দুর্বিসহ ভয়ানক সেই দিনটির কথা ভোলেননি ভোলার মানুষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দুর্বিসহ ভয়ানক সেই দিনটির কথা ভোলেননি ভোলার মানুষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০২০ ১:১৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

দুর্বিসহ ভয়ানক সেই দিনটির কথা ভোলেননি ভোলার মানুষ

অনলাইন নিউজ: ২৭ নভেম্বর, ভোলার ইতিহাসে শোকাবহ একটি দিন ‘কোকো ট্র্যাজেডি’। ২০০৯ সালের এই দিনে তেঁতুলিয়া নদীতে ডুবে যায় এমভি কোকো-৪ নামের লঞ্চটি। এ ঘটনার পর পেরিয়ে গেছে ১১ বছর। কোকো লঞ্চ দুর্ঘটনায় কেউ হারিয়েছেন মা-বাবা, কেউ সন্তান, কেউবা ভাই-বোন আর পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি। সেদিন স্বজনদের কান্নায় লালমোহন-চরফ্যাশনের আকাশ ভারী হয়ে উঠেছিল। আজও ভোলার মানুষ সেই দুর্বিসহ ভয়ানক দিনটির কথা ভোলেননি। সেই দিনটির কথা মনে করে আঁতকে ওঠেন তারা। সেদিনের সেই ট্র্যাজেডির কথা মনে করে আজও শোকে কাতর পুরো দ্বীপজেলা, বিশেষ করে লালমোহন উপজেলা।

এলাকাবাসীর অভিযোগ, সেদিন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটলেও আজও লালমোহন-ঢাকা রুটে চালু হয়নি নিরাপদ লঞ্চ। এখনো ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ লঞ্চ।

কোকো-৪ দুর্ঘটনায় লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের স্বজনহারা আবদুর রশিদের ছেলে নূরে আলম সাগর। তার সদ্য বিবাহিত স্ত্রী ইয়াসমিন ও শ্যালিকা হ্যাপি বেগমকে হারিয়েছেন। নূরে আলম ঈদুল আজহা উপলক্ষে নববধূ ও শ্যালিকাকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়ি ফিরছিলেন। তাদের বরণ করতে সম্পন্ন ছিল সকল প্রস্তুতি; কিন্তু জীবিত নয়, মৃত নববধূকে বরণ করতে হয় বৃদ্ধ আবদুর রশিদকে। নববধূর ওই লাশের কথা মনে করতেই আজও বেদনায় কাতর হয়ে ওঠে ওই পরিবার। দুর্ঘটনার ৪ মাস পর আবদুর রশিদের ছেলে সাগর বিয়ে করেছিলেন। আবদুর রশিদের পরিবারের মতো কোকো-৪ দুর্ঘটনায় স্বজনহারা অন্যরাও তাদের বাঁধভাঙা কান্না চেপে রেখেছেন অতিকষ্টে। স্বজন হারানো ওইসব পরিবার আজও শোকে কাতর।

একই এলাকার বাকলাইবাড়ির শামসুন নাহার স্বামী, সন্তান, দেবরসহ একই বাড়ির ১৬ জন নিয়ে কোকো লঞ্চে রওনা হয়েছিলেন বাড়িতে ঈদ করতে। বাড়ির কাছের ঘাটে এসেই ওই লঞ্চডুবিতে নিহত হয় তার মেয়ে সুরাইয়া (৭), ভাসুরের মেয়ে কবিতা (৩) ও দেবর সোহাগ (১৩)।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এর পর উঠে আসে একের পর এক লাশ। আস্তে আস্তে যেন লাশের মিছিলে পরিণত হয় পুরো জনপদ।

উল্লেখ্য, ২০০৯ সালের এই দিন রাত ১১টায় ঢাকা থেকে লালমোহনগামী এমভি কোকো-৪ লঞ্চ নাজিপুর ঘাটের কাছাকাছি এসে ঈদে ঘরমুখো ২ হাজারের বেশি যাত্রী নিয়ে তেঁতুলিয়া নদীতে ডুবে যায়। এতে ভোলার বিভিন্ন উপজেলার ৮১ জন প্রাণ হারান। কোকো ট্র্যাজেডিতে লালমোহনের ৪৫, চলফ্যাশনের ৩১, তজুমদ্দিনের ২ ও দৌলতখানের ৩ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী জাহাজ হামজা-রুস্তম শত চেষ্টা করেও ওই লঞ্চটি উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত উদ্ধারকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আড়াই বছর পর তেঁতুলিয়া নদীর দুর্ঘটনাকবলিত ওই লঞ্চটি উদ্ধার করে মালিকপক্ষ। তথ্যসূত্র: আমাদের সময়।

দৈনিক বরিশাল ২৪

দুর্বিসহ ভয়ানক সেই দিনটির কথা ভোলেননি ভোলার মানুষ

শুক্রবার, নভেম্বর ২৭, ২০২০ ১:১৫ পূর্বাহ্ণ

অনলাইন নিউজ: ২৭ নভেম্বর, ভোলার ইতিহাসে শোকাবহ একটি দিন ‘কোকো ট্র্যাজেডি’। ২০০৯ সালের এই দিনে তেঁতুলিয়া নদীতে ডুবে যায় এমভি কোকো-৪ নামের লঞ্চটি। এ ঘটনার পর পেরিয়ে গেছে ১১ বছর। কোকো লঞ্চ দুর্ঘটনায় কেউ হারিয়েছেন মা-বাবা, কেউ সন্তান, কেউবা ভাই-বোন আর পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি। সেদিন স্বজনদের কান্নায় লালমোহন-চরফ্যাশনের আকাশ ভারী হয়ে উঠেছিল। আজও ভোলার মানুষ সেই দুর্বিসহ ভয়ানক দিনটির কথা ভোলেননি। সেই দিনটির কথা মনে করে আঁতকে ওঠেন তারা। সেদিনের সেই ট্র্যাজেডির কথা মনে করে আজও শোকে কাতর পুরো দ্বীপজেলা, বিশেষ করে লালমোহন উপজেলা।

এলাকাবাসীর অভিযোগ, সেদিন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটলেও আজও লালমোহন-ঢাকা রুটে চালু হয়নি নিরাপদ লঞ্চ। এখনো ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে চলছে অধিকাংশ লঞ্চ।

কোকো-৪ দুর্ঘটনায় লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের স্বজনহারা আবদুর রশিদের ছেলে নূরে আলম সাগর। তার সদ্য বিবাহিত স্ত্রী ইয়াসমিন ও শ্যালিকা হ্যাপি বেগমকে হারিয়েছেন। নূরে আলম ঈদুল আজহা উপলক্ষে নববধূ ও শ্যালিকাকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়ি ফিরছিলেন। তাদের বরণ করতে সম্পন্ন ছিল সকল প্রস্তুতি; কিন্তু জীবিত নয়, মৃত নববধূকে বরণ করতে হয় বৃদ্ধ আবদুর রশিদকে। নববধূর ওই লাশের কথা মনে করতেই আজও বেদনায় কাতর হয়ে ওঠে ওই পরিবার। দুর্ঘটনার ৪ মাস পর আবদুর রশিদের ছেলে সাগর বিয়ে করেছিলেন। আবদুর রশিদের পরিবারের মতো কোকো-৪ দুর্ঘটনায় স্বজনহারা অন্যরাও তাদের বাঁধভাঙা কান্না চেপে রেখেছেন অতিকষ্টে। স্বজন হারানো ওইসব পরিবার আজও শোকে কাতর।

একই এলাকার বাকলাইবাড়ির শামসুন নাহার স্বামী, সন্তান, দেবরসহ একই বাড়ির ১৬ জন নিয়ে কোকো লঞ্চে রওনা হয়েছিলেন বাড়িতে ঈদ করতে। বাড়ির কাছের ঘাটে এসেই ওই লঞ্চডুবিতে নিহত হয় তার মেয়ে সুরাইয়া (৭), ভাসুরের মেয়ে কবিতা (৩) ও দেবর সোহাগ (১৩)।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এর পর উঠে আসে একের পর এক লাশ। আস্তে আস্তে যেন লাশের মিছিলে পরিণত হয় পুরো জনপদ।

উল্লেখ্য, ২০০৯ সালের এই দিন রাত ১১টায় ঢাকা থেকে লালমোহনগামী এমভি কোকো-৪ লঞ্চ নাজিপুর ঘাটের কাছাকাছি এসে ঈদে ঘরমুখো ২ হাজারের বেশি যাত্রী নিয়ে তেঁতুলিয়া নদীতে ডুবে যায়। এতে ভোলার বিভিন্ন উপজেলার ৮১ জন প্রাণ হারান। কোকো ট্র্যাজেডিতে লালমোহনের ৪৫, চলফ্যাশনের ৩১, তজুমদ্দিনের ২ ও দৌলতখানের ৩ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী জাহাজ হামজা-রুস্তম শত চেষ্টা করেও ওই লঞ্চটি উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত উদ্ধারকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আড়াই বছর পর তেঁতুলিয়া নদীর দুর্ঘটনাকবলিত ওই লঞ্চটি উদ্ধার করে মালিকপক্ষ। তথ্যসূত্র: আমাদের সময়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ