করোনামুক্ত হলেন যুবদল নেতা আলী হায়দার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের মানবিক নেতা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার করোনামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার ২৭ জুলাই কভিড টেস্টে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে তিনি করোনা পজেটিভ হয়ে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
বরিশাল রাজনৈতিক অঙ্গনে যুবদল নেতা আলী হায়দার এর করোনা পজেটিভ এর খবর ছড়িয়ে পড়লে নেতা কর্মী সমর্থকরা স্যোসাল মিডিয়াতে দোয়া চেয়ে স্টাটাস দিতে দেখা গেছে।
ফেসবুকে স্টাটাস দিয়ে সমর্থকরা আলী হায়দার এর জন্য দোয়া প্রার্থনা করেছেন। এতে প্রায় সকলেই করোনাকালীন সময়ে আলী হায়দার এর মানবিক কাজের কথা উল্লেখ করেছেন।
আলী হায়দার করোনা রোগীর বাসায় বাসায় অক্সিজেন পৌঁছে দিয়ে মানবিক কাজে বেশ আলোচনায় আসেন। জেলা যুবদলের সাবেক সভাপতি মানবতার ফেরিওয়ালা খেতাব প্রাপ্ত প্রয়াত এ্যড.পারভেজ আকন বিপ্লব এর মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত থেকে অনুপ্রেরণা পান।
আজ এক ফেসবুক স্টাটাস দিয়ে যুবদলের এই নেতা সহযোদ্ধাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।