বরগুনার তালতলীতে নোথাঅং হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনার তালতলীতে নোথাঅং হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ০৭, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরগুনার তালতলীতে নোথাঅং হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে নোথাঅং রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন। বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার প্রায় ৬০০শত মানুষ  মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাঅং রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন।
হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা।
বক্তারা আরও বলেন,এই হত্যাকান্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যতবার তদন্ত করতে এসেছে ততইবারই হত্যার পেছনে থাকা ব্যক্তিরা তাদের বিরুদ্ধে হয়রানি মূলক
মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। এই পিছনের লোক কারা তাদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এই রাখাইন সম্প্রদায়েরা।
এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী.  রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিন থান,সাবেক সভাপতি তালতলী প্রেস ক্লাব আ:মান্নান মাষ্টার,উপজেলা আ’লীগ সহ-সভাপতি কামরুল হাসান জলিল,রাখাইন কল্যান ও ভূমি সংরক্ষণ কমিটি সভাপতি মি: অংচোলা,সমাজ সেবক মি:মংতাহান, মি:চুমেন মাতুববর,মি:মংথিনজো,চানচন,খেনচানে,মি:চিনথামং,মি:উথানপ্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক বরিশাল ২৪

বরগুনার তালতলীতে নোথাঅং হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার, জানুয়ারি ৭, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে নোথাঅং রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন। বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার প্রায় ৬০০শত মানুষ  মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাঅং রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন।
হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা।
বক্তারা আরও বলেন,এই হত্যাকান্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যতবার তদন্ত করতে এসেছে ততইবারই হত্যার পেছনে থাকা ব্যক্তিরা তাদের বিরুদ্ধে হয়রানি মূলক
মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। এই পিছনের লোক কারা তাদের খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এই রাখাইন সম্প্রদায়েরা।
এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী.  রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিন থান,সাবেক সভাপতি তালতলী প্রেস ক্লাব আ:মান্নান মাষ্টার,উপজেলা আ’লীগ সহ-সভাপতি কামরুল হাসান জলিল,রাখাইন কল্যান ও ভূমি সংরক্ষণ কমিটি সভাপতি মি: অংচোলা,সমাজ সেবক মি:মংতাহান, মি:চুমেন মাতুববর,মি:মংথিনজো,চানচন,খেনচানে,মি:চিনথামং,মি:উথানপ্রমুখ বক্তব্য রাখেন।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ