদ বারিয়া, ও ফুলঝুরি এই ৮টি ইউনিয়নের হাজার হাজার দুরপাল্লার যাত্রীরা নৌযাত্রীদের  যাতায়াতের একমাত্র ভরসার রাস্তা এটি।
এব্যাপারে   ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আসসাকুর ফিরোজ জানান,এ ব্যাপারে আমার কোন হাত নেই ।তাপরও রোডস এন্ড হাইওয়ে এলজিইডি বাস্তবায়ন প্রকল্পে অবগত করেছি।তারা বিষয়টি ভাবনীয় অবস্থায় রেখেছেন।
এব্যারে আয়লা পাতাকাটার বাসিন্দা লিটন মিয়া  জানান,দীর্ঘবছর ধরে লঞ্চঘাট সড়কটি অনুপযোগী হয়ে আছে কিন্তু বড় বড় রাজনৈতিক নেতারাসহ জনপ্রনিধি আছে যারা নিজেদের অর্থায়নে এ কাজটি সমাধান করে দিতে পারেন ।
তারা আধৌ দৃস্টিপাত করছেননা।তারপর ইজারা নিয়ে যারা  প্রসঙ্গে বিআইডব্লিউটিএ তাদের  তো কিছু করার আছে। কতৃপক্ষ  লঞ্চঘাট থেকে ব্যাবসা করে আসছেন তাদের তো বিষয় বিষয়টা দেখা উচিত তা না করে লযবরল করে যাচ্ছেন।
সবচেয়ে বড় বিষয় হলো কে কার উপর ঠেলে দিবে এ চিন্তাটা সবাই  করে যাচ্ছেন।সংস্কারের পরির্বতে ঠেলাঠেলির কান্ড করছে তারা। আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে যেন এ অনুপযোগী রাস্তাটি পাকা করে জনদুর্ভোগের গ্লানী কেটে যায়।সকলের প্রানের দাবি অনতিবিলম্বে রাস্তাটি পাকা করন
এ ব্যাপারে দুরপাল্লার যাত্রী আসাদুজামান জামাল রশিদ জানান,আমরা ঢাকা থেকে বাড়িতে আসলে আয়লা লঞ্চঘাট নেমে যাইতে হয়।তারপর খেয়াঘাটে যাই।
এব্যাপারে এলজিইডি বাস্তবায়ন প্রকল্পে দাযিত্বরত কর্মকর্তা ফোরকান আহম্মেদ খানকে মুঠো ফোনে পাওয়া যায়নি।
দৈনিক বরিশাল ২৪

যুগের পর যুগ কেটে যাচ্ছে বরগুনার আয়লা লঞ্চঘাট রাস্তার উন্নয়ন হয়না

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ
মংচিন থান, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার  আয়লা পাতাকাটা ইউনিয়ন এর আয়লা লঞ্জঘাট নামক স্থানের লঞ্চঘাট কাচা সড়ক যেন ফসলী জমির শ্রাবন ভাদ্র মাস ।কয়েক যুগ ধরে চলে আসছে কাদা মাটি পেড়িয়ে দৈনিক হাজার যাত্রীদের পথচলা।
বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন এর আয়লা লঞ্চঘাট একটি ঐতিহ্য বাহি লঞ্চঘাট। ও একটি জেলা পরিষদের ইজারা দেওয়া খেয়াঘাট আছে এখানে একটি ৪৭নং পাতা কাটা সরকারি প্রথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ী ও একটি দাখিল মাদ্রাসা আছে।
আয়লা লঞ্চঘাট থাকে আয়লা বাজার ৩কিঃমিঃ কাচা রাস্তা যাহা মানুষ চলাচলের জন্য অনুপোযুগি হয়ে পড়েছে ।এতে স্কুলপড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রী ,অসুস্থ রুগী, ঢাকা গামি লঞ্চযাত্রী,দুরপাল্লার নৌযানসহ ও অজোপাড়া গায়ের মানুষের ভোগান্তির শেষ  নেই। প্রতিদিন প্রায় হজারাধিক মানুষের পারাপার হচ্ছে।
সরেজমিনে দেখা যায়,গুলিসাখালি,তিতকাটা, বিঘাই,আয়লা, চান্দখালি, গৌরিচন্না , ৪নং কেওরাবুনিয়া, ৬নং মজিদ বারিয়া, ও ফুলঝুরি এই ৮টি ইউনিয়নের হাজার হাজার দুরপাল্লার যাত্রীরা নৌযাত্রীদের  যাতায়াতের একমাত্র ভরসার রাস্তা এটি।
এব্যাপারে   ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আসসাকুর ফিরোজ জানান,এ ব্যাপারে আমার কোন হাত নেই ।তাপরও রোডস এন্ড হাইওয়ে এলজিইডি বাস্তবায়ন প্রকল্পে অবগত করেছি।তারা বিষয়টি ভাবনীয় অবস্থায় রেখেছেন।
এব্যারে আয়লা পাতাকাটার বাসিন্দা লিটন মিয়া  জানান,দীর্ঘবছর ধরে লঞ্চঘাট সড়কটি অনুপযোগী হয়ে আছে কিন্তু বড় বড় রাজনৈতিক নেতারাসহ জনপ্রনিধি আছে যারা নিজেদের অর্থায়নে এ কাজটি সমাধান করে দিতে পারেন ।
তারা আধৌ দৃস্টিপাত করছেননা।তারপর ইজারা নিয়ে যারা  প্রসঙ্গে বিআইডব্লিউটিএ তাদের  তো কিছু করার আছে। কতৃপক্ষ  লঞ্চঘাট থেকে ব্যাবসা করে আসছেন তাদের তো বিষয় বিষয়টা দেখা উচিত তা না করে লযবরল করে যাচ্ছেন।
সবচেয়ে বড় বিষয় হলো কে কার উপর ঠেলে দিবে এ চিন্তাটা সবাই  করে যাচ্ছেন।সংস্কারের পরির্বতে ঠেলাঠেলির কান্ড করছে তারা। আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে যেন এ অনুপযোগী রাস্তাটি পাকা করে জনদুর্ভোগের গ্লানী কেটে যায়।সকলের প্রানের দাবি অনতিবিলম্বে রাস্তাটি পাকা করন
এ ব্যাপারে দুরপাল্লার যাত্রী আসাদুজামান জামাল রশিদ জানান,আমরা ঢাকা থেকে বাড়িতে আসলে আয়লা লঞ্চঘাট নেমে যাইতে হয়।তারপর খেয়াঘাটে যাই।
এব্যাপারে এলজিইডি বাস্তবায়ন প্রকল্পে দাযিত্বরত কর্মকর্তা ফোরকান আহম্মেদ খানকে মুঠো ফোনে পাওয়া যায়নি।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ