প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি'র জালে ধরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি'র জালে ধরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি’র জালে ধরা

মোঃ জিহাদ রানাঃ প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি’র জালে ধরা পরলো তিনজন।

অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান তথা আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটিকালীন ২৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ দুপুর ১৪ঃ০০ ঘটিকায়, “কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তরের পূর্ব পাশে “হাওলাদার স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি ব্যাটারী চালিত অটোরিক্সা সহ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় জন্য অবস্থান করিতেছে” মর্মে সংবাদের ভিত্তিতে, মহানগর গোয়েন্দা বিএমপি’র পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে, এসআই সৈয়দ মোঃ খাইরুল আলম সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তর সংলগ্ন “হাওলাদার স্টোর” নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে, গোয়েন্দা টিম গোপন সংবাদদাতা কোতোয়ালি মডেল থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ প্রফেসর গলি এলাকার মৃতঃ আঃ সোবহান মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৮) ও একই ওয়ার্ডস্থ সোবহান মিয়ার পোল এলাকার আঃ সালাম শামীম মিয়ার ছেলে রাশেদুল ইসলাম ঈমন(২৪) কে একসঙ্গে ঘটনাস্থলেই দেখতে পান।

অতঃপর রাশেদুল ইসলাম ঈমন এর দেখানোমতে একটি চালক বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সা দেখা মাত্র সাংবাদদাতা হাবিবুর রহমান জানায় যে, “উক্ত অটোরিক্সার চালক একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে উক্ত অটোরিক্সায় করে বরিশাল শহরের বিভিন্ন স্থানে ঘুরে মাদকসেবীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে এবং বর্তমানে তাহার রিক্সায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। ”

সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমান এর কথাবার্তায়
মাদকদ্রব্য দিয়ে নিরীহ হতদরিদ্র অটোরিক্সা চালককে ফাঁসানোর হচ্ছে মর্মে সন্দেহ হলে, রাশেদুল ইসলাম ঈমন ও সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমান কে নগর গোয়েন্দা বিএমপি’র চৌকস কর্মকর্তা সম্মিলিত বুদ্ধিদীপ্ত কৌশলী টিম জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে, রাশেদুল ইসলাম ঈমন অটোরিক্সাটির সিটের পাশে সাদা স্বচ্ছ পলিথিনে আটকানো কালো কসটেপ দ্বারা পেচানো ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট কিছুক্ষণ আগে বরিশাল শের-ই বাংলা হাসপাতালের সামনে বসে উক্ত রিক্সায় রাখার তথ্য জানালে স্বীকারোক্তি মোতাবেক তার হাতেই অটোরিক্সার সিটের পাশ থেকে সাদা স্বচ্ছ পলিথিনে আটকানো কালো কসটেপ দ্বারা পেচানো ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট বের করান এবং রাশেদুল ইসলাম ঈমন ও সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেন।

আসামীদ্বয় জানান যে, উক্ত অটোরিক্সাটির চালক- মোঃ আব্দুস শুক্কুর রাঢ়ী’র সাথে একই থানাধীন ১৭ নং ওয়ার্ড উত্তর আলেকান্দার মোহ জয়নাল আবেগী এর ছেলে মোঃ বাবলু হাওলাদার (৩৮) এর জমি-জমা নিয়া পূর্ববিরোধ থাকায়, মাদক দিয়ে ফাঁসাতে উক্ত মাদকদ্রব্য ০২ নং আসামী মোঃ হাবিবুর রহমানকে দিলে সে ০১ নং আসামী রাশেদুল ইসলাম ঈমন এর মাধ্যমে উক্ত অটোরিক্সার সিটের পাশে ইয়াবা ট্যবলেট রেখে নগর গোয়েন্দা বিএমপিকে ভুল তথ্য প্রদান করে।

অতঃপর ২নং আসামী মোঃ হাবিবুর রহমান এর দেয়া তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তর সংলগ্ন গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের সম্মুখ থেকে ৩নং আসামী মোঃ বাবলু হাওলাদারকে গ্রেফতার করেন এবং জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দোষ স্বীকার করেন।

এ-সময় আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, একটি চাবিসহ মটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

০১ নং ও ০২ নং আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

দৈনিক বরিশাল ২৪

প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি’র জালে ধরা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ

মোঃ জিহাদ রানাঃ প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে বিএমপি’র জালে ধরা পরলো তিনজন।

অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান তথা আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটিকালীন ২৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ দুপুর ১৪ঃ০০ ঘটিকায়, “কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তরের পূর্ব পাশে “হাওলাদার স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি ব্যাটারী চালিত অটোরিক্সা সহ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয় জন্য অবস্থান করিতেছে” মর্মে সংবাদের ভিত্তিতে, মহানগর গোয়েন্দা বিএমপি’র পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে, এসআই সৈয়দ মোঃ খাইরুল আলম সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তর সংলগ্ন “হাওলাদার স্টোর” নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে, গোয়েন্দা টিম গোপন সংবাদদাতা কোতোয়ালি মডেল থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ প্রফেসর গলি এলাকার মৃতঃ আঃ সোবহান মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৮) ও একই ওয়ার্ডস্থ সোবহান মিয়ার পোল এলাকার আঃ সালাম শামীম মিয়ার ছেলে রাশেদুল ইসলাম ঈমন(২৪) কে একসঙ্গে ঘটনাস্থলেই দেখতে পান।

অতঃপর রাশেদুল ইসলাম ঈমন এর দেখানোমতে একটি চালক বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সা দেখা মাত্র সাংবাদদাতা হাবিবুর রহমান জানায় যে, “উক্ত অটোরিক্সার চালক একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে উক্ত অটোরিক্সায় করে বরিশাল শহরের বিভিন্ন স্থানে ঘুরে মাদকসেবীদের নিকট মাদকদ্রব্য বিক্রয় করে এবং বর্তমানে তাহার রিক্সায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। ”

সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমান এর কথাবার্তায়
মাদকদ্রব্য দিয়ে নিরীহ হতদরিদ্র অটোরিক্সা চালককে ফাঁসানোর হচ্ছে মর্মে সন্দেহ হলে, রাশেদুল ইসলাম ঈমন ও সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমান কে নগর গোয়েন্দা বিএমপি’র চৌকস কর্মকর্তা সম্মিলিত বুদ্ধিদীপ্ত কৌশলী টিম জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে, রাশেদুল ইসলাম ঈমন অটোরিক্সাটির সিটের পাশে সাদা স্বচ্ছ পলিথিনে আটকানো কালো কসটেপ দ্বারা পেচানো ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট কিছুক্ষণ আগে বরিশাল শের-ই বাংলা হাসপাতালের সামনে বসে উক্ত রিক্সায় রাখার তথ্য জানালে স্বীকারোক্তি মোতাবেক তার হাতেই অটোরিক্সার সিটের পাশ থেকে সাদা স্বচ্ছ পলিথিনে আটকানো কালো কসটেপ দ্বারা পেচানো ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট বের করান এবং রাশেদুল ইসলাম ঈমন ও সাংবাদদাতা মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেন।

আসামীদ্বয় জানান যে, উক্ত অটোরিক্সাটির চালক- মোঃ আব্দুস শুক্কুর রাঢ়ী’র সাথে একই থানাধীন ১৭ নং ওয়ার্ড উত্তর আলেকান্দার মোহ জয়নাল আবেগী এর ছেলে মোঃ বাবলু হাওলাদার (৩৮) এর জমি-জমা নিয়া পূর্ববিরোধ থাকায়, মাদক দিয়ে ফাঁসাতে উক্ত মাদকদ্রব্য ০২ নং আসামী মোঃ হাবিবুর রহমানকে দিলে সে ০১ নং আসামী রাশেদুল ইসলাম ঈমন এর মাধ্যমে উক্ত অটোরিক্সার সিটের পাশে ইয়াবা ট্যবলেট রেখে নগর গোয়েন্দা বিএমপিকে ভুল তথ্য প্রদান করে।

অতঃপর ২নং আসামী মোঃ হাবিবুর রহমান এর দেয়া তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন ১২নং ওয়ার্ডের আমতলা মোড় পানির ট্যাংকি, বিজয় বিহঙ্গ চত্তর সংলগ্ন গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের সম্মুখ থেকে ৩নং আসামী মোঃ বাবলু হাওলাদারকে গ্রেফতার করেন এবং জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দোষ স্বীকার করেন।

এ-সময় আসামিদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, একটি চাবিসহ মটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

০১ নং ও ০২ নং আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কমতে পারে ছুটি, শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত   লাইমলাইট গ্রামার স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন   ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ   আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু, বহু হতাহতের শঙ্কা   ইপিজেড স্মার্ট শিল্পাঞ্চল, চট্টগ্রাম এর স্বাধীনতা দিবসের আলোচানা সভা অনুষ্ঠিত   হালিশহর মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত   অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চোখের সামনে অঙ্গার হলো তরতাজা প্রাণ   বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত   অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবে বরিশাল বিভাগীয় সমিতিঃ জাকির হোসেন   হালিশহর মডেল স্কুলের নতুন সভাপতি মোহাম্মাদ হোসেন, আশরাফ আলী সম্পাদক নির্বাচিত   বরিশাল প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম এর শোক প্রকাশ   কাজী বাবুল আর নেই, শোকে স্তব্ধ বরিশালের মিডিয়া অঙ্গন   জীবনকে বদলে দেওয়া এক গুণী মানুষকে যেভাবে হাড়িয়ে ফেললাম   যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ   কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বরিশাল বিভাগীয় সমিতি‘র (ইপিজেড শিল্পাঞ্চল) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত   বরিশালের মামুনের সফলতা হতে পারে অনেকের অনুপ্রেরণাঃ তাপস   ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত   নিউমুরিং এর মরহুম আবদুস সবুর সওঃ এবাদত খানার সাধারণ সভা অনুষ্ঠিত   বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুল গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন সাংবাদিকরা   দুর্দান্ত জয়ে সেমিফাইনালের পথ সহজ করল বাংলাদেশ