আলো ছায়ার মায়ায়..! – সফিক জামান

আলো ছায়ার মায়ায়..!!
——————————সফিক জামান
এখনও কি ভোরের বাতাসে ভেসে আসে
আমার আশাবরী ঠাটের রাগ ভৈরবীতে
হয়ত বহুদূরের কোন এক অজানা সৈকতে
হেমন্ত সকালের নোনা ব্যাথার চাদরে জড়ানো
সুনিপুন হাতের কারুকাজে সেতারের মায়াবী ছন্দে
আমি নিজেকে খুঁজে ফিরি আলো ছায়ার মায়ায়..!
যাপিত জীবনের সব মায়ার বাঁধন ছিন্ন করে
আমি এখনও ছুটে যাই সুদূরের সমুদ্র স্নানে
ফেনিল ঢেউয়ে নিজেকে ভাসাই ঊর্মি মালায়
ঘরে ফেরা গাংচিলের ডানায় সান্ধ্য রোদেলায়
সুরের মূর্ছনায় নিজেকে খুঁজি রাগ মধুবন্তীতে
বেদনার সব রঙ মেখে আলো ছায়ার মায়ায়..!!
লেখক: মো: সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব, বানিজ্য মন্ত্রনালয়।